ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

কোহলির ব্যাট চেয়ে নিলেন লিটন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কোহলির ব্যাট চেয়ে নিলেন লিটন

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচ এখন অতীত। অ্যাডিলেডে গতকাল বুধবার অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ মাত্র ৫ রানে হেরে যায়। ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস উপহার দেন লিটন দাস। তার ২৭ বলে ৭ চার ৩ ছক্কায় ৬০ রানের ইনিংসের পরও বাকি ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে বিরাট কোহলির কাছে একটা ব্যাট চেয়েছিলেন লিটন দাস। ভারতের সাবেক অধিনায়ক তাকে নিরাশ করেননি। 

লিটনের বিস্ফোরক ব্যাটিং বিশ্বজুড়েই প্রশংসা পাচ্ছে। খোদ বিরাট কোহলিও মুগ্ধ হয়েছেন তার ব্যাটিং দেখে।

তাই ম্যাচ শেষে লিটন যখন তার কাছে ব্যাট চান, আপত্তি করেননি কোহলি। এই খবরটি সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, 'আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম, তখন বিরাট কোহলি এসে লিটনকে একটা ব্যাট উপহার দেয়। আমি মনে করি এটা লিটনের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
'

চলতি বছরটা স্বপ্নের মতো কাটছে লিটন দাসের। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের রেকর্ড গড়ে ফেলেছেন। অথচ গত বছরের বিশ্বকাপে এই লিটনকে নিয়ে কতই না ট্রোল হয়েছে। লিটনের প্রশংসা করে জালাল ইউনুস বলেন, 'লিটন একজন ক্ল্যাসিক ব্যাটার। আপনি তার শটগুলো দেখেন, ক্ল্যাসিক শট খেলে।

সে ওয়ানডে আর টেস্টে ভালো খেলে। ইদানিং টি-টোয়েন্টিতেও ভালো করছে। গত বছর সে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি। তারপর থেকে তিন ফরম্যাটেই ভালো করছে লিটন।'

মন্তব্য

সম্পর্কিত খবর

বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের
ছবি : মীর ফরিদ

ফেডারেশন কাপে ফাইনালে যাওয়ার পথে প্রথম কোয়ালিফায়ারে ৮ এপ্রিল আবাহনীর মুখোমুখি বসুন্ধরা কিংস। এর তিন দিন পর লিগ ম্যাচে কিংসকে খেলতে হবে টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে। লম্বা বিরতি থেকে ফিরেই দুটি বড় ম্যাচ। তাই জোরেশোরে প্রস্তুতি নিতে হচ্ছে ভ্যালেরিও তিতা ও তাঁর দলকে।

কিন্তু একাধিক তারকা খেলোয়াড়ের ইনজুরি ও দলের অধিনায়ক মিগেল ফিগেইরা এখনো না ফেরায় ভীষণ ভাবাচ্ছে রোমানিয়ান কোচকে। তবে বাকিদের ওপর ভরসা রাখছেন তিনি। তাতে দুটি ম্যাচেই উতরে যাওয়ার আশা এই কোচের।

‘শুরুর দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

আশা করছি অনেক সমস্যার মধ্যেও দুটি ম্যাচই আমরা জিততে পারব। কয়েকজন চোটে আক্রান্ত এবং অধিনায়ক (মিগেল) দলের সঙ্গে এখনো যোগ দেয়নি। এসব সমস্যা নিয়ে আশা করি আমরা ইতিবাচক ফল পাব’, বলেছেন তিতা। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচে খেলার ১৫ মিনিটের মধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন তপু বর্মণ।

এই ডিফেন্ডার এখনো ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি। কাঁধের চোটে পড়েছেন আরেক সেন্টার ব্যাক তারিক কাজী। প্রায় তিন মাসের মতো তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে। গোলখরা কাটাতে মধ্যবর্তী দলবদলে স্ট্রাইকার পজিশনে আর্জেন্টিনার হুয়ান লেসকানোকে দলে ভেড়ায় কিংস। কিন্তু চোটের কারণে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

কিংসের মধ্যমাঠের প্রাণ মিগেল কবে ফিরবেন—সেটাও অনিশ্চিত। ভীষণ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে তাই ভিন্ন পথ খুঁজছেন তিতা। তাতে রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল ফাহিমদের বাড়তি দায়িত্ব নিতে হবে। তাঁদের সঙ্গে আক্রমণভাগে থাকছেন ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি। আবারও কিংসে ফেরা উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভের সঙ্গে মধ্যমাঠের নিয়ন্ত্রণের সঙ্গে আক্রমণে সুর গেঁথে দেওয়ার কাজটা করতে হবে ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেসকে। সেন্টারব্যাকে দেখা যাবে ব্রাজিলিয়ান ডেসিয়েলকে। কিংসের রোমানিয়ান কোচ তাই বলেছেন, ‘চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছি না। ওদের বিকল্প পাওয়া খুবই কঠিন, এটা সবাই জানে। কিন্তু সর্বোচ্চ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি তাদের বোঝাতে পারব যে মর্যাদা এবং সাফল্যের সঙ্গে এই দলের প্রতিনিধিত্ব করার সময় এখন ওদের।’

কাপ টুর্নামেন্টে শিরোপাস্বপ্ন উজ্জ্বল হলেও লিগে সেই পথ অনেকটা কঠিন কিংসের সামনে। শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭। দুইয়ে থাকা আবাহনীর চেয়ে পিছিয়ে তিন পয়েন্টে। ফিরতি লেগে ১২ এপ্রিল কিংস অ্যারেনায় মোহামেডানকে হারাতে পারলে ব্যবধান চারে নামিয়ে আনার সুযোগ থাকছে কিংসের সামনে। শিরোপা জিততে হলে নিজেদের সব ম্যাচ তো জিততেই হবে, প্রতিপক্ষের ফলও কিংসের অনুকূলে আসতে হবে। সেই চ্যালেঞ্জ মেনেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিতা বলেছেন, ‘আমি জানি এটা খুবই কঠিন। ৭ পয়েন্টের ব্যবধান খুবই সুবিধাজনক অবস্থান। বিশেষ করে যখন মাত্র আট ম্যাচ বাকি থাকে। কিন্তু শেষ আশা হিসেবে সব ম্যাচই জিততে হবে আমাদের।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সবার আগে শিরোপা উদযাপন পিএসজির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সবার আগে শিরোপা উদযাপন পিএসজির
ছবি : এএফপি

৬টি ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ ‘আঁ’ এর শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা নিশ্চিত করেছে ফরাসি এই দলটি। লিগে ১৩তম এবং টানা চতুর্থ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে অপরাজিত থাকে ফরাসি জায়ান্টরা।

গত রাতে অঁজের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির।

ড্র নয়, ম্যাচটা তারা জিতেছে ১-০ গোলে। আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো শিরোপা-উৎসব। 

লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।

এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো।

লিগে সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার। মধ্যে ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুমে রানার্স-আপ হয়েছে দলটি। 

ম্যাচের একমাত্র গোলটি করেন ডিজায়ার ডউ।

ম্যাচের ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে  দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান এই ফরাসি ফরোয়ার্ড। 

পিএসজির সামনে সুযোগ আছে এই মৌসুমে ট্রেবল জেতার। লিগ জয়ের আগে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ওদিকে চ‍্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। 

মন্তব্য

পেস বোলিং কোচের আলোচনায় ডোনাল্ডের সঙ্গে গিবসনও

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
পেস বোলিং কোচের আলোচনায় ডোনাল্ডের সঙ্গে গিবসনও
অ্যালান ডোনাল্ড (বাঁয়ে) ও ওটিস গিবসন।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কাজে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য নতুন কোচ খুঁজছে ক্রিকেট পরিচালনা বিভাগ। বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় দলের সাবেক দুই কোচ অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসনের মধ্যে একজনকে আবার ফেরানো যায় কি না তা নিয়ে আলোচনা চলছে।

বিসিবির চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন ডোনাল্ড।

বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও বাংলাদেশি পেসারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন এই দক্ষিণ আফ্রিকান। ডোনাল্ডের আগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে কাজ করেছেন গিবসন। তাঁর কোচিংয়ের প্রশংসা এখনো শোনা যায় বাংলাদেশি পেসারদের মুখে।
এ জন্য নতুন কাউকে কোচ হিসেবে না এনে পরীক্ষিতদের ফেরাতে চাচ্ছে বিসিবি।

গতকাল বিসিবির একজন কর্মকর্তা বলছিলেন, ‘ডোনাল্ডের সঙ্গে গিবসনের ব্যাপারে আলোচনা হচ্ছে। তাঁরা দুজনই ভালো কাজ করে গেছেন। কোচ হিসেবেও দুজন বেশ ভালো। তবে আগের বোর্ডের কিছু সিদ্ধান্ত তাঁদের পছন্দ ছিল না।

এখন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একজনকে ফেরাতে পারলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

মন্তব্য

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ
সংগৃহীত ছবি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ ৬ এপ্রিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। এই দিবস উপলক্ষ্যে তারুণ্যের শক্তি ধারণ করে আজ রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, এ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ক্রীড়া দিবসের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরো পড়ুন
মহানায়িকা সুচিত্রা সেনের

মহানায়িকা সুচিত্রা সেনের

 

ক্রীড়া দিবস উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি মধ্যে রয়েছে র‌্যালি ও আলোচনা সভা। রবিবার সকাল ৮.৪৫ মিনিটে র‌্যালিটি ওসমানি স্মৃতি মিলনায়তন হতে শুরু হয়ে বাংলাদেশ সচিবালয়ের প্রধান গেটের সামনে থেকে ঘুরে জিরো পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হবে।

র‌্যালি শেষে সকাল ১০টায় জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে টুর্নামেন্ট আয়োজিত হবে।

উদ্বোধনী ও ফাইনাল খেলা জাতীয় ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকী খেলাগুলো মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিপাদ্য বিষয়ের উপর রয়েছে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা। এছাড়াও প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলায় ক্রীড়া সংস্থা দিবসটি উদযাপনের জন্য র‌্যালি, আলোচনা সভা ও প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’।

আরো পড়ুন
ট্রেডমার্ক

ট্রেডমার্ক

 

খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়। দেশ বদলের প্রত্যয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্য নির্ভর বাংলাদেশের এ বিশাল জনগোষ্ঠীকে পুনর্জীবিত করতে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করেছে। 

সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধের মেলবন্ধনে আয়োজিত এই উৎসবে তরুণরা দেশ পুর্নগঠনে তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতা ও মননশীলতার স্বাক্ষর রেখেছে।

সময়ের পরিক্রমায় দেশের ক্রীড়াঙ্গনের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। পাশাপাশি ক্রীড়া অবকাঠামোর বুনিয়াদ শক্ত হয়েছে। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়ার ব্যাপ্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের সকল উপজেলায় ইতোমধ্যে ১২৫টি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে। আরও ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণের পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

পাশাপাশি ৪টি বিভাগীয় স্টেডিয়াম, ৬৪টি জেলায় ৬৮টি জেলা স্টেডিয়ামসহ দেশব্যাপী ১৮টি সুইমিংপুল, ১০টি কিট ইনডোর স্টেডিয়াম, ৭টি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে চলেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এ সকল কাজ পরিচালিত হচ্ছে।

'''উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস''' (আইডিএসডিপি) হলো সামাজিক পরিবর্তন আনতে ও বিকাশ ঘটাতে শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে খেলাধুলার ক্ষমতার বার্ষিক উদ্‌যাপন। ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে সায় দিয়ে ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ঘোষণা করা হয়। সেই ঘোষণা অনুসারে ২০১৪ সাল থেকে বিশ্ব জুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে।

উল্লেখ্য, ১৮৯৬ সালের এই তারিখে গ্রীসের অ্যাথেন্সে আধুনিক যুগের প্রথম অলিম্পিক গেমের উদ্বোধনের স্মরণে এ তারিখ ঠিক করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ