ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

মেট্রো রেলে বিনা ভাড়ায় গন্তব্যে গেলেন যাত্রীরা!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেট্রো রেলে বিনা ভাড়ায় গন্তব্যে গেলেন যাত্রীরা!
প্রতীকী ছবি

মেট্রো রেল পুলিশ সদস্যদের বিরুদ্ধে সহকর্মীদের মারধরের অভিযোগে সকালে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রো রেলের কর্মীরা। তবে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করেছে। কর্মীরা দায়িত্ব পালন না করায় যাত্রীদের বিনা মূল্যে মেট্রো রেলে ভ্রমণ করতে দেখা গেছে। অনেক স্টেশনে মেশিন বন্ধ থাকায় কার্ড পাঞ্চ করতে পারেননি যাত্রীরা।

  

আরো পড়ুন
সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

 

আজ সকালে মিরপুর ১০, কারওয়ান বাজার, সচিবালয় স্টেশনে কয়েকজন আনসার সদস্য ছাড়া কোনো কর্মীকে দেখা যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ স্টেশনে গেট খোলা ছিল। যাত্রীরা তাদের কার্ড ছাড়াই মেট্রোতে প্রবেশ করতে পারছিলেন। 

আরো পড়ুন
র‌্যাবের অভিযানে আরাকান আরসার ৪ সদস্য আটক

র‌্যাবের অভিযানে আরাকান আরসার ৪ সদস্য আটক

 

তানজিমা রহমান নামের এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পল্লবী স্টেশন থেকে পাঞ্চ করে উঠতে হয়েছে, কিন্তু কারওয়ান বাজার স্টেশনে পাঞ্চ ছাড়াই বের করে দিচ্ছে।

মেশিনও বন্ধ রাখা হয়েছে। বলছে, আজকের জন্য ফ্রি। তাহলে যদি পরে জরিমানা করা হয়, এর দায়িত্ব কার? ৪৫ টাকার জায়গায় কেন আমি ২০০ টাকা জরিমানা দেব?

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সকাল ৯টার দিকে জানিয়েছেন, ৯৫ শতাংশ কার্যক্রম স্বাভাবিক হয়ে গেছে, বাকিটাও দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

আরো পড়ুন
ঝিনাইদহে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 

তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার বিকেলে সচিবালয় স্টেশনে এমআরটি পুলিশ সদস্যরা মেট্রো রেল কর্মকর্তাদের মারধর করেছে অভিযোগ তুলে গভীর রাতে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়। ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা’ ব্যানারে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্য তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্য তালিকা প্রকাশ
সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর প্রথম সদস্য তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সংগঠনটির এ সদস্য তালিকা প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের অনলাইন সম্পাদক বা প্রধান ও ডিজিটাল প্রধানরা এ সদস্যপদ পেয়েছেন।

প্রথম দফায় যারা সদস্য পদ পেয়েছেন তারা হলেন- মো. মঈন উদ্দিন বকুল (দৈনিক আমাদের সময়), এম এ এইচ এম কবির আহম্মেদ (আরটিভি), মানসুরা খাতুন চামেলী (বার্তা২৪.কম), মো. ফরহাদ হোসেন (দৈনিক মানবকণ্ঠ), আনিসুর সুমন (এখন টিভি), আজাদ বেগ (দ্য ডেইলি স্টার), মো. মনিরুজ্জামান (দেশ টেলিভিশন), যুবরাজ ফয়সাল (দৈনিক নয়া দিগন্ত), মিজানুর রহমান সোহেল (দৈনিক ভোরের কাগজ), হোসাইন মো. নাহিয়ান (দৈনিক ভোরের কাগজ), মো. কামরুল ইসলাম (ডিবিসি নিউজ), যাকারিয়া ইবনে ইউসুফ (কালের কণ্ঠ), এস এম আমানূর রহমান (প্রতিদিনের বাংলাদেশ) ও শরাফত হোসেন (দৈনিক ইত্তেফাক)।

এ ছাড়া সদস্য হয়েছেন হাসনাত কাদীর (বাংলাদেশের খবর), লুৎফর রহমান হিমেল (বাংলানিউজ২৪.কম), মো. মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টেলিভিশন), মাজহার খন্দকার (চ্যানেল ২৪), মোহাম্মদ আতাউর রহমান (দৈনিক যুগান্তর), পলাশ মাহমুদ (দৈনিক কালবেলা), আনিসুর রহমান বুলবুল (দৈনিক কালের কণ্ঠ), শামছুল হক রাসেল (বাংলাদেশ প্রতিদিন), মো. হাসান শরীফ (দৈনিক যুগান্তর), মো. রিয়াজ উদ্দীন (একুশে টিভি), কে এম জিয়াউল হক (জাগোনিউজ২৪.কম), মাহমুদ সোহেল (জিটিভি), সায়েদুল মাহমুদ (সময় টিভি), মৌসুমী সুলতানা (বাংলানিউজ২৪.কম), সাকিব সিকান্দার (কালের কণ্ঠ), বিপুল হাসান (আরটিভি), সৈয়দ এ রহমান গালিব (দৈনিক ইনকিলাব), শিয়াবুর রহমান শিহাব (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), আতাউর রহমান (ইউএনবি), মীর আত্তাকী মাসরুরুজ্জামান (চ্যানেল আই), মহিউদ্দিন সরকার (ঢাকা পোস্ট), ফখরুদ্দিন জুয়েল (এনটিভি), সাজিদ হক (মানবজমিন), মওদুদ সুজন (ডেইলি সান), মঞ্জুরুল হক (দেশ রূপান্তর) এবং রবিন অমিত (যুগান্তর)।

এই সংগঠন দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা নির্ধারণ এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় হাতের আটক করেন স্থানীয়রা। 

আটকৃতরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। 

স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা দক্ষিণ যুবদলের নেতা নয়নের সহযোগী।

রাজ ওই এলাকার মাদক ব্যবসায়ী। তার ১০-১২ জনের ক্যাডার বাহিনী রয়েছে। তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্র।

আরো পড়ুন
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

 

এ ছাড়া গ্রেপ্তারকৃত মাহিদুর রহমান ওরফে মোহন হোসেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ও নয়নের শ্যালক বলে পরিচয় দেন।

আর নুর আলম রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ ওই ওয়ার্ড যুবদলের সদস্য ও নয়নের গাড়িচালক।

পুলিশ জানায়, আটকৃকতরা স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন। তাদের বিরুদ্ধে আরো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ এঞ্জেলের সামনে তাদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তদন্ত শুরু হয়েছে। 

পুলিশ জানায়, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ঘনিষ্ঠ আরো অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

তারা হলেন তপন, সজল, রনি শিকদার, মাসুদ রানা প্রমুখ।

এদিকে এই চার নেতা গ্রেপ্তার হওয়ার পর গতকাল সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণির দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাতকেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্যকেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।’

এতে বলা হয়, ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে সংগঠনের ইমেজ ক্ষুন্ন করছে।’

বিজ্ঞপ্তিতে যুবদল আরো জানায়, ‘দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।’

যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনো ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরকে জানানোর জন্য জনসাধারণ, ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

মন্তব্য

উন্নয়নকাজে জলাশয় ভরাট না করার অনুরোধ ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
উন্নয়নকাজে জলাশয় ভরাট না করার অনুরোধ ডিএনসিসি প্রশাসকের
ছবি : কালের কণ্ঠ

উন্নয়নকাজ চলাকালে জলাশয় ভরাট না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (১৭ মার্চ) বিকালে বিমানবন্দর রেলস্টেশনসংলগ্ন আশকোনা রেলগেট ও আশপাশের উন্নয়নকাজ পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন। 

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বড় বড় শহরে বন্যা থেকে নিরসনের জন্য জলাধার একান্ত প্রয়োজন। তাই সব উন্নয়নকারী সংস্থাকে অনুরোধ করব যেন জলাধার ভরাট না করে।

একান্ত করতে হলে প্রকল্প শেষে যেন সেটা জলাধার হিসেবে ফিরিয়ে দেয়। কোনোভাবেই সেগুলা মাঠ, বাজার কিংবা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না।’

তিনি বলেন, ‘কয়েকটি মেগাপ্রকল্পের কাজ চলমান থাকায় এ বছর এখানে তীব্র জলজটের আশঙ্কা করছি তাই, বর্ষার পূর্বের সর্বোচ্চ পানি নিষ্কাশনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যার ফলস্বরূপ আগামী বর্ষার মৌসুমে এই এলাকার মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।

আসন্ন বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করবে বলেও জানান মোহাম্মদ এজাজ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন রাতারাতি করা সম্ভব নয়, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে যেন এই জলাবদ্ধতা পরিস্থিতি সর্বনিম্ন রাখা যায়।’ 

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ বছরের খালাতো ভাই আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১১ বছরের খালাতো ভাই আটক
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার কলেজ রোড এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

আরো পড়ুন
বিয়ে করেছেন সমন্বয়ক রাফি, নববধূর পরিচয়ে যা জানা গেল

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি, নববধূর পরিচয়ে যা জানা গেল

 

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘গতকাল বিকেলে আমার মেয়ের সঙ্গে ছেলেটা মোবাইল নিয়ে বসে ছিল।

পরবর্তীতে আমার মেয়েকে ছাদে নিয়ে গিয়ে এই অত্যাচার করেছে। মেয়ে প্রথমে আমাদের কিছু না জানালেও রাতে তার মাকে সব বলে। পরবর্তীতে মধ্যরাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ছেলেটিকে আটক করে থানায় এনেছি। অভিযুক্ত ছেলেটিও ১১ বছরের শিশু। যেটুকু জানতে পেরেছি ভিক্টিমের সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ