ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

নেতৃত্ব পেয়েই ব্রড-অ্যান্ডারসনকে ফেরাচ্ছেন স্টোকস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নেতৃত্ব পেয়েই ব্রড-অ্যান্ডারসনকে ফেরাচ্ছেন স্টোকস

গত অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার 'বলি' হয়েছিলেন দুই পেস সুপারস্টার জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড। ইতিহাসের দুই সেরা পেসারকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই সফরেও ভরাডুবি হয় ইংল্যান্ডের। এরপর সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়তে বাধ্য হন জো রুট।

তবে নেতৃত্ব বদল হওয়ায় এবার দুই পেস তারকার কপাল খুলছে। দলে সুযোগ পাচ্ছেন ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন ও ৩৫ বছর বয়সী ব্রড।

ইংলিংশ ক্রিকেটের পালাবদলের মাঝে সম্প্রতি নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন রবার্ট কি। নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, "এই দায়িত্বে আমার নাম ঘোষণার আগেই আমি জিমি ও ব্রডিকে ফোন করে বলেছি, এই গ্রীষ্মের প্রথম টেস্টের দল নির্বাচনে তোমাদের নাম বিবেচিত হবে।

" তবে আমি তো ব্যবস্থাপনা পরিচালক। ওরা জানতে চেয়েছিল, অধিনায়কের ভাবনাও একইরকম কিনা। বেন স্টোকস প্রথম যে কথাগুলি বলেছে, এর মধ্যে ছিল, "জিমি ও ব্রডি দলে ফিরে আসছে"। আমি তাতে সায় দিয়েছি।
আমাদের কারও দ্বিমত থাকলে হয়তো ভিন্ন কিছু হতো। তবে সেটা নিয়ে কোনো বিতর্কই হয়নি।'

বয়স হয়ে গেলেও অ্যান্ডারসন ও ব্রড এখনও ইংল্যান্ডের সেরা বোলার। শোনা যায়, মূলতঃ বয়সের কারণে ৬৪০ উইকেটের মালিক অ্যান্ডারসন ও ৫৩৭ টেস্ট উইকেট শিকারি ব্রডকে বাদ দেওয়া হয়। রবার্ট কি মনে করেন, দুজনেই জানেন জাতীয় দলে ফিরতে তাদের কী করতে হবে, 'ওদের নিজেদের পরিকল্পনা আছে।

জিমি ও ব্রডির মতো দুজনকে আমাদের বলে দিতে হবে না যে, টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে কী করতে হবে। ওরা না জানলে এটা আর কেউই জানে না। প্রথম টেস্টের জন্যই ওদেরকে তৈরি থাকতে হবে। ওদের না পারার কোনো কারণ আমি দেখি না।'

মন্তব্য

সম্পর্কিত খবর

সন্দেহজনক আউটের ম্যাচটি নিয়ে তদন্ত করবে বিসিবি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সন্দেহজনক আউটের ম্যাচটি নিয়ে তদন্ত করবে বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুরের ম্যাচের কিছু ঘটনা বিতর্কের জন্ম দেয়। এবার তা নিয়ে তদন্ত করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ম্যাচে স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হন শাইনপুকুরের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বির। বিতর্কের জন্ম তাদের আউটকে ঘিরেই।

ব্যাটার রহিম বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের বল বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন।তবে সিঙ্গল বের করার জন্য রহিম ক্রিজ ছেড়ে যতটুকু বের হয়ে এসেছিলেন, সন্দেহটা সেখানে। অফ স্পিনার নাঈম ইসলামের ওয়াইড বলটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মিনহাজুল। তবে বল অফ স্টাম্পের অনেক বাইরে থাকায় কোনো শট খেলেননি তিনি।
শুধু তা-ই নয়, নিজেকে বাঁচানোর চেষ্টা থেকে বিরত থেকে ব্যাট ক্রিজের ভেতরে না ঢুকিয়ে সরিয়ে ফেলেন। ওই সময় হাঁটু গেড়ে যেন তিনি নিজের আউট হওয়া দেখছিলেন মিনহাজুল!  প্রথমবারের চেষ্টায় স্টাম্প ভাঙতে না পারা গুলশানের উইকেটরক্ষক আলিফ হোসেন দ্বিতীয়বারে সফল হন। ওই সময় জয়ের জন্য ১ উইকেট হাতে রেখে ৪২ বলে শাইনপুকুরের দরকার ছিল ৭ রান। মিনহাজুল আউট হলে গুলশান ম্যাচ জেতে ৫ রানে।
এর পর এই আউট নিয়ে শুরু হয় সমালোচনা। 

এসব ঘটনা নজরে এসেছে বিসিবিরও। সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘বিসিবি নতুন করে খেলার সততা ও নৈতিকতার মানদণ্ড, সবকিছুর ওপরে রাখার প্রতিশ্রুতির কথা জানাচ্ছে। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিরিটকে ক্ষুণ্ন করে, এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে বিসিবির।’

এসব ঘটনা তদন্ত ও পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি, ‘বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি একটি তদন্ত শুরু করেছে ম্যাচে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখতে।

সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে খেলায় সততা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

মন্তব্য

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া নাসিরের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া নাসিরের
ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৭৭ রান করেন নাসির।

২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ৭ এপ্রিল মাঠে ফিরেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগে সেদিন রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বল করে মাত্র ৩১ রান খরচায় ১ উইকেট শিকার করেন। বোলিংটা যেমন তেমন হলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। ১১ বলে ৯ রান করে আউট হন নাসির।

 

তবে ব্যাট হাতে আজ তা পুষিয়ে দিয়েছেন নাসির। বিকেএসপির ৪ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৮৪ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৯১.৬৭ স্ট্রাইক রেটে ৭৭ রান করেন নাসির। অল্পের জন্য ধরা দেয়নি তিন অঙ্কের ম্যাজিকেল ফিগার।

এদিন রূপগঞ্জ আগে ব্যাটিং করে নাসিরের ব্যাটে পেয়েছে উড়ন্ত সূচনা।

 

মন্তব্য

ডিপিএলে সন্দেহজনক আউট, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইমরুল কায়েসের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ডিপিএলে সন্দেহজনক আউট, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইমরুল কায়েসের
ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আলোচনার খোরাক হয়েছে শাইনপুকুরের বিপক্ষে গুলশানের গতকালের ম্যাচটি। প্রশ্ন উঠেছে ম্যাচের দুটি আউট নিয়ে। এই ম্যাচে স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হন শাইনপুকুরের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন সাব্বির। সন্দেহের তীর তাদের আউটকে ঘিরেই।

তাদের আউটের ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর শুরু হয়েছে তুমুল সমালোচনা। ক্রিকেটারদের অনেকেই এটাকে বলছেন লজ্জাজনক।

আরেকটি দলকে সুপার সিক্সে উঠতে না দিতে শাইনপুকুর ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাবেক ইমরুল কায়েস। তার প্রশ্ন কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের পতাকা?  ক্রিকেটার শামসুর রহমান শুভ লিখেছেন, ‘সত্যি লজ্জা!’

ব্যাটার রহিম বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের বল বেরিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন।

তবে সিঙ্গল বের করার জন্য রহিম ক্রিজ ছেড়ে যতটুকু বের হয়ে এসেছিলেন, সন্দেহটা সেখানে। তার সতীর্থ মিনহাজুলের আউটের ধরন আরো বিস্ময় ছড়িয়েছে নেটিজেনদের মাঝে। অফ স্পিনার নাঈম ইসলামের ওয়াইড বলটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মিনহাজুল।

তবে বল অফ স্টাম্পের অনেক বাইরে থাকায় কোনো শট খেলেননি তিনি।

শুধু তা-ই নয়, নিজেকে বাঁচানোর চেষ্টা থেকে বিরত থেকে ব্যাট ক্রিজের ভেতরে না ঢুকিয়ে সরিয়ে ফেলেন। ওই সময় হাঁটু গেড়ে যেন তিনি নিজের আউট হওয়া দেখছিলেন মিনহাজুল!  প্রথমবারের চেষ্টায় স্টাম্প ভাঙতে না পারা গুলশানের উইকেটরক্ষক আলিফ হোসেন দ্বিতীয়বারে সফল হন। ওই সময় জয়ের জন্য ১ উইকেট হাতে রেখে ৪২ বলে শাইনপুকুরের দরকার ছিল ৭ রান। মিনহাজুল আউট হলে গুলশান ম্যাচ জেতে ৫ রানে।

এই ঘটনায় ফেসবুকে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন ইমরুল।

তিনি এই ম্যাচ আরও একবার আয়োজনের দাবিও তুলেছেন,  ‘আজকে আমি হৃদয় থেকে ক্ষোভ নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। মিডিয়া, ক্রিকেটার, সাংবাদিক, ধারাভাষ্যকার—সবাই আজ একটা ঘটনায় স্তম্ভিত, ক্ষুব্ধ। কারণটা খুব পরিষ্কার—ঢাকা প্রিমিয়ার লিগে আজ যে কাজটা হয়েছে, সেটা শুধু লজ্জাজনক না, এটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে। একটা দলকে সুপার লিগে উঠতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আরেক মাঠে দুই দল নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে! এটা কী ধরনের নাটক? আজকের সেই ম্যাচের ভিডিও প্রমাণসহ নিচে রয়েছে—আপনারা নিজেরাই দেখুন, বিচার করুন।’

‘এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা, তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে? কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা? যারা মাঠে নামার আগেই ম্যাচের ফয়সালা করে নেয়, তাদের দিয়ে কী দেশের প্রতিনিধিত্ব হয়? লজ্জা! যাদের ব্যবহার করে এসব নোংরা খেলা খেলানো হচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ ওরা আজ নিজেরাই নিজেদের বিক্রি করে দিয়েছে।’

‘আমরা যারা বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তব করতে দিনরাত খেটে যাচ্ছি—আর কিছু বিকৃত মানসিকতার মানুষ নিজেদের স্বার্থে গোটা দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে উন্নতির, কিন্তু এইসব ঘটনাগুলো সেই চেষ্টাকেও মাটিতে মিশিয়ে দিচ্ছে।’

মিনহাজুলের আউটের ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে ক্রিকেটার শামসুর রহমান শুভ লিখেছেন, ‘সত্যি লজ্জা!’ একই অভিব্যক্তি প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। 

মন্তব্য

অলিম্পিকে প্রথমবার নারী-পুরুষ দলগত ইভেন্ট

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অলিম্পিকে প্রথমবার নারী-পুরুষ দলগত ইভেন্ট

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে যুক্ত হচ্ছে একাধিক নতুন মিশ্র-লিঙ্গ দলগত ইভেন্ট। গলফ, জিমন্যাস্টিকসসহ বেশ কয়েকটি জনপ্রিয় ক্রীড়ায় প্রথমবারের মতো একই দলে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ ও নারী ক্রীড়াবিদরা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বুধবার ২০২৮ সালের অলিম্পিকের সম্পূর্ণ ক্রীড়া কর্মসূচি প্রকাশ করে এই ঘোষণা দেয়।

অলিম্পিকে এত দিন শুধু পুরুষ ও নারীদের একক প্রতিযোগিতাই হতো গলফে।

এবার যুক্ত হচ্ছে মিশ্র দলগত ইভেন্ট, যা এই খেলায় এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস অলিম্পিক আয়োজকদের। একইভাবে, জিমন্যাস্টিকসেও এখন পর্যন্ত অলিম্পিকে দলগত প্রতিযোগিতা লিঙ্গভেদে হতো, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সেটাও বদলাচ্ছে। এ ছাড়া অ্যাথলেটিকসে থাকবে নতুন ৪x১০০ মিটার মিশ্র-লিঙ্গ রিলে রেস, যা আগের দুই অলিম্পিকে হওয়া ৪x৪০০ মিশ্র রিলের পাশে আরেকটি নতুন সংযোজন।

আইওসির ক্রীড়া পরিচালক কিট ম্যাককোনেল বলেন, ‘মিশ্র ইভেন্টগুলো লিঙ্গ সমতার প্রকৃত উদাহরণ।

যেখানে পুরুষ ও নারী একসঙ্গে একই মাঠে, একই দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করছে। আমরা দেখেছি এই ইভেন্টগুলো কতটা সফল হতে পারে। এটা অ্যাথলেটদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

গলফ ও জিমন্যাস্টিকসে মিশ্র ইভেন্ট খুব সাধারণ না হলেও, একেবারে নতুন নয়।

গলফে মিশ্র ইভেন্টের ক্ষেত্রে গ্রান্ট থরন্টন ইনভাইটেশনাল উল্লেখযোগ্য।
২০২৩ সাল থেকে হওয়া এই টুর্নামেন্টে পিজিএ ট্যুরের পুরুষ এবং এলপিজিএ ট্যুরের নারী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় থাকেন, যারা একসঙ্গে টিম হিসেবে খেলেন।

জিমন্যাস্টিকসের ক্ষেত্রে জার্মানির ডিটিবি পোকাল মিক্সড কাপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ জিমন্যাস্টরা একই দলে অংশগ্রহণ করেন।

বিভিন্ন ইভেন্টে তাদের সম্মিলিত স্কোরের ভিত্তিতে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হয়।

ম্যাককনেল জানান, আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনকে ২০২৮ সালের অলিম্পিকের মিশ্র দলগত ইভেন্টের চূড়ান্ত ফরম্যাট মে মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে।

এ ছাড়া অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হচ্ছে নতুন পাঁচটি খেলা। সেগুলো হলো—  বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ। 

২০২৮ অলিম্পিকে মোট অ্যাথলেটের সংখ্যা হবে প্যারিস ২০২৪-এর মতোই ১০,৫০০ জন। তবে নতুন পাঁচটি খেলায় অতিরিক্ত ৬৯৮ জন অ্যাথলেট অংশগ্রহণ করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো — এই অলিম্পিকে নারী অ্যাথলেটদের সংখ্যা হবে ৫০.৫ শতাংশ। প্রত্যেক দলগত খেলায় পুরুষদের মতোই সমসংখ্যক অথবা বেশি নারী দল থাকবে— যা অলিম্পিক ইতিহাসে প্রথম।

মন্তব্য

সর্বশেষ সংবাদ