<p>বাজে পারফরম্যান্সে দায়িত্ব নেওয়ার ১৪ মাসের মাথায় সৌদি আরবের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রবার্তো মানচিনি। সৌদি ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে জানায়, পারস্পরিক সমঝোতায় কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মানচিনি।</p> <p>গত বছরের আগস্টে সৌদি আরবের দায়িত্ব নিয়েছিলেন ৫৯ বছর বয়সী মানসিনি। ইতালিকে ২০২১ সালে ইউরো জেতানোর পর মোটা অঙ্কের পারিশ্রমিকে তাকে কোচ হিসেবে পারিশ্রমিকে তাকে কোচ হিসেবে নিয়োগ করেছিল সৌদি ফুটবল ফেডারেশন। তার দায়িত্বের মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। </p> <p>সৌদি আরবের কোচের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, ‘ইউরোপে ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়তে চাই’। কিন্তু ইতিহাস গড়ার বিপরীতে উল্টো দল ছাড়তে হলো তাকে। </p> <p>মানচিনির কোচিংয়ে এই বছর এশিয়ান কাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় সৌদি আরব। সেই ম্যাচে টাইব্রেকারের সময় আগেই মাঠ ছেড়ে যাওয়ায় তুমুল সমালোচনা হয় তার। পরে তিনি ক্ষমা চান ওই ঘটনার জন্য।</p> <p>২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলে ‘সি’ গ্রুপে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে সৌদি আরব। গত ১০ অক্টোবর জাপানের কাছে তারা ২-০ গোলে হেরে যায় দেশের মাঠে। বাহরাইন এবং ইন্দোনেশিয়ার বিপক্ষেও আশ্চর্যজনক ড্র করে তার দল।</p> <p>বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরব ১৪ নভেম্বর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপেক্ষে খেলবে। এর পাঁচদিন পর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি। </p>