<p>আজ থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বেশ কিছু নতুন গান প্রকাশ পাচ্ছে। সেগুলো নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>তোমার জন্য রোদ্দুর</strong></p> <p>পূজা উপলক্ষে সমরজিৎ রায় প্রকাশ করেছেন নতুন গান ‘তোমার জন্য রোদ্দুর’। লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ। তাঁর সঙ্গে দ্বৈত গেয়েছেন কলকাতার শুভমিতা ব্যানার্জি।</p> <p>গানটির স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফরমগুলোতে। সমরজিৎ বলেন, ‘এবারের দুর্গাপূজায় শুভমিতা দিদির সঙ্গে মৌলিক গানটি করলাম। আমাদের সঙ্গে সমবেত কণ্ঠে গেয়েছে সুরছায়ার [সংগীত প্রতিষ্ঠান] শিক্ষার্থীরা। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। পাশাপাশি গানটি ভালো লাগলে শেয়ার করারও অনুরোধ রইল।’</p> <p><strong>পুজোর খুশি</strong></p> <p>অডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রটিউন মিউজিক প্রকাশ করেছে ‘পুজোর খুশি’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত করেছেন কেডি বিজন। গেয়েছেন অনিন্দিতা অথি ও সুদীপ্ত চক্রবর্তী। ৭ অক্টোবর গানটি প্রকাশ হয়েছে। অথি বলেন, ‘গানের কথাগুলো মন ছুঁয়েছিল। প্রথম দুটি লাইন এমন—শাপলা জলে মেঘ ছুঁয়েছে, আকাশ তাঁতের শাড়ি/শিউলি ছাতিম গন্ধ মেখে মা আসবে বাড়ি। সংগীতায়োজনেও রয়েছে পূজার আমেজ। ঢাক, কাঁসরসহ দারুণ একটা রিদম হয়েছে।</p> <p>গানটি বাজলে যে কেউ তালে তালে নাচবেন বলে মনে করি। পূজায় আমাদের মণ্ডপে বাজার মতো গান খুব কম আছে। এই গানটি হয়তো একটা জায়গা করে নেবে।’<br /> গানটির ভিডিও পরিচালনা করেছেন রবিন বশাক। মডেল হয়েছেন নারায়ণ দেব, দিনেশ পণ্ডিত, সিঁথি, আকাশসহ অনেকে।</p> <p><strong>লাগছে কেমন</strong></p> <p>৩ অক্টোবর ইনডেক্স মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন পূজার গান ‘লাগছে কেমন’। সি কে দে চয়নের কথা ও সুরে গানটির সংগীত করেছেন এপি শুভ। গেয়েছেন জয় জয়সওয়াল, সিন্ধা রিতা রায় ও অথি। কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। গানটিতে মডেল হয়েছেন বারিশা হক। ‘লাগছে কেমন বলো আমায় জামদানি শাড়িতে, নীলাম্বরী সাঁজব আমি সপ্তমী রাতে’—এমন কথার গানটি নিয়ে সংগীত পরিচালক শুভ বলেন, ‘আমরা ছোটবেলায় পূজা মণ্ডপে নানা ধরনের গান শুনতে পেতাম। বেশির ভাগ গান ছিল ভারতীয়। তবে এখন সময় পরিবর্তন হয়েছে। আমরা বাংলাদেশি গানই মণ্ডপে শুনতে চাই। কয়েক বছর আগেও বাংলাদেশে পূজার গান তৈরি হতো না বললেই চলে। এখন কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেছে। পূজা উপলক্ষে নতুন নতুন গান তৈরি হচ্ছে। শ্রোতারাও গ্রহণ করছে।’</p> <p><strong>মা এলো</strong></p> <p>পিজিত মহাজন অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ হয়েছে দুর্গাপূজার নতুন গান ‘মা এলো’। কথা লিখেছেন যৌথভাবে পরীক্ষিত বালা ও পিজিত। সংগীত করেছেন আয়ান ও শুভ। গানটি গেয়েছেন পিজিত মহাজন। ভিডিও নির্মাণ করেছেন শেখ সাদী। মডেল হয়েছেন মৌসুমী মৌ। পিজিত বলেন, ‘আমি প্রতি বছরই দুর্গা মাকে নিয়ে গান করার চেষ্টা করি। গত বছরও করেছিলাম। গানটি শ্রোতারা পছন্দ করেছিল দারুণ। এবারও উৎসাহ নিয়ে নতুন গানটি করেছি। মৌসুমী মৌ আপু গানটিতে দেবী দুর্গা রূপে হাজির হয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এবারের গানটিও সবার ভালো লাগবে বলে বিশ্বাস।’</p> <p><strong>তোমার নাম লিখে রাখলাম</strong></p> <p>এইচ এম ভয়েজ নামের ইউটিউব চ্যানেলে ১০ অক্টোবর প্রকাশ পাবে পূজার গান ‘তোমার নাম লিখে রাখলাম’। শেখ নজরুলের কথায় গানটির সংগীত করেছেন রেজওয়ান শেখ। গেয়েছেন মৌমিতা বড়ুয়া। ভিডিওচিত্র নির্মাণ করেছেন আল আমিন হোসেন। সাইফুল ইসলামের সঙ্গে গানটিতে মডেল হয়েছেন মৌমিতাও। গীতিকার এবং এইচ এম ভয়েজের কর্ণধার শেখ নজরুল বলেন, ‘আমার লেবেল থেকে প্রতিবছরই পূজার গান করি। এবারও করেছি। আসলে আমাদের তো উৎসব বলতে দুই ঈদ, পহেলা বৈশাখ আর পূজা। শ্রোতারাও অপেক্ষা করে এই উৎসবগুলোতে নতুন গানের জন্য। চেষ্টা করেছি ভালো একটি গান উপহার দেওয়ার।’</p>