<p>শুটিং থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে কলকাতার জনপ্রিয় টিভি অভিনেতা সাহেব ভট্টাচার্য। মাঝরাতে ঘটনাটি ঘটেছে জেমস লং সরণির কাছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অভিনেতা। তবে তার সহকারী গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।  </p> <p>ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ভারতীয় গণমাধ্যমকে সাহেব জানান, অ্যাপ ক্যাবে করে শুটিং থেকে ফিরছিলেন তিনি। শুরু থেকেই চালক খারাপভাবে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির গতিও বেশি ছিল। আচমকা রাস্তার একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার চোটে গাড়ি একেবারে ১৮০ ডিগ্রি উলটে যায়। সেই অবস্থাতেই রাস্তায় ঘষে যেতে থাকে। কিছুটা যাওয়ার পর থামে। </p> <p>পরিস্থিতি দেখে ছুটে আসেন স্থানীয়রা। তখনো গাড়ি উল্টো অবস্থায় ছিল এবং সাহেব ও তার সহকারী ফারুক চালকসহ গাড়িতে আটকে ছিলেন। স্থানীয়রা গাড়ির দরজা ভেঙে সবাইকে উদ্ধার করেন। কপালজোরে সাহেবের কোনো আঘাত লাগেনি। তবে ফারুকের সারা শরীরে চোট লেগেছে। তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ফারুক।</p> <p>এদিকে এত কিছু সামলেও শুটিংয়ে সময়মতো পৌঁছেছেন সাহেব। কিন্তু মাথা থেকে যেন কিছুতেই সেই স্মৃতি যাচ্ছে না। সাহেব জানান, পুলিশ ইতিমধ্যেই অ্যাপ ক্যাবের চালককে গ্রেপ্তার করেছে। সম্ভবত তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই শহরে অনেকেরই রাতে বাড়ি ফেরার ভরসা অ্যাপ ক্যাবগুলো। সেখানে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়?</p> <p>অ্যাপ ক্যাব সংস্থায়ও অভিযোগ জানিয়েছেন অভিনেতা। এত কিছুর মধ্যেও অভিনেতা সেই মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চান, যারা দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দেখেই ছুটে এসেছিলেন। কপাল জোরেই এ যাত্রায় রক্ষা পেয়েছেন তারকা।</p>