শিক্ষার্থী ও পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর তেঁজগাওয়ে বিএএফ শাহীন কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজে বসবে অত্যাধুনিক এস্কেলেটর (চলন্ত সিঁড়ি)।
আজ রবিবার দুপুরে রাজধানীর বিএএফ শাহিন কলেজ মাঠে এক্স শাহীন অ্যাসোসিয়েশন অব ঢাকা (ইসাড)-এর পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইসাডের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদ্যা অর্জন সহজ কিন্তু শিক্ষা অর্জন করা সহজ নয়। এখান থেকে আমরা সে শিক্ষা অর্জন করেছি।
বড়দের শ্রদ্ধা করা, ছোটদের ভালোবাসার যে শিক্ষা সেটি পেয়েছি। আমরা যেমন বিদ্যা অর্জন করেছি, তেমনি শিক্ষাও পেয়েছি। শাহীন স্কুল আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছি।'
তিনি আরো বলেন, 'আমি নিজেও গর্বিত শাহীন।
ঢাকায় যতগুলো কলেজ আছে, তারমধ্যে শাহীন কলেজ অন্যতম। শাহীন কলেজে রয়েছে বড় খেলার মাঠ। এখানে ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলার সুযোগ রয়েছে। আমরা গর্ববোধ করি। এই প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি আমাদের শিখিয়েছে বড়দের শ্রদ্ধা করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এই প্রতিষ্ঠানের ঋণ শোধ করা সম্ভব না। আজকে আমি ঢাকা উত্তরের মেয়র। শাহীন কলেজই আমার ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে।'
এ সময় শহীদ শেখ কামালের নামে কলেজের ভবনের নামকরণের জন্য আহ্বান করে ডিএনসিসি মেয়র বলেন, 'আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।
শেখ কামালের নামে ভবন ও লাইব্রেরির নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে।'
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএএফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান, ইসাডের প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা জিয়া শামসি, বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক।