‘প্রতিদিন ঝগড়া লেগেই থাকে’, প্রেমিক প্রসঙ্গে বললেন মধুমিতা

  • গতবছর প্রেমিককে প্রকাশ্যে আনেন মধুমিতা
  • ৫ মাসে সম্পর্কে যেমন রয়েছে ঝগড়া, তেমনই ভালোবাসা
  • এর আগে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘প্রতিদিন ঝগড়া লেগেই থাকে’, প্রেমিক প্রসঙ্গে বললেন মধুমিতা
প্রেমিক দেবমাল্য’র সঙ্গে মধুমিতা (ডানে)

গত বছরের দুর্গাপূজায় নিজের প্রেমের কথা স্বীকার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মনের মানুষকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। আনুষ্ঠানিক ভাবে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন। জানান, তিনি চুটিয়ে প্রেম করছেন দেবমাল্যর সঙ্গে।

দেখতে দেখতে তাদের সেই নতুন সম্পর্কের বয়স ৫ মাস। এই কয়েক মাসে নিজের প্রেমের সম্পর্ক কেমন গেল, মধুমিতা তা জানালেন ভালোবাসা দিবসে।

আরো পড়ুন
ব্যক্তিগত সহকারী চান পিয়া, আবেদনের হিড়িক

ব্যক্তিগত সহকারী চান পিয়া, আবেদনের হিড়িক

 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর নতুন সম্পর্কের বিষয়ে জানিয়েছেন, ‘জীবন অনেকটা বদলেছে এই ৫ মাসে। প্রতিদিন ঝগড়া লেগেই আছে।

আবার অহেতুক ছোটখাটো কারণে আমরা হেসেছি। তাই জীবনকে একঘেয়ে মনে হয়নি কখনও। আর চাই না এটা কখনও থেমে যাক।’

তিনি এদিন আরও জানান, ‘আমি কৃতজ্ঞ যে আমরা যে সব স্মৃতি তৈরি করেছি সেগুলোর জন্য।

আরও নতুন স্মৃতি তৈরির অপেক্ষায়।’

আরো পড়ুন
নতুন প্রেমে কবীর সুমন, ছবি প্রকাশ করলেন প্রেমিকার

নতুন প্রেমে কবীর সুমন, ছবি প্রকাশ করলেন প্রেমিকার

 

মধুমিতা সরকার অনেক অল্প বয়সেই সহকর্মী সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। নায়িকার প্রথম সিরিয়াল সবিনয় নিবেদনের সেটে তাদের আলাপ হয়েছিল। সেই সম্পর্কই গড়ায় বিয়ে পর্যন্ত। কিন্তু সেই বিয়ে মোটেই সুখের হয়নি।

কয়েক বছরের মধ্যেই ইতি টানেন তারা তাদের বৈবাহিক সম্পর্কে। বিচ্ছেদের পথে হাঁটেন ২০১৯ সালে। এরপর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন অভিনেত্রী। চুটিয়ে উপভোগ করেছেন একাকি জীবন। ঘুরে বেরিয়েছেন, মন দিয়ে কাজ করেছেন।

আরো পড়ুন
ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই : পরীমনি

ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই : পরীমনি

 

মধুমিতার নতুন প্রেমিক কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ। তবে তিনি কোন পেশায় আছেন সেটা খোলসা করেননি অভিনেত্রী। তবে তারা যে ছোটবেলার বন্ধু এবং বহুদিন পর আবার যোগাযোগ হতেই সেটা যে প্রেমের আকার নেয়, তা জানা গেছে অভিনেত্রীর পক্ষ থেকেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদে আসছে তরুণ সিংয়ের ১৫ গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদে আসছে তরুণ সিংয়ের ১৫ গান
তরুণ সিং

আসন্ন ঈদকে সামনে রেখে গীতিকার তরুণ সিংয়ের ১৫টি গান বিভিন্ন ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফরমে প্রকাশিত হবে। রোজা উপলক্ষে ‘আল্লাহ তুমি পাশে থেকো’ শিরোনামের একটি ইসলামী গানে সুর ও কণ্ঠ দেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী নোলক বাবু ও তার ছোট ছেলে আদিয়াত। গানটি নোলক বাবু অফিশিয়ালে প্রকাশিত হয়েছে।

জানা যায়, রিদোয়ান ফিল্মসের ব্যানারে ঈদে একক ও ডুয়েট মিলিয়ে মোট ৭টি গান রিলিজের অপেক্ষায়।

জি সিরিজে রিলিজ হবে শ্রাবন্তী সায়ন্তনীর কণ্ঠে না বলা কত কথা শিরোনামের গান। টি আর সিরিজে রিলিজ হবে হাফিজ খানের কণ্ঠে কালারে কালারে শিরোনামের গান। গান পত্র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মৌসুমী ইকবালের কণ্ঠে আমার মনে দাগা দিয়া শিরোনামের গান। সম্রাট মাল্টি মিডিয়াতে রিলিজ হবে নোলক বাবু ও বিলকিস আক্তারের কণ্ঠে একটি ডুয়েট গান।

আরো পড়ুন
গোপন ছবি ফাঁস করার হুমকি, আতঙ্কে ইরানি অভিনেত্রী

গোপন ছবি ফাঁস করার হুমকি, আতঙ্কে ইরানি অভিনেত্রী

 

রিদোয়ান ফিল্মস এর ৭টি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী তারেক সাঈদ, রাজু আহমেদ, আলম আরা মিনু, মঞ্জু সাহা, শবনম প্রিয়াংকা ও সুজানা রুপা। শিল্পী শায়লা রহমানের কণ্ঠে রিলিজ হবে একটি দেশের গান। তরুণ সিংয়ের নিজের কণ্ঠেও একটি জীবনমুখী গান আসবে ঈদ উপলক্ষে।

জানা যায়, প্রায় সব গুলো গানের সুরও করেছেন তরুণ সিং নিজেই।

গানগুলোর মিউজিক করেছেন রফিকুল আজাদ খোকন, ঋষিকেশ রকি ও সালমান শেখ। গানগুলোর ভিডিও ও এডিট করেছেন আলামিন ও হাবিবুর রহমান।

মন্তব্য

বলিউডকে বিদায় জানাচ্ছেন সানি দেওল, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বলিউডকে বিদায় জানাচ্ছেন সানি দেওল, কিন্তু কেন?
সংগৃহীত ছবি

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সানি দেওলের। একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যে হাজির হন পর্দায়। বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা, এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানালেন।

 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘জাট’-এর টিজার। আপাতত ছবিটির প্রচারণা নিয়েই ব্যস্ত তিনি। এই সিনেমার প্রচারে এসে বলিউড নিয়ে মন্তব্য করেন সানি দেওল। 

গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা। 

এ সময় অভিনেতা বলেন, ‘আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’

এর সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন।

অভিনেতার কথায়, ‘হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব।’

বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না, এমন প্রশ্নের উত্তরে সানি দেওল বলেন, ‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন। কিন্তু এখন করপোরেট সংস্কৃতি এসে সব কিছু ঘেঁটে গেছে। এর শিকার হচ্ছেন প্রত্যেকটা পরিচালক।

ফলে ছবি তৈরির প্রতি সবারই অনীহা জন্ম নিচ্ছে।’ 

সানির মতে, যেকোনো ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের ওপর।

প্রাসঙ্গিক
মন্তব্য

অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ল ‘লুসিফার ২’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ল ‘লুসিফার ২’
‘লুসিফার ২ : এমপুরান’

মালায়ালাম চলচ্চিত্র জগতের অন্যতম সেরা হিট সিনেমা ‘লুসিফার’। ২০১৯ সালে মুক্তির পর বক্স অফিস ঝড় তুলেছিল সিনেমাটি। তখনেই জানা যায়, দ্বিতীয় পর্ব আসবে এর। অবশেষে লুসিফারের সিক্যুয়ালের জমজমাট ট্রেলার উন্মোচিত হয়েছে।

সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘লুসিফার ২: এমপুরান’।

লুসিফার ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। যার প্রভাব দেখা গেল এর টিকিট বিক্রিতে। রীতিমতো রেকর্ড গড়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘এমপুরান’-এর প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে। উদ্বোধনী উইকেন্ডে (এখনও মুক্তির ৩ দিন বাকি) এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে। মালায়ালাম সিনেমার ইতিহাসে প্রথম সিনেমা যা মুক্তির আগেই ৫০ কোটি টাকার বিক্রির মাইলফলক স্পর্শ করেছে।

আরো পড়ুন
গোপন ছবি ফাঁস করার হুমকি, আতঙ্কে ইরানি অভিনেত্রী

গোপন ছবি ফাঁস করার হুমকি, আতঙ্কে ইরানি অভিনেত্রী

 

আন্তর্জাতিক বক্স অফিসেও দুর্দান্ত সাড়া পাচ্ছে মোহনলাল-পৃথ্বিরাজের সিনেমাটি।

বিদেশি বক্স অফিসে এমপুরান-এর তিনদিনের অগ্রিম টিকিট ইতিমধ্যেই ৪ মিলিয়ন ডলারের কাছাকাছি (প্রায় ৩০ কোটি টাকা) কাছাকাছি পৌঁছে গেছে, যেখানে দেশীয় বাজারে বিক্রি হয়েছে ২৩ কোটি টাকার মতো। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, অনেক দেশে এটি ইতোমধ্যে মালায়ালাম সিনেমার ইতিহাসের সর্বোচ্চ অগ্রিম আয়ের রেকর্ড গড়েছে। জার্মানিতে, এমপুরান-এর অগ্রিম বিক্রি সাম্প্রতিক মেগা ব্লকবাস্টার ‘পুষ্পা ২’-এর মোট আয়কে ছাড়িয়ে গেছে, যা সত্যিই বিস্ময়কর!

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ৭০ কোটি টাকার অগ্রিম বুকিংয়ের পথে সিনেমাটি যার মধ্যে প্রথম দিনের বুকিংয়েইদ বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি আয় করে নিয়েছে।

আরো পড়ুন
তাদের কাছে আমার সব খবর থাকে : অপি করিম

তাদের কাছে আমার সব খবর থাকে : অপি করিম

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে এমপুরান। যদি এটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় তবে ঈদ উৎসবে প্রথম সপ্তাহেই এটি মালায়ালাম সিনেমার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হতে পারে।

আপাতত সিনেমাটির মুক্তির অপেক্ষায় দর্শকরা। এর প্রথম কিস্তির সাফল্যের পর থেকেই আব্রাহাম কুরেশির বাকী গল্প জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্ত অনুরাগীরা। 

মন্তব্য

এই ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এই ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান
ড. মাহফুজুর রহমান

৯ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার অদ্ভুত গায়কীর কারণে বহুবার ট্রলের শিকারও হয়েছেন তিনি। তবে এসব গায়ে মাখেন না মাহফুজুর রহমান। যে যা-ই বলুক, তিনি গান গেয়েই যাচ্ছেন।

ভবিষ্যতেও গাইবেন বলে বহুবার জানিয়েছেন।

তবে জানা গেল, তার ধারাবাহিক গান প্রকাশে এবার ছন্দঃপতন ঘটেছে। আসন্ন রোজার ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। এমনটা নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

তার জানায়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।’ 

এর আগে সর্ব শেষ গেল কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।

সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ