<p>৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের পরই প্রস্তুতির পালা। বিসিএসসহ সরকারি অন্যান্য চাকরিতে নারীরা তাঁদের মেধার স্বাক্ষর রাখছেন। তবে নারীপ্রার্থীদের অনেকই মনে করেন, গৃহিণী কিংবা কর্মজীবী হলে বিসিএসের জন্য ভালো প্রস্তুতি নেওয়া খুব কঠিন। অথচ বিসিএস পর্যালোচনা করলে দেখা যায়, ঘরসংসার সামলে নারীদের বড় একটি অংশ বিসিএস ক্যাডার হয়েছেন। আমি নিজেই ১২ দিনের বাচ্চা রেখে ভাইভা দিয়েছি।</p> <p>১.  মা আর গৃহিণী নারীদের পক্ষে সবচেয়ে কঠিন হচ্ছে ‘সময়’ বের করা। পরিবার সামলে বিসিএসের প্রস্তুতি নিতে চাইলে অতিরিক্ত পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। তবে তা অবশ্যই যথাযথ সময় ব্যবস্থাপনা ও পদ্ধতিতে। যেমন—রান্নার সময় কিছু ভোকাবুলারি মুখস্থ করতে পারেন।<br /> সকাল ৯টার মধ্যেই সকাল আর দুপুরের রান্না শেষ করে টানা আড়াই বা তিন ঘণ্টা পড়াশোনা করতে পারেন। এরপর দুপুরে ঘরের কাজ, খাওয়াদাওয়া, বিশ্রাম। রাতের কাজও সময়মতো গুছিয়ে তিন বা চার ঘণ্টা সময় বের করতে হবে।</p> <p>২.  শুরুর দিকে বিশাল সিলেবাস দেখে ভয় পেলে চলবে না। আপনি আত্মবিশ্বাসী হলে আর দৈনন্দিনের সময় ব্যবস্থাপনা ঠিক থাকলে ভালো প্রস্তুতি নেওয়া কঠিন কিছু না।</p> <p>৩.  কোনো টপিক বুঝতে সমস্যা হলে গুগল বা ইউটিউবে সার্চ দিন। প্রস্তুতি উপযোগী অনেক টিউটরিয়াল পাবেন।</p> <p>৪.  প্রস্তুতি একবারে শূন্য থেকে শুরু করলে প্রথমে এক সেট বই আর প্রশ্ন ব্যাংক সংগ্রহ করতে পারেন। এরপর বইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করুন। নিজেই বুঝতে পারবেন—কোনগুলো গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয়!</p> <p> ৫. নিয়মিত পত্রিকা পড়ুন। তাহলে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানতে পারবেন। এগুলো থেকেও অনেক প্রশ্ন আসে।</p> <p>৬.  নিয়মিত নমুনা পরীক্ষা দিন। তাহলে নিজের দুর্বলতা নিজেই বের করতে পারবেন।</p> <p>৭. প্রিলিমিনারির প্রস্তুতিতে অনেক রিভিশন দিতে হয়। জোরে জোরে পড়ে মোবাইলে রেকর্ড করতে পারেন। পরে ঘরের কাজের সময় সেই রেকর্ডগুলো শুনে রিভিশন নিন।</p>