<p>শুল্ক ও ভ্যাট প্রশাসনকে আধিপত্য বিস্তার ও টাকা কামানোর মেশিনে পরিণত করেছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের দুই বিতর্কিত কর্মকর্তা। তাদের কাছে পদোন্নতি, বদলি, লিয়েনে ছুটির আবেদনসহ যেকোনো ধরনের ছুটি, পাসপোর্ট এনওসি ইস্যু ছিল ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক। টাকা ছাড়া কোনো কাজ করার নজির ছিল না তাদের। প্রাপ্য সুবিধাও কিনে নেওয়া ছিল প্রচলিত রেওয়াজ। এ নিয়ে আক্ষেপ কম ছিল না কাস্টমস কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের।</p> <p>তবে আওয়ামী লীগ সরকার পতনের পর তীব্র আন্দোলন হয় এই দুই কর্মকর্তাদের সরানোর দাবিতে। সেই দাবি পূরণও করা হয়। প্রশাসনের দুই বিতর্কিত কর্মকর্তাকে সরিয়ে দায়িত্বে আনা হয় কাস্টমস ক্যাডারের দুই কর্মকর্তাকে। প্রথম সচিব হিসেবে আ আ ম আমীমুল ইহসান খান ও দ্বিতীয় সচিব হিসেবে মো. আহসান উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা জানান, পেশাগত কাজে এই দুই কর্মকর্তা মেধাবী, যোগ্য ও দায়িত্বশীল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729571883-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেলায় অশ্লীল নৃত্য ও গান পরিবেশন, আটক ২০০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437821" target="_blank"> </a></div> </div> <p>এনবিআর সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এই দপ্তরে প্রশাসনের বিতর্কিত দুই কর্মকর্তার বিদায়ের পর এখন বদলে গেছে দৃশ্যপট। ভোগান্তি ও টাকার খেলা ছাড়াই এখন কাজ স্বাভাবিক গতিতে। আগস্টের ২৮ তারিখে নিয়োগ পাওয়ার পর কর্মকর্তা ও কর্মচারীদের আবেদন করা ১৩ ধরনের সেবায় সময় লেগেছে ২ থেকে ৫ দিন। যেখানে আগে কমপক্ষে ৩০ দিনের আগে কোন কাজ শেষ হয়নি। স্তরে স্তরে ছিল ভোগান্তি।</p> <p>সূত্র জানায়, ২৮ আগস্টের পর পেনশন ও আনুতোষিক মঞ্জুরির আবেদন জমা পড়েছে ১৪টি। যা নিষ্পত্তিতে সময় লেগেছে ২ দিন। এ ছাড়া চিকিৎসাজনিত বহি:বাংলাদেশ ছুটি, শিক্ষাজনিত ছুটি, সাধারণ ভবিষ্য তহবিলের অর্থ উত্তোলন, মাতৃত্বকালীন ছুটি ও পাসপোর্টের এনওসির আবেদন নিষ্পত্তি করতে সময় লেগেছে মাত্র ২ দিন। শ্রান্তি ও বিনোদন ছুটি এবং সিলেকশন গ্রেড আবেদন ও লিয়েন ছুটি আবেদনে লেগেছে ৩ দিন। এ ছাড়া সাধারণ ভবিষ্য তহবিল থেকে অগ্রিম উত্তোলনে ৪ দিন ও পদোন্নতির আবেদনে ১ থেকে ৫ দিন সময় লেগেছে।</p> <p>একাধিক কাস্টমস কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা যায়, আগে যেকোনো কাজের জন্য গেলেই চরম ভোগান্তি পোহাতে হত। প্রশাসন ক্যাডারমুক্ত শুল্ক ও ভ্যাট প্রশাসন আমাদের দাবি ছিল। এখন আর কোনো ভোগান্তি নেই। খুব সহজে কাজ হচ্ছে।</p> <div id="gtx-trans" style="left:1376px; position:absolute; top:-4px"> <div class="gtx-trans-icon"> </div> </div>