ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২৯ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৮ রমজান ১৪৪৬

এবার তিনি মিডফিল্ড জেনারেল

রানা শেখ, শিলং থেকে
রানা শেখ, শিলং থেকে
শেয়ার
এবার তিনি মিডফিল্ড জেনারেল
বাংলাদেশের মিডফিল্ড জেনারেল হামজা। ছবি : কালের কণ্ঠ

টানা কয়েক দিন রুদ্ধদ্বার অনুশীলন করেছে ভারত। অনুশীলন দেখার সুযোগ পাননি ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা গণমাধ্যমকর্মীরা। এমনকি ভারতের কোনো খেলোয়াড়ের বক্তব্যও পাননি তাঁরা। উপায় না দেখে তাঁরা হাজির হন বাংলাদেশের অনুশীলনে।

উদ্দেশ্য হামজা চৌধুরীকে কাছ থেকে দেখা। ইংলিশ ফুটবল মাতানো এই তারকা দর্শনের সুযোগ কি আর হাতছাড়া করা যায়! করেনওনি তাঁরা।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/25-03-2025/2/kalerkantho-sp-4a.jpgশুধু ক্রীড়া সাংবাদিকরাই নয়, শিলংয়ের স্থানীয় সমর্থকরাও হামজার খোঁজখবর রেখেছেন। আজ জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে শুধু হামজার খেলা দেখতে আসবেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইনে টিকিট প্রায় শেষ। গতকাল ভিভান্তা হোটেলের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া, ভারত কোচ মানালো মার্কেসকে ব্যস্ত থাকতে হয়েছে হামজাকে নিয়ে। একের পর এক প্রশ্ন এসেছে তাঁদের কাছে। সবার মুখেই ছিল হামজাকে নিয়ে প্রশংসা।
কলকাতা থেকে শিলংয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ কাভার করতে আসা সাংবাদিক রতন দাস বলছিলেন, ‘বাংলাদেশের দারুণ ভাগ্য যে হামজার মতো একজন খেলোয়াড় পেয়েছে। তবে ফুটবল তো দলগত খেলা। ও একা খেললে তো হবে না। সতীর্থদেরও খেলতে হবে, ওকে সাহায্য করতে হবে। আশা করছি দারুণ লড়াই হবে।
সবাই মুখিয়ে আছে হামজা ও সুনীল ছেত্রীর লড়াই দেখতে।’

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/25-03-2025/2/kalerkantho-sp-4a.jpgটানা দুই দিন টার্ফের মাঠে অনুশীলনের পর গতকাল ম্যাচ ভেন্যুতে প্রথমবার নামার সুযোগ পায় বাংলাদেশ। সেটাও আবার মাত্র এক ঘণ্টার জন্য। এদিনও হামজাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। তপু বর্মণ, তারিক কাজী, জামাল ভূঁইয়াদের সঙ্গে অল্প কদিনেই দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। সতীর্থরাই হামজাকে নিয়ে প্রশংসা করেছেন, মুগ্ধ হওয়ার কথা বলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ ভারতের বিপক্ষে ডিফেন্সিভ মিডে খেলছেন না হামজা। গত কয়েক বছর এই পজিশনে খেলা মোহাম্মদ হৃদয়ের ওপরই ভরসা রাখছেন কাবরেরা। হামজাকে দেখা যেতে পারে মধ্যমাঠে অ্যাডভান্স পজিশনে। দলের প্রয়োজনে কখনো নিচে নেমে আসবেন, আবার রাকিব হোসেন, আল আমিনদের জন্য আক্রমণের সুর গেঁথে দেওয়া বল বাড়াবেন। যাকে বলে ‘মিডফিল্ড জেনারেল’-এর ভূমিকায়ই এবার দেখা যাবে হামজাকে। মূলত মধ্যমাঠ নিয়ন্ত্রণের দায়িত্বটা থাকবে হামজার কাঁধে। হামজা থাকায় নিশ্চিতভাবেই অন্যদের কাজ সহজ হয়ে যাবে। গত পাঁচ দিনের অনুশীলনে হামজা যেভাবে দলের সঙ্গে মিশে গেছেন, ম্যাচেও যদি সেভাবে সতীর্থরা তাঁকে বুঝতে পারেন, তাহলে ভারতের বিপক্ষে দীর্ঘদিনের অধরা জয় ধরা দিতে পারে বাংলাদেশের।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেদেরারের আরেকটি রেকর্ড ভাঙলেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফেদেরারের আরেকটি রেকর্ড ভাঙলেন জোকোভিচ
জয়ের পর জোকোভিচের উচ্ছ্বাস। ছবি : এএফপি

রজার ফেদেরারের অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার আরেকটি রেকর্ডেও সুইজারল্যান্ডের সাবেক টেনিস তারকাকে পেছনে ফেললেন তিনি। এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সী সেমিফাইনালিস্ট সার্বিয়ান তারকা।

আরো পড়ুন
ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন আলভেস

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন আলভেস

 

মায়ামি ওপেনের শেষ আটে সেবাস্টিয়ান কোরডাকে ৬-৩, ৭-৬(৪) গেমে হারিয়ে এই রেকর্ড গড়েছেন জোকোভিচ।

২৪ বছর বয়সী মার্কিন টেনিস তারকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিন তার বয়স দাঁড়ায় ৩৭ বছর ১০ মাস। এর আগে ফেদেরার রেকর্ডটি গড়েছিলে ৩৭ বছর ৭ মাস বয়সে। ২০১৯ সালে ইন্ডিয়ান ওয়েলস এন্ড মায়ামির টুর্নামেন্টে শেষ চারে ওঠে এই কীর্তি গড়েছিলেন ২০ গ্র্যান্ড স্লামের মালিক।

ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জিততে আর দুই জয় দূরে জোকোভিচ।

শেষ আটে জয়ের পর দারুণ খুশি হয়েছেন পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। জয়ের সময় উচ্ছ্বসিত দেখা গেছে এক সময়কার প্রতিদ্বন্দ্বী বর্তমানে তার কোচ অ্যান্ডি মারেকেও।

আরো পড়ুন
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

 

ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে দারুণ সার্ভ করেছি। তবে আজকের ম্যাচের দ্বিতীয় সেটে কামব্যাক করতে আমার এমন সার্ভ প্রয়োজন ছিল।

টাইব্রেকারের দুটি পয়েন্টই বিজয়ী ঠিক করে দিয়েছে। তাই এটাকে আমি টার্নিং পয়েন্ট হিসেবেই ধরতে পারি।’ সেমিফাইনালে তার প্রতিপক্ষ বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ। 

মন্তব্য

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন আলভেস

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন আলভেস
ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়েছেন আলভেস। ছবি : সংগৃহীত

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন দানি আলভেস। দোষী প্রমাণিত হওয়ায় গত বছর বার্সেলোনার একটি আদালত তাকে সাড়ে ৪ বছরের সাজা দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মামলায় জয়ী হয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার।

আরো পড়ুন
‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ

‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ

 

আলভেসকে মুক্তি দেওয়ার বিষয়ে কাতালুনিয়া অঞ্চলের সর্বোচ্চ হাইকোর্ট জানিয়েছেন, মূল রায়ে ‘অসঙ্গতি ও বৈপরীত্য’ পাওয়া গেছে।

মামলার রায়ে বলা হয়েছে, ‘আগের রায়ে অনেক ফাঁকফোকর, অসম্পূর্ণতা, অসঙ্গতি ও সাংঘর্ষিক বিষয় পেয়েছেন সর্বোচ্চ আদালত। যার ভিত্তিতে বিচারিক মূল্যায়ন এবং নিষ্পত্তির পথে হেঁটেছেন।’

আরো পড়ুন
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

 

রায়ে আলভেস খুশি হয়েছেন বলে জানিয়েছেন সাবেক বার্সেলোনার আইনজীবী ইনেস গার্দিওলা। তিনি বলেছেন, ‘ভীষণ আনন্দিত দানি আলভেস।

সে নির্দোষ।’ 

মামলায় খালাসের সঙ্গে আলভেস ভ্রমণ নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেয়েছেন। ২০২৩ সালে তার বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেন। অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে তাকে ধর্ষণ করেন আলভেস।

সেই মামলায় গত বছর সাড়ে ৪ বছরের শাস্তি পান তিনি। সঙ্গে ৪১ বছর বয়সী ডিফেন্ডারকে  ১ লাখ ৫০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরে আপিল করে ১ মিলিয়ন ইউরো জমা দিয়ে জামিন নেন সাবেক বার্সেলোনা-জুভেন্টাসের ডিফেন্ডার। তার আগে অবশ্য ১৪ মাস জেল খাটতে হয়েছে তাকে।

মন্তব্য

‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞ
২০২০ সালে মারা যান ম্যারাডোনা। ছবি : সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও ক্যাসেনেলি। আর্জেন্টাইন কিংবদন্তির ময়নাতদন্তে অংশ নেওয়া ক্যাসেনেলি জানিয়েছেন, ‘যন্ত্রণায়’ কাতরাতে কাতরাতে মারা গেছেন ম্যারাডোনা।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ক্যাসেনেলি। তিনি বলেছন, ‘হৃদযন্ত্র বন্ধ এবং লিভার সিরোসিসে ম্যারাডোনার মৃত্যুর আগে কমপক্ষে ১০ দিন আগে তার ফুসফুসে পানি জমেছিল।

ডাক্তার এবং নার্সদের এ বিষয়টা লক্ষ্য করা উচিত চিল। এতে হৃদপিন্ডের ওজন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ছিল। ফলে মৃত্যুর আগে কমপক্ষে ১২ ঘণ্টা যন্ত্রণায় কাতরিয়েচ্ছেন তিনি।’

ম্যারাডোনাকে যে বাড়িতে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না বলেও জানিয়েছেন ক্যাসেনেলি।

তিনি বলেছেন, ‘ম্যারাডেনাকে যেখানে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ‘অ্যাকিউট পালমোনারি এডেমা’য় কারণে ফুসফুসে পানি জমে মারা গেছেন তিনি।’

২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনো। তবে পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলা করেছেন ৭ স্বাস্থ্যকর্মী।

তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই বর্তমানে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সান ইসিদরোয় বিচার কাজ চলছে স্বাস্থ্যকর্মীদের। আগামী জুলাই পর্যন্ত কমপক্ষে ১২০ জনের সাক্ষ্য নেওয়া হবে। দোষী প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই বিচার কাজ চলার সময়ই কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকেও।

মন্তব্য

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম
তামিম ইকবাল। ছবি : কালের কণ্ঠ

ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ ২৮ মার্চ তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিকেএসপিতে খেলতে গিয়ে গেল সোমবার (২৪ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।

পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুততার সঙ্গে সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। 

২৬ মার্চ সাভার থেকে ঢাকায় আনা হয় তামিমকে। ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সেখানেই চলছিল তার চিকিৎসা। অবশেষে সেখান থেকে আজ বাসায় ফিরলেন তিনি। 

তামিমের অবস্থা নিয়ে গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন।

আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’

হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ