<p style="text-align:justify">পদত্যাগ করে পালিয়ে ভারত চলে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব এবং জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।</p> <p style="text-align:justify">তিনি জানান, রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আজ সন্ধ্যায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শিক্ষক-শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া জ্ঞানার্জন সম্ভব নয়’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728135547-b0c42b7f7c3c8dabdcbcf24ae8c2825e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শিক্ষক-শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া জ্ঞানার্জন সম্ভব নয়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/05/1432102" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জানা যায়, আবুল কালাম আজাদ শেখ হাসিনা সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কও ছিলেন।</p> <p style="text-align:justify">আবুল কালাম আজাদ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তিনি এই পদ হারান।</p>