আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আম্পায়ার হিসেবে সুপরিচিত। একসময় চুটিয়ে আম্পায়ারিং করেছেন। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে ১৭০টি ম্যাচ তিনি পরিচালনা করেছেন। এমন সুন্দর ক্যারিয়ার হুট করেই থেমে যায় নিজের দোষে।
ফিক্সিং, যৌন অপরাধে জড়িয়ে পাকিস্তানি আম্পায়ার এখন জুতা বিক্রেতা!
অনলাইন ডেস্ক

আসাদ রউফের এই পরিণতির গল্প প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। ক্রিকেটের সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই। খবরও রাখেন না।
২০১২ সালে রউফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এক মডেল। তিনি দাবি করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করেছিলেন রউফ। পরে আর বিয়ে করতে রাজি হননি। রউফ সেই ঘটনা তখন অস্বীকার করেছিলেন।
রউফের জীবনে সবচেয়ে বড় ধাক্কা এসেছিল ২০১৬ সালে। তাকে পাঁচ বছর নির্বাসিত করেছিল বিসিসিআই। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল রউফের। অভিযোগ ছিল, জুয়াড়িদের থেকে দামি দামি উপহার এবং টাকা নিয়ে একটি নির্দিষ্ট দলের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০১৩ সালে পর থেকেই ক্রিকেটের মূল স্রোত থেকে দূরে সরতে থাকেন রউফ। তাকে আন্তর্জাতিক ক্রিকেটেও আর ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।
অতীত ক্যারিয়ার নিয়ে রউফ বলেছেন, 'জীবনের সেরা সময় আইপিএলে কাটিয়েছি। ওই অভিযোগ নিয়ে এখন আর কিছু বলার নেই। বিসিসিআই নিজেরাই অভিযোগ করেছিল, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। আমি খুব খোলামেলাভাবে ক্রিকেটারদের সঙ্গে মিশতাম। ক্রিকেটার তো বটেই, তাদের স্ত্রীরাও বলত যে আমার সঙ্গ ক্রিকেটাররা উপভোগ করে।'
লাহোরের লান্ডা বাজারে যে দোকান রউফ চালান, সেখানে পুরনো জামাকাপড়, জুতা কম দামে পাওয়া যায়। হঠাৎ করে এ রকম একটা দোকান তিনি খুলতে গেলেন কেন? রউফ বলেছেন, 'আমার কর্মচারীদের জন্য এই কাজ করি। ওদের সংসার যাতে চলে, সেটার চেষ্টা করি। কোনো লোভ নেই। অনেক টাকা দেখেছি জীবনে। আমার এক সন্তান বিশেষভাবে সক্ষম। আর একজন সদ্য আমেরিকা থেকে পড়াশোনা করে ফিরেছে। ওদের নিয়েই সময় কেটে যায়।'
সম্পর্কিত খবর

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ
ক্রীড়া ডেস্ক

দীর্ঘ তিন বছর পর আবারো বাংলাদেশ সফরে আসছে ভারত। সর্বশেষ ২০২২ সালে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এবারের সিরিজে দীর্ঘতম সংস্করণ না থাকলেও তিনটি করে সীমিত সংস্করণের ম্যাচ খেলবে দুই দল।
সীমিত সংস্করণের সিরিজ সামনে রেখেই আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ আগষ্ট মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজটি খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারত। প্রথম দুই ওয়ানডে মিরপুরে হবে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। বাকি দুই টি-টোয়েন্টি মিরপুরে খেলে ভারতের বিমানে চড়বেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা।
গত কয়েক বছর ধরেই দুই দলের সিরিজ মানেই উত্তেজনায় ঠাসা। ঘরের মাঠের সর্বশেষ সিরিজেই যেমন হয়েছে। দুই টেস্টে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবারের সিরিজও তেমনি হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরি।
বিসিবির সিইও নিজাম বলেছেন, ‘ঘরের ক্যালেন্ডারের মধ্যে সিরিজটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর ও প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে অন্যতম হবে।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টি-টোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টি-টোয়েন্টি মিরপুর

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ
ক্রীড়া ডেস্ক

ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালে খেলোয়াড়দের অবসর নিয়েই আলোচনা হয় বেশি। ৩৭ বছর বয়সী লিওনেল মেসিকে নিয়েও ব্যতিক্রম কিছু হচ্ছে না। কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর অবসরের আলোচনা আরো জোরেশোরে হয়েছে বা হচ্ছে।
কেননা মেসির তো আর কোনো কিছু চাওয়ার নেই।
মেসির অবসরের সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে।
মানুষের মনের কথা জানা না গেলেও কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। আর সেই আঁচ পান পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। সেই হিসেবে মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠও মাতাচ্ছেন তারা। একসঙ্গে থাকার কারণেই এবার বন্ধুকে নিয়ে একটা বার্তা দিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা উরুগুয়ের স্ট্রাইকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তার বন্ধু মেসি। এমন প্রশ্ন শুনে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘অবসর? আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির। অবসরের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করি না।’
শুধু সুয়ারেজ নন, মেসিকে বিশ্বকাপে দেখতে চান তার আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও। সিদ্ধান্তটা এখন শুধুই মেসির।

ভারতকে চ্যাম্পিয়ন করে সেরার স্বীকৃতি পেলেন শ্রেয়াস
ক্রীড়া ডেস্ক

আইসিসির মাসসেরার পুরস্কারটা ঘরেই থাকল। মার্চ মাসের ছেলেদের পুরস্কারটা জিতেছেন শ্রেয়াস আইয়ার আর মেয়েদের জর্জিয়া ভল। নিজ নিজ বিভাগে দুজনের আগের মাসে এই পুরস্কার জিতেছেন ভারতের শুবমান গিল ও অস্ট্রেলিয়ার অ্যালান কিং।
ছয় মাস পর জাতীয় দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়াস।
দুর্দান্ত ছন্দটা আইপিএলেও ধরে রেখেছেন শ্রেয়াস। শুরু থেকে যথাক্রমে ৯৭*, ৫২*, ১০, ৯ ও ৮২- পাঞ্জাব কিংসের অধিনায়কের ইনিংসগুলোই তার প্রমাণ। আইসিসির পুরস্কার পেয়ে খুশি হয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটার, ‘আইসিসির মার্চ মাসের সেরার পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত।
টানা দ্বিতীয়বার ভারতের মাসসেরার পুরস্কারের বিপরীতে টানা চতুর্থবার পেয়েছেন অস্ট্রেলিয়া। নারী ক্রিকেটে সর্বশেষ চার মাসেই অস্ট্রেলিয়ার কোনো না কোনো ক্রিকেটারই এই পুরস্কার পেয়েছেন। মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫০, ৩৬ ও ৭৫ রানের ইনিংস খেলে এবার জিতেছেন জর্জিয়া।
পুরস্কার জিততে পেছনে জর্জিয়া ফেলেছেন জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রসাদকে। ২১ বছর বয়সী ব্যাটারের আগের তিন মাসের সেরা নারী ক্রিকেটার ছিলেন সাদারল্যান্ড (ডিসেম্বর), বেথ মুনি (জানুয়ারি) ও কিং (ফেব্রুয়ারি)।

তারা আমাকে কেন দিল, ম্যাচসেরার পুরস্কার পেয়ে অবাক ধোনি
ক্রীড়া ডেস্ক

ম্যাচসেরার পুরস্কার পেয়ে যে কোনো ক্রিকেটারেরই খুশি হওয়ার কথা। কারণ দুই দলের মধ্যে সেরা পারফরম্যান্সকারি বলেই পুরস্কারটা তার হাতে উঠেছে। মহেন্দ্র সিং ধোনিও গতকাল সেই নিয়মেই পুরস্কারটা জিতেছেন। কিন্তু গতকাল এই পুরস্কারের জন্য নিজেকে যোগ্য মনে করেন না বলে জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
তাই পুরস্কার নেওয়ার সময় ধোনি জানিয়েছেন, কেন তারা আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করল। তার মতে, অন্য কেউ পাওয়ার যোগ্য ছিল। একজনের নামও জানিয়ে চেন্নাইয়ের অধিনায়ক বলেছেন, ‘আজও আমার মত ছিল, কেন তারা আমাকে এই পুরস্কার দিচ্ছে? নূর সত্যি ভালো বোলিং করেছে।’
পরিসংখ্যানও ধোনির কথাকেই সমর্থন করছে।
সে যাই হোক গতকাল লক্ষ্নৌতে পুরনো রূপে আরেকবার হাজির হয়েছেন ফিনিশার খ্যাত ধোনি। শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে চেন্নাইকে তিন বল হাতে রেখে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন।
জয় দিয়ে এবারের আইপিএল শুরু করলেও টানা পাঁচ ম্যাচে হারের সাক্ষী হয়েছিল চেন্নাই। ব্যাকফুটে থাকা চেন্নাইয়ে জন্য তাই জয়ের কোনো বিকল্প ছিল না। গতকাল লক্ষ্নৌর বিপক্ষে ৫ উইকেটের জয়ে শরীর থেকে যেন হারের ভূত তাড়িয়ে দিয়েছে তারা।
দুর্দান্ত ফিনিশিংয়ের আগে গ্লাভস হাতে একটি রেকর্ডও গড়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি। রবীন্দ্র জাদেজার বলে আয়ুশ বাদানিকে স্ট্যাম্পিং করে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। পরে ঋষভ পন্তের ক্যাচ নিয়ে সংখ্যাটা ২০১ করেছেন। তার ধারেকাছে আর কেউ নেই। ১৮২ ডিসমিসাল নিয়ে কিছুটা কাছাকাছি থাকা দিনেশ কার্তিকও গ্লাভস-প্যাড তুলে রেখেছেন। আইপিএলে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ১১৬ ডিসমিসাল নিয়ে শীর্ষে থাকা বিরাট কোহলি সবমিলিয়ে আছেন ছয়ে। মাঝে আছেন-এবি ডি ভিলিয়ার্স (১২৬), রবিন উথাপ্পা (১২৪), ঋদ্ধিমান সাহা (১১৮)।