<p>দেশের সব জেলা থেকে বিভিন্ন পদে ৪৬০ জন নাবিক ও এমওডিসি নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। আবেদন করতে হবে অনলাইনে ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে।</p> <p> </p> <p><strong>কোন শাখায় কত পদ : </strong>ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)-এ নিয়োগ পাবেন ৩২৯ জন। এ ছাড়া মেডিক্যাল (১৩), প্যাট্রলম্যান (৮), রাইটার (২০), স্টোর (২২), মিউজ (১০), এমওডিসি-নৌ (৮), কুক (২৮), স্টুয়ার্ড (৯) ও টোপাস (১৩) শাখায় জনবল নেওয়া হবে।</p> <p> </p> <p><strong>শিক্ষাগত যোগ্যতা :</strong> ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদের প্রার্থীদের এসএসসি (বিজ্ঞান)/মাদরাসা (বিজ্ঞান)/ ভোকেশনালে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিক্যাল শাখার প্রার্থীর জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, মিউজ ও এমওডিসি (নৌ) শাখার প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানে (মাদরাসা ও ভোকেশনাল) ন্যূনতম জিপিএ ৩.৫০ পেতে হবে। কুক ও স্টুয়ার্ড শাখার জন্য ন্যূনতম এসএসসি বা সমমান (মাদরাসা ও ভোকেশনাল) এবং জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ন্যূনতম জিপিএ ২.৫০ হলেই চলবে। টোপাস শাখায় অষ্টম শ্রেণি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে।</p> <p> </p> <p>শারীরিক যোগ্যতা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে নৌবাহিনীর ওয়েবসাইটে: <a href="https://joinnavyofficer.org/media/circular/sailor/1172231175842_circular_image.pdf" target="_blank">www.joinnavy.navy.mil.bd</a></p>