<p style="text-align:justify">আইপিএলের নিলাম হবে চলতি মাসে। ইতিমধ্যেই নিয়ম অনুযায়ী রিটেনশনের কাজ সেরে ফেলেছে সব দল। আগামী সিজনের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রিটেনশন করেনি তাদের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে। ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে বেঙ্গালুরু।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধবলধোলাইয়ের পর ‘বিশেষ ক্ষমতা’ হারাচ্ছেন গম্ভীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730701079-3691a7e4b64aa6228ad0fb141f32bfd7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধবলধোলাইয়ের পর ‘বিশেষ ক্ষমতা’ হারাচ্ছেন গম্ভীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/04/1442588" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তবে ডুপ্লেসিকে না রাখলেও বিরাট কোহলিকে ঠিকই ধরে রেখেছে বেঙ্গালুরু। দলটিতে গত মৌসুমে ১৫ কোটি রুপি পেতেন কোহলি। এবার তাকে দেওয়া হবে ২১ কোটি। সাথে পেতে পারেন বেঙ্গালুরুর অধিনায়কত্বও। </p> <p style="text-align:justify">এত দিন অধিনায়কের বিষয়ে কিছুই জানায়নি বেঙ্গালুরু। তবে কোহলির অধিনায়ক হওয়ার ব্যাপারে জল্পনা বাড়িয়ে দিলেন বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। এ প্রসঙ্গে বোবাট বলেন, “আমরা অধিনায়ক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। কোহলি আবার অধিনায়ক হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে পারব না। আমরা বিকল্প খোলা রাখছি। এ কথা স্পষ্ট যে আমরা ডুপ্লেসিকে রাখছি না। আমরা নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। তার পরেই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেব।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাবার ক্লাবে প্রথম গোল বন্যার্তদের উৎসর্গ করলেন সিমিওনের ছেলে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730696117-609adbbdf726c354ad90f2833b2ddc5d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাবার ক্লাবে প্রথম গোল বন্যার্তদের উৎসর্গ করলেন সিমিওনের ছেলে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/04/1442569" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কোহলিকে অধিনায়ক ঘোষণা না করলেও তিনি যে অধিনায়ক হবেন না, তা-ও বলেননি বোবাট। এ ছাড়া  শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত ও লোকেশ রাহুল এই তিনজনের মধ্যে যে কাউকে অধিনায়ক হিসাবে ভাবতে পারে তারা।</p> <p style="text-align:justify">২০২১ সালে নিজেই বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। সে বার ডুপ্লেসিকেঅধিনায়ক করে দলটি। গত তিন বছর তিনিই অধিনায়ক ছিলেন। কিন্তু বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনিও।</p>