ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি ও রাসেল শিশু উদ্যান অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাসেল শিশু উদ্যানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ দখলদারকে উচ্ছেদের আলটিমেটাম দেওয়া হয়। একইসঙ্গে শেখ রাসেল শিশু উদ্যান নামকরণ বাতিল করে শিশু উদ্যান নামকরণ করার জন্য দাবি তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, শ্রীমঙ্গল পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান উপজেলার ঐতিহ্য। ২০০৭ সালে তৎকালীন জেলা প্রশাসক পৌরসভার লাইব্রেরি অডিটোরিয়াম কাম লাইব্রেরি নামকরণ করে উদ্বোধন করেন। এক সময় এ লাইব্রেরিতে প্রচুর বই ছিল, ছিলেন প্রচুর পাঠকও। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ২০১২ সালে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ প্রতিষ্ঠার নামে এ লাইব্রেরির ভবন দখল করে কলেজের পাঠদান কার্যক্রম চালান।

পরবর্তীতে আবার ক্লাসের নাম করে শিশু উদ্যান মাঠে লম্বা একটি টিনশেড ঘর নির্মাণ শ্রেণি কার্যক্রম চালানো হয়। পরে কলেজ এই জমি থেকে সরানো হলেও পাবলিক লাইব্রেরি সংস্কার ও পুনঃপ্রতিষ্ঠা হয়নি।

তারা বলেন, দীর্ঘ ৪০ বছরেও রাসেল শিশু উদ্যানের কোনো উন্নয়ন হয়নি। এখনও অযত্ন-অবহেলায় এবং ভূমি-খেকোদের কুনজরে পড়ে আছে এ জমিটি।

ছাত্র-জনতার গণঅভ্যুথ্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত হয়নি। এখনও উদ্যান-লাইব্রেরির একাংশ দখল করে পল হ্যারিস ইন্টারন্যাশনাল নামে একটি কেজি স্কুল শ্রেণি কার্যক্রম চালাচ্ছে।

শেখ রাসেল শিশু উদ্যান নামকরণ ও সরকারি জমিতে কেজি স্কুলের ক্লাস করানোয় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ক্ষমতার প্রভাবে আব্দুস শহীদ শ্রীমঙ্গল শিশু উদ্যানের নাম পরিবর্তন করে শেখ রাসেল শিশু উদ্যান করেছেন। আমরা শ্রীমঙ্গল শিশু উদ্যান নামকরণ দেখতে চাই। এছাড়া সরকারি জমিতে কোন আইনে বেসরকারি মালিকানাধীন স্কুলের ক্লাস হচ্ছে, সেটা প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছেন তারা।

ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ আফজল প্রমুখ।

বক্তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করেন।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের এ দাবির সঙ্গে শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং পথচারীরাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের শিবচরে এক ভ্যানচালক বৃদ্ধকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় বৃদ্ধের ভ্যানটি নিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করেছে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে ও স্থানীয়দের হাত থেকে ওই দুর্বৃত্তকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিক শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যানচালক সায়েম মোল্লার (৬৫) গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এসময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নামে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা নিহত সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে (৩৫) আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটক সৈকতকে নিজেদের হেফাজতে নেয়। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা।
আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতের শনাক্তের কাজ অব্যাহত আছে।

মন্তব্য

রামুর ছিনতাইকারী সেলিম গ্রেপ্তার

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
রামুর ছিনতাইকারী সেলিম গ্রেপ্তার

কক্সবাজারের রামুর দুর্ধর্ষ ছিনতাইকারী মোহাম্মদ সেলিমকে রামু থানা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই রাহুল রায়।

গ্রেপ্তার মোহাম্মদ সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর মেরংলোয়া এলাকার নুরুল হকের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী। তিনি জানান, ১০টি মামলা ও ৩টি ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে। ওসি বলেন, চা-বাগান এলাকার কুখ্যাত ছিনতাইকারী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়েছে।

সেলিম তার নিজস্ব একটি ছিনতাইকারী বাহিনী গঠন করে রামুর চা-বাগান, রামু স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাবার বাগান এলাকায় পর্যটকদের জিম্মি করে ছিনতাই করে আসছে।

তার বিরুদ্ধে রামু থানায় চুরি, ছিনতাই, দস্যুতা এবং ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

কেরানীগঞ্জে বৈঠকে হাতাহাতি সালিসকারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে বৈঠকে হাতাহাতি সালিসকারীর মৃত্যু
প্রতীকী ছবি

সালিস বৈঠকে দুপক্ষের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনায় ‘আতঙ্কিত হয়ে’ সালিসকারী মো. জরিপ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। জরিপ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া টিলাপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া টিলাপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসের শেষ জুমার নামাজের সময় শিশুরা চেঁচামেচি করলে মৃত জরিপের ভাতিজা এক শিশুকে থাপ্পড় মারে।

এ নিয়ে স্থানীয় মোজাম্মেল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর (জরিপ) তর্কবিতর্ক হয়। বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার এশার নামাজের পর স্থানীয় মুরব্বিদের নিয়ে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠক চলাকালীন দুপক্ষের মধ্যে মারামারি বাধে। এ সময় জরিপ ভয়ে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে স্ট্রোক করেন।
তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজারুল ইসলাম জানান, কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।

মন্তব্য

চসিক সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চসিক সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চসিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে তার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ