<p>ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিজেএমসি) নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আলগীর কবীর সভাপতি ও জালিজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সিজেএমসি ভবনে সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।</p> <p>কমিটির অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খোকন, কোষাধ্যক্ষ মো. খোকন চৌকিদার, প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক এবং পরিবেশ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. আল আমিন।</p> <p>নির্বাচিত নেতৃবৃন্দরা জানান, সুন্দর পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। আমাদের ভোট দিয়ে নির্বাচিত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। এই কমিটির প্রত্যেক সদস্য সাধারণ কর্মচারীদের জীবনমান উন্নয়নে আরো বেশি সচেষ্ট ও সক্রিয় ভূমিকা পালন করবে।</p>