রভম্যান পাওয়েলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাই হোপ। পাওয়েলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ব্রাভো এক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, আবারও তোমরা ক্যারিবিয়ান জনগণ এবং ক্রিকেট বিশ্বের কাছে প্রমাণ করে দিলে যে, খেলোয়াড়দের প্রতি অবিচার চলছেই! একজন সাবেক খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভক্ত হিসেবে আমি মনে করি, অনায়াসে আমাদের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি এটি।
’
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় নিকোলাস পুরানকে। ২০২৩ সালের মে মাসে পাওয়েলকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিল তারা। সেখান থেকে ক্রমশই ওয়েস্ট ইন্ডিজকে সামনে এগিয়ে নিয়ে গেছেন পাওয়েল।
ব্রাভো বলেন, ‘যখন আমাদের টি-টোয়েন্টি দল র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিল, তখন পাওয়াল অধিনায়কত্ব নিয়েছিল এবং সেখান থেকে সে তিন নম্বরে তুলে এনেছিল, আর তোমরা এভাবেই তাকে প্রতিদান দিলে। খেলোয়াড়দের প্রতি খারাপ আচরণ কখন বন্ধ হবে! এটা খুবই দুঃখজনক.. দয়া করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন।’
রভম্যান পাওয়েলের নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ডিসেম্বরে অবশ্য ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
সেই সিরিজের কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরই পাওয়েলের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।