<p>তিমিকে মাছ বলা যায় না।তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মাছ কোনটা? উত্তর বলতে গেলে মাথা চুলকাতে হয়, না? আসলেই তাই, নিত্যদিনের কর্মযজ্ঞে খেই হারিয়ে এই প্রশ্নটা মাথায়ই আসে না। তবে আশা করি আজকের পর থেকে পাঠকদের আর মাথার চুল ছেঁড়ার দরকার হবে না। কারণ আজকে আমরা দুনিয়ার সবচেয়ে বড় মাছের গল্প শোনাব।</p> <p>মাছেরা স্তন্যপায়ী নয়। এরা ডিম পাড়ে। তিমি, ডলফিনের মতো প্রাণীরা ডিম পাড়ে না। এরা সরাসরি বাচ্চা জন্ম দেয়। বাচ্চাকে দুধ পানও করায়। অন্যদিকে চেহারায় কিছুটা মিল থাকলেও হাঙর কিন্তু মাছ। হাঙরের তো আর একটা প্রজতি নয়। শত প্রজাতি রয়েছে এদের। তারমধ্যে কোনটা বড়? এই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই জানা যাবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটা?</p> <p>পৃথিবীর সবচেয়ে বড় মাছটি ২০ মিটার লম্বা আর ওজনে প্রায় উনিশ টন। সবচেয়ে বড় মাছ হওয়ার জন্য আর কী চাই! বছর দশেক আগে কাতারের গবেষকরা এই মাপের এক মাছের কথা নিশ্চিত করেন। এই মাছটার নামও অদ্ভুত। হোয়েল শার্ক বা তিমি-হাঙর। কাতারের জীববিজ্ঞানীরা গালফ উপসাগরে হোয়েল শার্কের শরীরে স্যাটেলাইট লাগিয়ে এই গবেষণা চালান। সেই গবেষণা থেকেই জানা যায় এটাই বিশ্বের সবচেয়ে বড় মাছ।<br /> সূত্র : বিবিসি নেচার<br />  </p>