<p>টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা রিয়ালকে মাটিতে নামিয়ে দিল ফরাসি ক্লাব লিলে। চ্যাম্পিয়নস লিগে লিলের মাঠে রিয়াল মাদ্রিদ হেরেছে ১-০ ব্যবধানে। এতেই অপরাজেয় যাত্রা থামল টুর্নামেন্টের সফলতম দলটির। </p> <p>চোটের কারণে ছিলেন না থিবো কোর্তোয়া। একাদশে রাখেননি এমবাপ্পে, রদ্রিগোদের। এতেই শুরু থেকেই উজ্জীবিত ছিল লিলে। কোর্তোয়ার জায়গায় নামা আন্দ্রে লুনিনকে শুরুতেই পরীক্ষায় ফেলেন জনাথন ডেভিড। তবে প্রথমারর্ধের বিরতির ঠিক আগে গোল খেয়ে বসে রিয়াল। বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লিলের কানাডার ফরোয়ার্ড ডেভিডের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/03/my1198/ুৃুিৃাু্বিাটকব.jpg" width="1000" /></p> <p>দ্বিতীয়ার্ধে এডার মিলিতাও ও এনদ্রিককে তুলে নিয়ে ৫৭তম মিনিটে মাঠে নামান লুকা মডরিচ ও কিলিয়ান এমবাপ্পেকে। তবে নিজেকে মেলে ধরতে পারেননি ফরাসি এই তারকা। শেষ দিকে প্রবল চাপ দিয়েও গোলের দেখা পায়নি চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপা জেতা দলটি। ফলে স্তাদ পিয়েরে-মাউরয়ে থেকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমছেই না তেল-চিনি-আলুর দাম, যথাযথ উদ্যোগ নেই সরকারের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727924711-ae632d3ee1d237bbe826d9fe4b45ef83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমছেই না তেল-চিনি-আলুর দাম, যথাযথ উদ্যোগ নেই সরকারের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/03/1431339" target="_blank"> </a></div> </div>