<p style="text-align: justify;">গরমের তীব্রতায় চুল যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। সঙ্গে বাড়ছে চুল পড়ার মতো সমস্যাও। এ জন্য এ সময় চুলের নিতে হবে বাড়তি যত্ন। বাড়তি যত্ন মানেই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া এমনও কিন্তু না। চাইলে বাড়িতে খুব সহজেই চুলের যত্ন নিতে পারেন। সে ক্ষেত্রে সবচেয়ে উপকারী উপাদান হলো অ্যালোভেরা। বারান্দায় খুব সহজেই স্বল্প যত্নে অ্যালোভেরাগাছ রাখা যায়। এরপর চুলের প্রয়োজনে সেখান থেকে ছিঁড়ে আনা যায়। চলুন জেনে আসি অ্যালোভেরা দিয়ে কিভাবে বাড়িতেই হেয়ার প্যাক বানাতে পারেন।</p> <p style="text-align: justify;">১। শুষ্ক চুলের হাল ফেরাতে অ্যালোভেরা বেশ উপকারী। গোসলের ঘণ্টাখানেক আগে অ্যালোভেরার সঙ্গে মধু ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের শুষ্কতা দূর হবে সহজেই।</p> <p style="text-align: justify;">২। অ্যালোভেরার সঙ্গে টক দই মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এই প্যাক ১০-১৫ মিনিট চুলে দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এতে করে চুলের উজ্জ্বলতা ফিরবে সহজেই। </p> <p style="text-align: justify;">৩। চুল পড়া রোধের জন্যও অ্যালোভেরা বেশ কার্যকর। এ জন্য এর সঙ্গে ডিমের কুসুম ও অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর এটি আধঘণ্টার জন্য চুলে রেখে শ্যাম্পু করে নিন। এই প্যাক চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সমানভাবে কার্যকর। </p> <p style="text-align: justify;">সূত্র : আনন্দবাজার</p>