<p>তৈলাক্ত ত্বক মানেই দেখা দেয় ব্রণের সমস্যা। অধিকাংশ মানুষই এই সমস্যায় ভোগেন। ব্রণ ফাটানো উচিত নয় জেনেও অস্বস্তির জেরে ব্রণ ফাটিয়ে ফেলেন অনেকে।</p> <p>কিন্তু ব্রণ ফাটিয়ে হাত তুলে নিলেই হবে না, এর পর ত্বকের যত্ন আরো ভালোভাবে নিতে হয়। ব্রণ ফাটিয়ে ফেলার পর কী করবেন তা জানুন আজকের প্রতিবেদনে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রণ দূর করবে ঘরোয়া উপাদান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/11/20/1700470924-6613b75924fd3501de5764a2cb86136b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রণ দূর করবে ঘরোয়া উপাদান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2023/11/20/1337993" target="_blank"> </a></div> </div> <ul> <li>ব্রণ ফাটিয়ে ফেলার পর রক্ত বেরোয়। পুঁজও বেরোতে থাকে। আগে সেদিকে নজর দিতে হবে।</li> <li>তবে সবার আগে নিজের হাত ভালো করে ধুয়ে নিন। এর পর কটন প্যাড হাতে নিয়ে পুঁজ ও রক্ত হালকা হাতে মুছে নিন।</li> <li>রক্ত বন্ধ হলে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। পানি দিয়ে ধুয়ে নিন মুখ। নরম ও পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন মুখ।</li> <li>ব্রণ ফাটিয়ে ফেলার পর বার বার ক্ষততে হাত দেবেন না। জ্বালা, অস্বস্তি কমাতে বরফের টুকরা নিয়ে ক্ষতের ওপর ঘষুন।</li> <li>এরপরও অস্বস্তি হলে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ক্ষতস্থানে হাইড্রোকর্টিজোন লাগিয়ে নিন। বেশ কয়েক মিনিট রাখতে হবে ওই মলম।</li> <li>পিম্পল প্যাচও কিনতে পাওয়া যায় বাজারে। এতে ক্ষতস্থান জীবাণুর সংস্পর্শে আসে না। কিছু প্যাচে স্যালিসিলিক অ্যাসিড, টি ট্রি অয়েল, উইচ হেজেল থাকে, যাতে ত্বক দ্রুত ভালো হয়ে ওঠে।</li> <li>যতটুকু সম্ভব, ব্রণ ফাটানো উচিতই নয়। তাও নিজেদের সংযত রাখতে পারি না আমরা। এর পরিবর্তে ব্রণ নিরাময়ের ওষুধ ব্যবহার করুন। এতে ব্রণ ফাটানোর ইচ্ছাও হবে না।</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারে আপেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728482686-167c8f3928cb371d6501f1ae3d22bbe8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারে আপেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/09/1433513" target="_blank"> </a></div> </div> <p><strong>ডিসক্লেইমার :</strong> ব্রণের সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। তিনি যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী চলুন। প্রতিবেদনে উল্লিখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।</p>