<p>দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন জো রুট। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে এবার ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন তিনি। সঙ্গে মুলতানে ২৬২ রানের ইনিংস খেলে টেস্টে ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটি আরও শক্ত করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।</p> <p>অনেক দিন ধরেই শীর্ষস্থানে থাকা রুটের বর্তমান রেটিং এখন ৯৩২। এর আগে ইংল্যান্ড ব্যাটারের সর্বোচ্চ রেটিং ছিল ৯২৩। রুটের ক্যারিয়ার সেরা ইনিংসের টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। মহাকাব্যিক ৩১০ রানের ইনিংসটির জন্য এবার বড় লাফ দিয়েছেন তিনি। ১১ ধাপ উন্নতি করে ব্যাটারদের তালিকায় এখন দুইয়ে তিনি। ৮২৯ রেটিং নিয়ে অবশ্য তার সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনও।</p> <p>একই টেস্টে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের তিন ব্যাটার শান মাসুদ (১২ ধাপ), সালমান আগা (১১ ধাপ) ও আবদুল্লাহ শফিকেরও (২ ধাপ) উন্নতি হয়েছে। বোলারদের র‌্যাংকিংয়ে এক থেকে নয়ে কোনো পরিবর্তন নেই। ৮৭০ রেটিং নিয়ে শীর্ষে আছেন জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে ভারতের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলেও উন্নতি হয়েছে তাসকিন আহমেদ-তাওহিদ হৃদয়দের।</p> <p>দিল্লিতে ১৬ রানে ২ উইকেট নিয়ে ১১ ধাপ উন্নতি করেছেন তাসকিন। ৬০০ রেটিং নিয়ে এখন ১৯ নম্বরে বাংলাদেশি পেসার। তার সঙ্গে এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন রবি বিষ্ণুই। ৬৪৫ রেটিং নিয়ে আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে ৮ নম্বরে আছেন ভারতের লেগ স্পিনার। হায়দরাবাদেই ৬৩ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে হৃদয়ের। বর্তমানে ২৭ নম্বরে আছেন তিনি। শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। ৮৮১ নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড।</p>