ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬
জবিতে বসুন্ধরা শুভসংঘ

'ভাষার মাসে আপন ভাবনা' শীর্ষক ভিডিও বক্তব্য প্রতিযোগিতা

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
'ভাষার মাসে আপন ভাবনা' শীর্ষক ভিডিও বক্তব্য প্রতিযোগিতা
সংগৃহীত ছবি

ভাষার মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভিডিও বক্তব্য প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘ভাষার মাসে আপন ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় ভিডিও পোস্ট চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ, জবি শাখার পেজ থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া বিষয় টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ।

আরো পড়ুন
‘শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত’, আরো যা বললেন পলক

‘শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত’, আরো যা বললেন পলক

 

জানা যায়, বাংলা আমাদের প্রাণ আর এই প্রাণকে সবার অন্তরে জাগিয়ে তুলতে ভাষার মাসে বসুন্ধরা শুভসংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজন করছে ‘ভিডিও বক্তব্য’ প্রতিযোগিতা। বাংলা ভাষার প্রসার ও গুরুত্ব তুলে ধরতে উন্মুক্ত এই প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

মো. জুনায়েত শেখ জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী হলো, 

১. প্রতিযোগীরা নাম, বিভাগ ও শিক্ষাবর্ষ উল্লেখ করে ভিডিও শুরু করবেন। 

২. বাংলা ভাষার প্রসার, সংরক্ষণ ও গুরুত্ব নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে হবে (সর্বোচ্চ ৩ মিনিটের ভিডিও)।

 

৩. মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বসুন্ধরা শুভসংঘ, জবি ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। 

গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/3118438414957455/?ref=share&mibextid=NSMWBT

৪. পোস্টের ক্যাপশনে অবশ্যই #ভাষার_মাসে_আপন_ভাবনা হ্যাশট্যাগটি ব্যবহার এবং পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।

৫. প্রতিযোগিতার মোট ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর লাইক ও কমেন্টের ভিত্তিতে এবং বাকি ৮০ নম্বর বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

তিনি আরো জানান, শীর্ষ ৫ জন বিজয়ীদের জন্য পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের জন্য স্বীকৃতি সার্টিফিকেট থাকবে।

পোস্ট করার সময়সীমা হচ্ছে আজ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরো পড়ুন
কুয়েটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে : জামায়াত নেতা

কুয়েটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে : জামায়াত নেতা

 

সার্বিক বিষয়ে জুনায়েত শেখ বলেন, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে এবং তার প্রচার ও প্রসারে অংশ নিতে এই প্রতিযোগিতায় সবাইকে আহ্বান জানানো হচ্ছে। বাংলা হোক সবার, বাংলা থাকুক সবার প্রাণে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করল বসুন্ধরা শুভসংঘ মনোহরদী শাখা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করল বসুন্ধরা শুভসংঘ মনোহরদী শাখা
সংগৃহীত ছবি

নদী-নালা, খাল-বিল ও হাওর-বাঁওড় থেকে ডিমওয়ালা মাছ এবং পোনা মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষকে সচেতন করতে ও দেশি মাছের প্রজন্ম বৃদ্ধিতে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা। শনিবার (১২ এপ্রিল) ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত করা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়।

যাতে মাছের বংশবৃদ্ধি, সংরক্ষণ ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারে। ভবিষ্যতে এ কার্যক্রম চলমান রাখা ও বড় পরিসরে আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো পড়ুন
কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক : কারা অধিদপ্তর

কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক : কারা অধিদপ্তর

 

উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান সোহেল বলেন, দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ।
নদীর মাছে যে স্বাদ, চাষের মাছে সেটা পাই না।

দেশীয় প্রজাতির মাছের নিধন রোধ ও বংশবৃদ্ধিতে আমাদের সচেতন হতে হবে। দেশীয় মাছ রক্ষায় ব্যাপক গবেষণার প্রয়োজন আছে। আমাদের মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টাবৃন্দ, সভাপতি ডাক্তার সাইদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক খায়রুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মোমেন সজীব, সহ-সাধারণ সম্পাদক শেখ শিপন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক গাজী শরীফ, কার্যকারী সদস্য সেলিম রেজা, নূরে আলম ও আরিফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

‘বসুন্ধরা শুভসংঘ’র রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
শেয়ার
‘বসুন্ধরা শুভসংঘ’র রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ
সংগৃহীত ছবি

বসুন্ধরা শুভসংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সালের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহবুব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী আলফাজ উদ্দিন টনিক মনোনীত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৬ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অনিন্দিতা ঘোষ প্রজ্ঞা ও মিশন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক লুবনা শারমিন ও সুজন টুডু, সাংগঠনিক সম্পাদক সামিয়া রহমান সিমি, সহ-সাংগঠনিক সম্পাদক ইমন পসনেম, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত কুমার দাশ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বর্ষা চাকমা।

আরো পড়ুন
হত্যার হুমকি দিয়ে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হত্যার হুমকি দিয়ে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

 

এ ছাড়া এ কমিটিতে অন্য সদস্যরা হলেন— সমাজকল্যাণ সম্পাদক সাবিকুন নাহার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সম্রাট আকবর, নারী ও শিশুবিষয়ক সম্পাদক স্মৃতি রানী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজির আহমেদ, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাত আরা নিলা, ক্রীড়া সম্পাদক আল ফারাবী দুরন্ত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবিকা ইসলাম শারমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ মিয়া।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— মাহবুবা ইসলাম মেরিনা, হিমেল আহমেদ হিমু, রাফিয়া ইসলাম, মিরা আক্তার, সুমাইয়া আশরাফ, ঐশ্বর্য বিশ্বাস, নাসির হোসাইন, মো. সোলায়মান ইসলাম, নাঈম ইসলাম, কে এম মুর্তজা আহমেদ, মো. রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান, মো. রাসেল শেখ, শাকিলা আক্তার।

মন্তব্য

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুদের পরিচিতি ও পুনর্মিলন অনুষ্ঠান

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুদের পরিচিতি ও পুনর্মিলন অনুষ্ঠান
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার বন্ধুদের ঈদ পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) কেশবপুর প্রেস ক্লাব হল রুমে এই শাখার নতুন কমিটির পরিচিতি ও পুনর্মিলন অনুষ্ঠিত হয়। এ সময় সব বন্ধুদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফির সভাপতিত্বে নতুন কমিটির পরিচিতি সভায় বক্তব্য দেন শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, প্রবীর কুমার সরকার, যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমি খাতুন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক নিশান মোড়ল, সদস্য শহিদুল ইসলাম, তাসনিম তাবাচ্ছুম তামিহা, আঁখি সুলতানা সাথী, মুক্তাদির রহমান ও কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।

আরো পড়ুন
গরমে ঘরে স্বস্তি আনবে ইনডোর প্ল্যান্টস

গরমে ঘরে স্বস্তি আনবে ইনডোর প্ল্যান্টস

পরিচিতি সভা থেকে সাইকেলিংয়ে দেশ সেরা ছাত্রী প্রিয়া খাতুন, হকিতে দেশ সেরা গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সংবর্ধনাসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসায় ধর্মীয় বই উপহার
ছবি: কালের কণ্ঠ

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত নামের ধর্মীয় বই প্রদান করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভদ্র পড়ায় অবস্থিত বায়তুর রহমান কওমি মাদরাসায় এ বই বিতরণ করা হয়। 

জানা গেছে, মাদরাসাটি পাঁচ বছর ধরে চলছে। মাদরাসাটিতে বেশ কয়েকজন এতিম শিক্ষার্থীও রয়েছে।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান ও স্থানীয় বিভিন্ন লোকের মাসলা-মাসায়েলর জানার জন্য একটি ফতওয়ার কিতাব প্রয়োজন ছিল। 

আরো পড়ুন
এবার সিনেমা প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো

এবার সিনেমা প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো

মাদরাসার পরিচালক বিষয়টি নিয়ে বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলার সদস্যদের শরণাপন্ন হলে শুভসংঘের বন্ধুরা ১২ খণ্ডের নতুন ফতওয়ায়ে ফকীহুল মিল্লাত নামের কিতাবটির ব্যবস্থা করে দেন। নতুন কিতাব পেয়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করেন।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা তালহা জানান, মাদরাসার জন্য দীর্ঘ দিন ধরে এই ফতোয়ার কিতাবটি খুব প্রয়োজন ছিল।

বিষয়টি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের জানালে তারা কিতাবটি ব্যবস্থা করে দেন। এই জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ শুভসংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই৷ আল্লাহর কাছে এই দোয়া করি, বসুন্ধরা গ্রুপর সব সময় দ্বীন ও মানবতার সঙ্গে যেন থাকতে পারে।

আরো পড়ুন
তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলার উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. জুন্নু রায়হান, উপদেষ্টা মো. শরাফত হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইকরামুল আলম, বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি সভাপতি মো. শাফায়াত হোসেন, ইভেন্ট সম্পাদক মো. সাইদুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. মুছা কালিমুল্লা নয়ন, সদস্য মো. নাইমুর রহমান ও মো. জিহাদ প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ