বিশেষ ডিনারের বদলে উপস্থাপনার প্রস্তাব, যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিশেষ ডিনারের বদলে উপস্থাপনার প্রস্তাব, যা বললেন অভিনেত্রী
নাদিয়া হুসেন খান

শোবিজের চাকচিক্য ও অভিজাত জগতের আড়ালে অনেক অন্ধকার জগত থেকে যায়, এই অঘোষিত সত্য সবাই জানে। প্রায়ই অনেক তারকার কণ্ঠে উঠে আসে এসব অন্ধকার জগতের গল্প। সম্প্রতি শোবিজ ইন্ডাস্ট্রির অন্ধকার দিক উন্মোচন করেছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী নাদিয়া হুসেন খান। অভিনেত্রী এক সাক্ষাৎকারে এমন কিছু ‘অস্বস্তিকর সত্য’ প্রকাশ করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

আরো পড়ুন
অভিনয় ছাড়ছেন বিজয়, শেষ সিনেমার পোস্টার প্রকাশ

অভিনয় ছাড়ছেন বিজয়, শেষ সিনেমার পোস্টার প্রকাশ

 

দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা এই অভিনেত্রী, মডেল, ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর ওই সাক্ষাৎকারে বিনোদন জগতের নেপথ্যে ঘটে যাওয়া শোষণ ও অনৈতিক কাজের বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অন্ধকার ও অবৈধ বিষয়গুলোর সবই দেখেছেন তিনি। এমনকি বন্ধ দরজার পেছনে কী হচ্ছে তাও জানেন। ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী তরুণ ছেলে-মেয়েদের কীভাবে অবৈধভাবে ব্যবহার করেন প্রভাবশালী ব্যক্তিরা, তাও জানিয়েছেন এ তারকা।

আরো পড়ুন
জামিন পেয়ে যা বললেন পরীমনি

জামিন পেয়ে যা বললেন পরীমনি

 

নাদিয়া বলেন, ‘একজন প্রতিষ্ঠিত তারকা হওয়ার পর একাধিকবার খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল আমাকে। কিন্তু শর্ত ছিল। এর বিনিময়ে একটি বিশেষ ডিনারে অংশ নিতে হবে আমাকে।

আমি স্পষ্টভাবে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি এবং সেই কাজ করিনি।’

এ অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় আমার সীমাবদ্ধতা সম্পর্কে খুবই স্পষ্ট ছিলাম। কিন্তু শোবিজে কাজ করতে আসা তরুণ ছেলে-মেয়েরা প্রায়ই প্রভাবশালীদের কাছ থেকে আসা এমন অনৈতিক দাবি মেনে নিতে বাধ্য হয়।’

মাত্র ২০ বছর বয়সী লাখানি সিল্ক মিলসের একটি শীতকালীন কালেকশনের মডেলিং শ্যুটে হাজির হন নাদিয়া হুসেন। তিনিই একমাত্র পাকিস্তানি মডেল যাকে রিজওয়ান বেগ সারায়েভো ফ্যাশন সপ্তাহের জন্য বেছে নিয়েছিলেন।

অভিনেত্রী হিসেবে তিনি বিভিন্ন নাটকে কাজ করেছেন। পাকিস্তানি শোবিজ অঙ্গনে বেশ জনপ্রিয় মুখ তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’

দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির অন্ধকার জগতের নানা দিক নিয়ে গত বছর একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন। এবার এক ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী শালিনী পান্ডে। দক্ষিণী সিনেমা ‘অর্জুন রেড্ডি’ থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী। সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কর্মজীবনের শুরুর দিকের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

সিনেমা জগতে নানা রকমের পুরুষের মুখোমুখি হয়েছেন শালিনী পান্ডে। কেউ কেউ অত্যন্ত ভদ্র। আবার ভদ্রতার ধার ধারেন না এমন কিছু মানুষও আছেন।

আবার কিছু পুরুষের জন্যই নিজের চারদিকে গণ্ডি নাকি টানতে শিখেছেন শালিনী। দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির এমনই একজন পরিচালকের কথা জানান অভিনেত্রী। 

আরো পড়ুন
এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক : অভিভাবক ঐক্য ফোরাম

এসএসসি পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক : অভিভাবক ঐক্য ফোরাম

 

তিনি বলেন, একবার প্রসাধনী ভ্যানে তৈরি হচ্ছিলেন। তিনি যখন পোশাক বদলাচ্ছেন, ঠিক তখনই সিনেমার পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে।

প্রবেশ করার আগে ভ্যানের দরজায় কড়া পর্যন্ত নাড়েননি! এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী পান্ডে। 

সম্প্রতি এক সাক্ষাৎাকারে অভিনেত্রী বলেন, ‘তিনি ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করতে শুরু করি। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স মাত্র ২২। পরিচালক বেরিয়ে যাওয়ার পর কলাকুশলীরা বলেছিলেন—শালিনীর ওভাবে চিৎকার করা ঠিক হয়নি।

’ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

শালিনী স্পষ্ট জানিয়েছিলেন, কারো ঘরে ঢোকার আগে কড়া নাড়া ন্যূনতম সভ্যতার মধ্যে পড়ে। অভিনেত্রী বলেন, ‘আমি চিৎকার করছিলাম বলে অনেকেরই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ। কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়েছি মাত্র।’ এ ঘটনার পর থেকে নিজের চারপাশে আরো সচেতনভাবে গণ্ডি টানতে শিখেছেন অভিনেত্রী।

মন্তব্য

‘যা ঘটেছে তা একদমই মনে রাখবেন না’, কটূক্তি প্রসঙ্গে শাকিব খানকে আফরান নিশো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘যা ঘটেছে তা একদমই মনে রাখবেন না’, কটূক্তি প্রসঙ্গে শাকিব খানকে আফরান নিশো
শাকিব খান ও আফরান নিশো

‘সে সময়ে যেটা ঘটেছিল, এটা একটা ভুল-বোঝাবুঝি। আমি শাকিব খানকে বলব—প্লিজ, এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না’—এমন মন্তব্য করেছেন আফরান নিশো। বছর দুয়েক আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। সে সময় সিনেমার প্রচারণায় বিভিন্ন সময়ে শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন এই অভিনেতা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়।

আরো পড়ুন
‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

 

সম্প্রতি সে সময়ের সেই ঘটনা নিয়ে কথা বলেছেন আফরান নিশো। পুরো বিষয়টি ভুল-বোঝাবুঝি বলে জানান তিনি। সেই সঙ্গে শাকিব খানের প্রতি আহ্বানও জানান একসঙ্গে কাজ করার। আফরান নিশো বলেন, “আমার ‘সুড়ঙ্গ’ সিনেমা রিলিজের সময় যা ঘটেছিল, তা পুরোটাই ভুল-বোঝাবুঝি।

এটা কোনো ক্ল্যারিফিকেশন দিচ্ছি না, দায়িত্ব নিয়ে স্পষ্ট করে বলছি, কোনো একজন মানুষকে কেন্দ্র করে কটূক্তি করা কখনোই আমার ইনটেনশন ছিল না। সেটা এখনো নেই, সামনেও থাকবে না। অনেক সময় প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কিছুই কথাতে চলে আসে। সেগুলের রেশ ধরে কেউ হয়তো চাইল যে ঝগড়াটা একটু বাড়িয়ে দিই বা একটু কমিয়ে দিই।
আমার জায়গা থেকে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। কখনো আমি দেখাইও না।’

আরো পড়ুন
মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

 

এরপর শাকিব খানের কথা টেনে আফরান নিশো বলেন, “যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাকে আমি যথেষ্ট সম্মান করি।

আমার যখন ‘সুড়ঙ্গ’ রিলিজ হয় তখনো তার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি, অনেক। একজন মানুষ যার এত দীর্ঘ ক্যারিয়ার, এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করেন। এর বিনিময়ে তিনি সম্মান ছাড়া আর কিছু চান না। আমার তরফ থেকে তিনি সম্মানের তুঙ্গেই থাকবেন সব সময়। তার পরও যদি এই বিষয়টা তিনি (শাকিব খান) মনে নিয়ে থাকেন তাহলে বলব, আপনি এটা একদমই মনে রাখবেন না। দায়িত্ব নিয়ে বলছি, এটা একদমই ভুল-বোঝাবুঝি।”

শাকিব খান এবং আফরান নিশো দুজনকে একসঙ্গে সিনেমাতে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে এই অভিনেতা বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো প্রস্তাব আসেনি। এ রকম কিছু এলে আমি বরং খুশিই হবো।’

মন্তব্য

ঈদের ছুটির আমেজে ঘরে বসেই দেখতে পারেন সেরা ৭টি ‘থ্রিলার’ ছবি

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব
শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব

শঙ্খনীল দেব
শেয়ার
ঈদের ছুটির আমেজে ঘরে বসেই দেখতে পারেন সেরা ৭টি ‘থ্রিলার’ ছবি
বাঁ থেকে ‘মেমোরিস অফ মার্ডার’, ‘শাটার আইল্যান্ড’ এবং ‘আন্ধাধুন’

গোটা বছরের কর্মব্যস্ত জীবনের পর ঈদে ছুটির দিনগুলো যেন একটু স্বস্তি নিয়ে আসে সবার জীবনে। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা। টিভি কিংবা বড় পর্দায়, সিনেমা বা সিরিজ দেখা এখন মানুষের নিত্যদিনের অংশ হয়ে উঠছে। আর ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এখন সবকিছুই মানুষের হাতের মুঠোয়।

ঈদের ছুটিতে সিনেমা দেখার মজাই যেন আলাদা! আর সিনেমাপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ পছন্দ করেন থ্রিলারধর্মী সিনেমা। টান টান উত্তেজনাকর গল্প, একের পর এক সাসপেন্স আর রহস্যময়তা পর্দায় ধরে রাখে দর্শকদের। তাই থ্রিলার জনরার সিনেমা সবার পছন্দের শীর্ষে।

এই ঈদের ছুটির আমেজে ঘরে বসেই দেখে নিতে পারেন, এমন ৭টি থ্রিলার চলচ্চিত্র নিয়েই আজকের প্রতিবেদন।

 

1

নাইটক্রলার

নাইটক্রলার : এটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান থ্রিলার চলচ্চিত্র, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ড্যান গিলরোয়ের। এতে জ্যাক গিলেনহাল লুই ‘লু-ব্লম’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে গভীর রাতে নানা রকম ঘটনা রেকর্ড করেন এবং একটি স্থানীয় টেলিভিশন নিউজ স্টেশনে ফুটেজ বিক্রি করেন।

তিনি উচ্চাভিলাষী, লোভী ও আত্মবিশ্বাসী।

রিনি রুসো, রিজ আহমেদ এবং বিল প্যাকসনও অভিনয় করেছেন এতে। চলচ্চিত্রের একটি সাধারণ থিম হল অনৈতিক সাংবাদিকতা। সিনেমাটির থ্রিল আপনাদের ভাল লাগবে তা বলাই যায়। আইএমডিবি‘তে ৭.৯ রেটিং রয়েছে এটির।

1

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান 

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান : এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ওয়েস্টার্ন ক্রাইম থ্রিলার ফিল্ম।

যায়েল এবং ইথান কোয়েন রচিত এবং পরিচালিত সিনেমাটি ২০০৫ সালের কর্ম্যাক ম্যাকার্থির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। টমি লি জোন্স, জাভিয়ার বারডেম এবং জোশ ব্রোলিন অভিনীত এটি ১৯৮০ সালের পশ্চিম টেক্সাসের মরুভূমিতে টেক্সাসের ওয়েল্ডার এবং ভিয়েতনাম যুদ্ধের উপর নির্মিত হয়েছে। টান টান উত্তেজনা ও দারুণ সব টুইস্টের এই থ্রিলারটির আইএমডিবি’তে ৮.১ রেটিং রয়েছে। সময় থাকলে দেখে নিতে পারেন।

আরো পড়ুন
মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

 

1

আনকাট জেমস

আনকাট জেমস : জোস এন্ড বোনি পরিচালিত ২০১৯ সালের আমেরিকান ক্রাইম থ্রিলার ‘আনকাট জেমস।’ এতে অ্যাডাম স্যান্ডলার একজন ইহুদি-আমেরিকান। তিনি নিউ ইয়র্ক সিটির একজন ডায়মন্ড জুয়েলার এবং তাঁর ডিস্ট্রিক্ট জুয়ার আসক্তি রয়েছে। ঋণ পরিশোধের জন্য তাকে ব্যয়বহুল একটি রত্ন উদ্ধার করতে হবে এবং এই নিয়েই এগিয়ে যায় সিনেমার কাহিনী। আইএমডিবি’তে ৭.৪ রেটিং রয়েছে এটির। সময় থাকলে দেখে নিতে পারেন থ্রিলার চলচ্চিত্রটি।

1

আন্ধাধুন

আন্ধাধুন : হলিউডের থ্রিলার সিনেমার ভীড়ে বলিউডের আন্ধাধুনকে রাখতেই হচ্ছে। বলতে গেলে হিন্দি সিনেমার সর্বকালের সেরা থ্রিলার সিনেমাগুলোর মধ্যে এটি একটি। এতে একজন অন্ধ সংগীতশিল্পী (পিয়ানোবাদক) এর চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। অন্ধ হলেও পিয়ানো বাজিয়ে জীবিকা নির্বাহ করেন আয়ুষ্মান। বিদেশে যাওয়ার স্বপ্ন তাঁর। কিন্তু তাঁর জীবনে হঠাৎ ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্খিতভাবে এক খুনের মামলায় জড়িয়ে পড়েন তিনি। সেখান থেকেই গল্প মোড় নেয় নতুন দিকে। গল্পের পরতে পরতে টুইস্ট আর থ্রিল রীতিমতো মুগ্ধ করবে আপনাকে। সময় থাকলে দেখে নিতে পারেন চমৎকার চলচ্চিত্রটি। আইএমডিবি’তে ৮.৩ রেটিং রয়েছে এটির। আয়ুষ্মানের সঙ্গে এতে অভিনয় করেছেন টাবু ও রাধিকা আপ্তে।

আরো পড়ুন
‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

 

1

প্যারাসাইট

প্যারাসাইট : থ্রিলার দেখবেন আর কোরিয়ান সিনেমা দেখবেন না, তা হতে পারে না। থ্রিলার ঘরানায় কোরিয়ানরা এক কথায় অনবদ্য। একের পর এক মাস্টারপিস থ্রিলার রয়েছে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে। যার মধ্যে রয়েছে অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট।’ দুই পরিবারের গল্প, সমাজের বিত্তশালী সম্প্রদায়ের রূপের পাশাপাশি আরও অনেক গাম্ভীর্যপূর্ণ বিষয় ওঠে এসেছে এতে। সং কাং হো, লি সান কিউ, চো ইয়ো জিয়ং অভিনীত সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রচুর প্রশংসাও পায়। প্রথম বিদেশি ভাষার কোনো চলচ্চিত্র হিসেবে জিতে নেয় অস্কার। আইএমডিবি’তে ৮.৫ রেটিং রয়েছে কোরিয়ান এই মাস্টারপিসের।

1

মেমোরিস অফ মার্ডার

মেমোরিস অফ মার্ডার : বিশ্বের সেরা থ্রিলারধর্মী সিনেমার তালিকায় রয়েছে বং জুন-হু পরিচালিত আরও এক কোরিয়ান সিনেমা ‘মেমোরিস অফ মার্ডার।’ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এটি। কাং হো সং এবং হে ইল পার্ক অভিনীত থ্রিলারধর্মী এই সিনেমার পরত পরতে জড়িয়ে রয়েছে সাসপেন্স। ১৯৮৬ সালে দুই নারীকে ধর্ষণ করে খুন করা হয়। এই খুনের তদন্ত করতে শুরু করেন দুই গোয়েন্দা। কিন্তু ওই এলাকায় একই ভাবে খুন হতে থাকে। খুনের নেপথ্যে আসলে কে, তদন্তই বা কীভাবে করা হচ্ছে সেসব নিয়েই গল্প এগিয়ে যায়। তবে সিনেমাটির শেষের টুইস্ট আপনাকে হতবাক করে দেবে। আইএমডিবি’তে ৮.১ রেটিং রয়েছে এটির। সময় থাকলে দেখে নিন সেরা এই থ্রিলারটি।

আরো পড়ুন
অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না : রুনা লায়লা

অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না : রুনা লায়লা

 

1

শাটার আইল্যান্ড

শাটার আইল্যান্ড : ২০১০ সালে মুক্তি পাওয়া মার্টিন স্কোরসেজি পরিচালিত শাটার আইল্যান্ডকে বলা হয় থ্রিলার ইতিহাসে অন্যতম সেরা একটি চলচ্চিত্র। ২০০৩ সালে প্রকাশিত শাটার আইল্যান্ড নামক উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী চলচ্চিত্র এটি। থ্রিলারধর্মী এই সিনেমাটি মূলত ইউএস মার্শাল টেডি ডেনিয়েলের (লিওনার্দো ডিক্যাপ্রিও) মানসিক হাসপাতাল থেকে গায়েব হওয়া এক খুনির খোঁজে শাটার আইল্যান্ডে আগমনকে ঘিরে আবর্তিত। অতঃপর হাসপাতালে সেবার আড়ালে ভয়াবহ কার্যক্রমের রহস্য উদঘাটনের মাধ্যমে প্রমাণ খোঁজার মধ্য দিয়ে এগিয়ে যায় এর গল্প। এর শেষ অংশের টুইস্ট আপনাকে চিন্তায় ফেলে দিতে বাধ্য। হিসাব মেলাতে হিমশিম খাবেন আপনিও। লিওনার্দোর সঙ্গে সমানতালে দুর্দান্ত অভিনয় করেছেন বেন কিংসলে ও মার্ক রাফলোর মতো তারকারা। আইএমডিবি’তে ৮.২ রেটিং রয়েছে এটির। ছুটির দিনে দেখে নিতে পারেন অন্যতম সেরা থ্রিলার ‘শাটার আইল্যান্ড।’

মন্তব্য

সালমানের নকল করা সেই ভক্তকে গ্রেপ্তার করল পুলিশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সালমানের নকল করা সেই ভক্তকে গ্রেপ্তার করল পুলিশ
আজম আনসারী ও সালমান খান

বলিউড মেগাস্টার সালমান খানের ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। বিশ্বব্যাপী রয়েছে তার ভক্তকুল। কেউ যেমন পর্দায় তাকে দেখতে মুখিয়ে থাকে, কেউ বা অভিনেতার কপি করে বিনোদন দেয় সবাইকে। তেমনই এক অনুরাগী আজম আনসারী।

সালমান খানকে কপি করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করেন তিনি। তবে এবার সালমান খানের জন্য বেশ বিপাকেই পড়েছেন এ ভক্ত।

আরো পড়ুন
‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

‘দারুণ চুমু খায়’, পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা কৌশানির

 

আজম দাবি করেন, তাকে নাকি সালমানের মতোই দেখতে। সালমান খানকে নকল করে নানা রকমের ‘কনটেন্ট’ তৈরি করেন তিনি।

ইনস্টাগ্রামে আজমের ১ লাখের বেশি ফলোয়ার। এবার সেই আজমকেই গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

এবিপি লাইভের প্রতিবেদন অনুসারে, আজমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নাকি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন এবং রাস্তায় যানজটের সৃষ্টি করছিলেন।

এখানেই শেষ নয়, হাতে বন্দুক নিয়ে রিল তৈরি করছিলেন আজম আনসারী।

আরো পড়ুন
মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

মান্নাত ছেড়েছেন, এবার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান

 

মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন সালমান ভক্ত আজম। একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিও পোস্ট করেছেন আজম।

 সব কয়টি ভিডিওতে আজম সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন।

আরো পড়ুন
অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না : রুনা লায়লা

অযথা টাকা নষ্ট করাটা পছন্দ করি না : রুনা লায়লা

 

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজম আনসারী তার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গিয়েছে। তবে আজম একটি ভিডিওতে বলেছেন, ‘আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এলো না। সারা রাত আমি আটকে পড়ে থাকলাম।’

সালমানের এ অনুরাগী আরো বলেন, ‘রাতে পুলিশ আমাকে মারধর করেছে খুব। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন, আমি কী করেছি?’

মন্তব্য

সর্বশেষ সংবাদ