<p>দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে।</p> <p>প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার বুধবার (৯ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগামীকাল ছুটির দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728476915-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগামীকাল ছুটির দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/09/1433485" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘ইস্টাবলিশমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।  </p> <p>তবে কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানতে পারেননি মহিউদ্দীন আহমেদ তালুকদার।</p>