<p>বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আজ মঙ্গলবার রাত ১০টার দিকে স্থলভাগ স্পর্শ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।</p> <p>আজ দুপুর ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আজ মঙ্গলবার রাত ১০টায় স্থলভাগ স্পর্শ করতে পারে। মধ্যরাত থেকে সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্র স্থলভাগ অতিক্রম করতে পারে।’</p> <p>তিনি আরো জানান, সব মিলিয়ে এটি তিন থেকে পাঁচ ঘণ্টা স্থলভাগে অবস্থান করতে পারে। আঘাতের সময় বাতাসের গতিবেগ ৭৫ থেকে ৯০ কিলোমিটার থাকতে পারে।</p>