<p>রাজধানীর বাড্ডায় আল আমিন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ এবং খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে যাওয়া নাইমুন নাহার মিতু নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার এসব ঘটনা ঘটে।</p> <p>ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,  মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।</p> <p>মৃত আল আমিনের বোনের স্বামী জামাল জানান, আল আমিন পেশায় রিকশাচালক। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানাধীন জাজিরা গ্রামে। স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।</p> <p>স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে আল আমিন আত্মহত্যা করেছেন অভিযোগ করে জামাল বলেন, আল আমিনের স্ত্রী অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াও হয়েছে। সবশেষ রবিবার সকালে তাদের ঝগড়া হয়। এ ঘটনায় আল আমিন নিজকক্ষে গিয়ে গলায় ফাঁস দেন। পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>এদিকে খিলগাঁওয়ের সিপাহিবাগে ভবন থেকে পড়ে নিহত মিতুর সঙ্গে বছরখানেক আগে সাজেদুল ইসলাম নামের এক চাকরিজীবীর বিয়ে হয়।</p> <p>মিতুর শাশুড়ি সুমি বেগম বলেন, দুপুরে একসঙ্গে খাওয়ার পর কাপড় শোকানোর কথা বলে ছাদে যান মিতু। এরপর প্রতিবেশীদের কাছ থেকে মিতুর মৃত্যুর খবর মেলে। ভবনের ছাদে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। পা পিছলে নিচে পড়ে মিতুর মৃত্যু হয়ে থাকতে পারে।</p>