<p>সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার, ধর্মীয় সংখ্যালঘু ইস্যু নিয়ে বিদেশি কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে সরকার। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।</p> <p>ধারণা করা হচ্ছে ব্রিফিংয়ে,  বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও ইসকনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হবে সরকারের পক্ষ থেকে। সাম্প্রতিক ঘটনার বিষয়ে গত কয়েকদিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে সরকারের প্রতিনিধিরা যা বলেছেন তারই সারাংশ তুলে ধরা হবে ব্রিফিংয়ে।</p> <p>সাম্প্রতিক সময়ে ইসকনসহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে। যার অনেকগুলোই অসত্য বলে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের অনেকেই গত কয়েকদিনে বক্তব্য দিয়েছেন।</p> <p>সরকার তাদের দাবির পক্ষে কূটনৈতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে বলে ধারণা করা হচ্ছে।</p>