নাগরিক সমাজ প্রতিনিধিবৃন্দ বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় প্যাটেন্টকৃত ওষুধ তৈরি করতে গেলে প্যাটেন্টকারীকে বিশেষ ফি দিতে হয়। আগামী ২০২৯ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়াই বাংলাদেশের ওষুধ কম্পানিগুলো এসব ওষুধ তৈরি করতে পারবে। এরপর প্যাটেন্ট ফি দিতে হলে ওষুধের দাম অনেক বেড়ে যাবে। তাই এখন থেকেই সেই পরিস্থিতি মোকাবেলায় এবং সবার জন্য ওষুধ সহজলভ্য করতে এখনই কাঁচামালে আত্মনির্ভরশীল হতে হবে।
ওষুধশিল্পের কাঁচামালে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ নাগরিক সমাজের
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এই পরামর্শ দেন তারা। থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের মো. মজিবুল হক মুনির। আলোচনায় অংশ নেন ভারতের ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সুদিপ চৌধুরী, ন্যাশনাল কমিটি অন হেলথ মুভমেন্টের সভাপতি ডা. রশীদ-ই মাহবুব, উবিনীগের ফরিদা আক্তার, ওয়াটারকিপার বাংলাদেশের শরীফ জামিল এবং থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের রানজা সেনগুপ্তা ও প্রতিভা সিভাসুভ্রামানিয়ান।
মূল প্রবন্ধে মো. মজিবুল হক বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সহজলভ্য ওষুধ নিশ্চত করা খুবই জরুরি। কারণ দেশে মানুষের স্বাস্থ্যসেবায় খরচের ৪৪ শতাংশ ওষুধের জন্য ব্যয় হয়। দেশের প্রায় ৯৮ শতাংশ চাহিদা পূরণ করে প্রায় ১৪৭টি দেশে ওষুধ রপ্তানি করছে দেশীয় কম্পানিগুলো। কিন্তু উন্নয়নশীল দেশে পরিণত হলেও যাতে সবার জন্য ওষুধ নিশ্চিত করা যায় সে জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।
ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় এবং ওষুধ কম্পানিগুলোর মধ্যে যৌথ গবেষণার ব্যবস্থা থাকতে হবে, সেই ব্যবস্থা তৈরির জন্য সরকারের নীতিগত এবং আর্থিক সহায়তা প্রয়োজন। তা ছাড়া ভবিষ্যতে বদলে যাওয়া পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই দক্ষ জনবল তৈরি করতে হবে। পুরো স্বাস্থ্য খাতে বরাদ্দ আরো বাড়াতে হবে।
রাজনৈতিক সদিচ্ছা থাকলে ওষুধশিল্পের সমস্যা সমাধান করেই সবার জন্য ওষুধকে সহজলভ্য করা যাবে বলে আশা প্রকাশ করে ডা. রশীদ-ই মাহবুব বলেন, ওষুধকে কেবল একটা পণ্য হিসেবে বিবেচনা করলে চলবে না।
রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ওষুধশিল্পের অনেক অর্জন আছে। কিন্তু গত ৪০ বছরে বিশেষ সুযোগ থাকা সত্ত্বেও আমরা আত্মনির্ভরশীল হতে পারিনি। আমাদের স্বয়ংসম্পূর্ণ ওষুধশিল্প গড়ে তুলতে হবে, যাতে সকলের জন্য সহজলভ্য ওষুধ নিশ্চিত করা যায়।’
প্রতিভা সিভাসুভ্রানিয়ান বলেন, বাংলাদেশের প্যাটেন্ট আইন ২০২২-এ কিছু সংশোধনী আনা খবু প্রয়োজন। সেখানে দেশের প্রয়োজনে প্যাটেন্ট করা ওষুধ তৈরির জন্য দেশীয় কম্পানিকে প্যাটেন্ট অধিকার ভাঙার সুযোগ করে দিতে হবে। যে কেউ যেন কোনো প্যাটেন্টের বিষয়ে আপত্তি জানাতে পারে সেই সুযোগ রাখতে হবে।
ড. সুদীপ চৌধুরী বলেন, সবার জন্য ওষুধ নিশ্চিত করতে হলে নাগরিক সমাজকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের ভেতরেই ওষুধের কাঁচামালের বাজার তৈরি করতে হবে। এ জন্য সরকারকে নীতিসহায়তা দিতে হবে।
সম্পর্কিত খবর

ইউনূস-মোদি বৈঠক
প্রেসসচিবের বক্তব্যকে ‘ক্ষতিকর’ বলছে ভারতীয় মিডিয়া
অনলাইন ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের বক্তব্যকে ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম একই সংবাদ প্রকাশ করেছে।
শুক্রবার ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয় তা নিজের ফেসবুকে প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব তার পোস্টে লিখেছেন, ‘দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বৈঠকে মোদি বলেন, শেখ হাসিনার সাথে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার (হাসিনার) অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি।’
প্রেসসচিব আরো লিখেছেন, ‘অধ্যাপক ইউনূস যখন শেখ হাসিনার প্রত্যর্পণের কথা উত্থাপন করেন, তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না।
তবে অসমর্থিত সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূস-মোদি বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের বক্তব্য ‘ক্ষতিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। বৈঠকে ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশের পতিত সরকারের সম্পর্ক নিয়ে মোদির করা মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে।
একই সূত্রের বরাতে গণমাধ্যমটি আরো দাবি করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেসসচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই।

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
অনলাইন ডেস্ক

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে আগামী ১২ এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (৬ এপ্রিল)
অনলাইন ডেস্ক


মার্কিন পণ্যে শুল্ক কমাবে বাংলাদেশ
রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ শুল্ক না বাড়িয়ে উল্টো তাদের পণ্যে...

পদত্যাগ করলেও পরামর্শক হিসেবে থাকবেন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে ইলন মাস্কের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন নিয়ে এবার...

‘ফিলিপিনো গুপ্তচরদের স্বীকারোক্তি সাজানো’
গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে গ্রেপ্তার হওয়া তিন ফিলিপিনো নাগরিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে সাজানো বলে...

বাংলাদেশ শঙ্কিত নয়
ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কহার নিয়ে বাংলাদেশ শঙ্কিত নয়। সংকট কাটাতে অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু...

ভুয়া সনদে চাকরির পর জারি হতো গেজেট
খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ২০১০ সালে সাধারণ কোটায় চাকরির আবেদন করেও মুক্তিযোদ্ধা কোটায়...

এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ট্যারিফ কমাতে হবে
আমরা যুক্তরাষ্ট্র থেকে মূলত তুলা, ভোজ্যতেল বা যন্ত্রপাতি কিনছি। এসব পণ্যের কাস্টমস ডিউটি শূন্য বা তার কাছাকাছি।...

দূষণে বিষাক্ত মাথাভাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী দখল-দূষণে অস্তিত্ব হারাতে বসেছে। নদীর দুপারে মানুষের বসবাস,...

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে
বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত...

রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না বলা যাচ্ছে না
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে মায়ানমারের রাখাইনে আরাকান আর্মি যে পরিস্থিতির...

গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া নির্বাচন নয়
কালের কণ্ঠ : ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। আপনার দৃষ্টিতে এটি কি সংকট সমাধানের পথ উন্মুক্ত করবে?...

বিএনপি-হেফাজত ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই আওয়ামী লীগের, তেমনি...

১৮ দিন অবরুদ্ধ দুই পরিবার
কুমিল্লার চান্দিনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গ্রামের কিছু মাতব্বরের রোষানলে অবরুদ্ধ দুই পরিবার। ওই দুই...

মিডিয়া সংস্কারে একচোখা সুপারিশ কার স্বার্থে?
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটি জোরালোভাবে...

২৮ বছর ধরে পড়ে আছে ফেরি
বিআইডব্লিউটিসির গাফিলতির কারণে লোকবল আর জ্বালানি সংকটের দোহাই দিয়ে বন্ধ করে দেওয়া বাগেরহাটের রামপালে একটি...

খরতাপে ব্লাস্টের ঝুঁকিতে ১৮ জেলার বোরো ধান
দেশের বিভিন্ন জেলায় দিনে তীব্র গরম রাতে শীত অনুভূত হচ্ছে। এমনকি ভোরবেলা থাকছে কুয়াশাচ্ছন্ন। আবার শীত মৌসুম শেষ...

স্ত্রীর সামনে প্রবাসীকে হত্যা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই নিহত হয়েছেন। ফরিদপুরের...

বিদেশ পাঠানোর নামে ১০ কোটি টাকা আত্মসাৎ
শিবগঞ্জে গরিব-অসহায় মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশ পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি...

জাজিরায় শতাধিক ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক...

২৫ বছর একবারও জয় বাংলা বলিনি আজ থেকে বলব
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার...

রাজধানীর উত্তরখান থানার শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরায়...

হিসাব দিতে হবে জানিয়ে লাইভে পরীমনির হুমকি
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি কিছুদিন পরপরই কাজের চেয়ে বিতর্কিত কিছু ব্যক্তিজীবনের কর্মকাণ্ডের কারণে...

ব্রহ্মপুত্র নদে স্নানে অংশ নেন হাজারো পুণ্যার্থী

চৈত্রের দহনে স্বস্তির বৃষ্টি
চৈত্রের খরতাপে নাভিশ্বাস উঠছিল সারা দিনই। আগের দিন দেশের সাত জেলায় থাকা তাপপ্রবাহ গতকাল শনিবার বেড়ে দাঁড়ায় ৩৭...

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নৌপথের যাত্রীরা

দেশে আট মাসে আমদানি বেড়েছে ৪ শতাংশ
দেশে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ায় কমছে ডলার সংকট। এতে ব্যবসায়ীদের জন্য এলসি খোলা সহজ হচ্ছে। ফলে বাড়ছে...

ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ হয়েছে। ছুটির আগে যেখানে...

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চুক্তি
দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ত্রিপক্ষীয় একটি সমঝোতা চুক্তি (এমওইউ)...

ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি জুতা যায় দেশের ১৫ জেলায়
ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি জুতার কদর দিন দিন যেন বেড়েই চলছে। এই জেলার জুতা নিজ এলাকার চাহিদা মিটিয়ে অন্তত ১৫ জেলায়...

মন্দায় পড়বে আমেরিকা, ভুগবে বিশ্ব
আমেরিকাকে গ্রেট বানাতে বিশ্ব অর্থনীতিতে তীর ছুঁড়েছেন ট্রাম্প। কিন্তু তাঁর সেই তীর বিদ্ধ করতে শুরু করেছে খোদ...

অপ্রত্যাশিত বাণিজ্যযুদ্ধ এড়াতে কী ভাবছে দেশগুলো
যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর বহুল আলোচিত পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট...

নেতৃত্বের জন্য কি প্রস্তুত তাসকিন?
ক্রীড়া প্রতিবেদক : প্রশ্নটা কানে যেতে মৃদু হাসলেন তাসকিন আহমেদ। অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় কি এই ডানহাতি...

ড. ইউনূসের আরো স্থায়িত্বের প্রশ্নে কিছু কথা
আজকাল কোনো রাজনৈতিক কথা বলা কিংবা লেখার ক্ষেত্রে বেশ কিছুটা সংকট দেখা দিয়েছে বলে মনে হয়। কোনো ব্যাপারে বক্তা...

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন ও ইউনূস-মোদি বৈঠক
গত ৩ ও ৪ এপ্রিল ব্যাঙ্ককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড...

মুসলমানের জীবনযাপনে শালীনতা
আরবিতে হায়া অর্থ লজ্জা বা সংকোচ বোধ করা, ইতস্তত বোধ করা ইত্যাদি। সহজভাবে বলা যায়, লজ্জা হচ্ছে এক ধরনের মানবীয়...

লেখালেখিটা আমার প্রধান সত্তা
ঈদের শুভেচ্ছা, সেই সঙ্গে নতুন জীবনের জন্য অভিনন্দন... অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসঙ্গে...

বিয়ের পিঁড়িতে শামীম-প্রীতি
বেশ কয়েকবার ম্যাঙ্গো স্কোয়াড খ্যাত অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন রটেছিল। বরাবরই বিষয়টি...

প্রশ্ন-উত্তর
বদলি হজ করলে কি নিজের ফরজ হজ আদায় হয়?
অনলাইন ডেস্ক

প্রশ্ন : নিজের ওপর হজ ফরজ থাকলে বদলি হজ আদায় হবে কি?
-মুনির, গুলশান, ঢাকা
উত্তর : যাঁর ওপর হজ ফরজ—এমন ব্যক্তি নিজের হজ আদায় না করে অন্যের বদলি হজ করলে তা আদায় হলেও মাকরুহে তাহরিমি বলে বিবেচিত হবে। (রদ্দুল মুহতার : ৪/২৫, আহসানুল ফাতাওয়া : ৪/৫১২)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
।