ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল
ফিফটির পর ব্যাট উঁচিয়ে হৃদয়। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

শিরোপ ধরে রাখার মিশনে বিপিএলে দুর্দান্তভাবে ছুটছে ফরচুন বরিশাল। সেই ধারাবাহিকতায় আজ টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল। প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরারও সুযোগ পাচ্ছে তারা।

আজ হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে চিটাগাংয়েরও।

তার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী ৫ ফেব্রুয়ারি মেহেদি হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল।

ফাইনালে উঠতে মিরপুরে ১৫০ রানের লক্ষ্য পেয়েছিল বরিশাল। ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম।

তাওহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে ৪ চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৬ বল হাতে রেখে পাওয়া জয়ের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।

জয়ে হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়েন। মালান ২ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে চিটাগাংকে বড় সংগ্রহ গড়তে দেননি বরিশালের পেসার মোহাম্মদ আলি।

বিপিএলের অভিষেকে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি পাকিস্তানি পেসার। অথচ, স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। শেষ ৪ উইকেট ৭ রানে হারায় চিটাগাং।

চিটাগাংয়ের শেষ ৪ উইকেটই নিয়েছেন আলি। এতে গড়েছেন অনন্য রেকর্ড। বিপিএলের ইতিহাসে এক ওভারে আর কোনো বোলার ৪ উইকেট নেননি। চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি।

মন্তব্য

সম্পর্কিত খবর

১২ নম্বরে ১৩ রান করে বিশ্বরেকর্ড পাকিস্তানি স্পিনারের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১২ নম্বরে ১৩ রান করে বিশ্বরেকর্ড পাকিস্তানি স্পিনারের
বিশ্বরেকর্ড গড়েছেন মুকিম। ছবি : ক্রিকইনফো

হ্যামিল্টনে পাকিস্তানের ওয়ানডে সিরিজ হারানোর ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন সুফিয়ান মুকিম। ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের চায়নাম্যান স্পিনার। 

তিন সংস্করণ মিলিয়ে ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করেছেন মুকিম। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ইনিংসটি খেলেই ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন ২৫ বছর বয়সী স্পিনার।

তার আগে আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। এত দিন অপরাজিত ৪ রান নিয়ে কীর্তির মালিক ছিলেন জহির খান। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে এই কীর্তি গড়েন আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার।

আরো পড়ুন
রিয়ালকে ফাইনালে তুলেই আদালতে কেন ছুটলেন আনচেলত্তি

রিয়ালকে ফাইনালে তুলেই আদালতে কেন ছুটলেন আনচেলত্তি

 

২০১৯ সালের আগে ১১ জনের খেলায় একজন ব্যাটার ১২ নম্বরে ব্যাটিং করবেন এটা কল্পনাতীত ছিল।

তবে ওই বছর কনকাশন সাবের নিয়ম চালু হওয়ায় এমন অকল্পনীয় ঘটনাই এখন বাস্তবে দেখা যায়। ১২ নম্বরে ব্যাটিং করা প্রথম ব্যাটার হচ্ছেন শ্যানন গ্যাব্রিয়েল। ভারতের পেসার জাসপ্রীত বুমরাহর বলে ড্যারেন ব্রাভো মাথায় আঘাত পেলে কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন  জার্মেইন ব্ল্যাকউড। আর তাতে শেষ ব্যাটার হিসেবে ১১ নম্বরের পরিবর্তে ১২ নম্বরে নামতে হয় ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্যাব্রিয়েলকে।

আরো পড়ুন
টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

 

সব মিলিয়ে ক্রিকেট এমন ঘটনা ১০ টি রয়েছে। যার মধ্যে ৭ জন ব্যাটারই ১২ নম্বরে নেমে রানের খাতা খুলতে পারেননি। মুকিম-জহির বাদে আর যিনি এই পজিশনে রান করতে পেরেছেন তিনি হলেন ফজলহক ফারুকি। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজিত ১ রান করা আফগানিস্তানের বাঁহাতি পেসার আবার ১২ নম্বরে রান পাওয়া প্রথম ব্যাটারও।

আজ ওয়ানডে সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউই পেসার উইলিয়াম ও’রুকির বলে মাথায় আঘাত পান হারিস রউফ।

পরে পাকিস্তানের পেসারের বদলি নামেন নাসিম শাহ। ব্যাটিং দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রানের ইনিংসও খেলেছেন তিনি। তার মতো যদি ফাহিম আশরাফ (৭৩) ফিফটি না করতেন তাহলে পরাজয়ের ব্যবধানটা ৮৪ হতো না আরো বড় হতো। কেননা ৭২ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে পরে ২০৮ রানের সংগ্রহ এনে দিয়েছেন তারা। তিন ম্যাচের শেষ ওয়ানডে আগামী ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়েতে।

মন্তব্য

রিয়ালকে ফাইনালে তুলেই আদালতে কেন ছুটলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রিয়ালকে ফাইনালে তুলেই আদালতে কেন ছুটলেন আনচেলত্তি
আদালতে সাক্ষ্য দিতে হাজি হন আনচেলত্তি। ছবি : এএফপি

রোমাঞ্চকর ড্রয়ে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের ফাইনালে তুলেই আদালতে ছুটতে হয়েছে কার্লো আনচেলত্তিকে। কর ফাঁকির জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা হওয়ায় মাদ্রিদের প্রাদেশিক কোর্টে সাক্ষ্য দিতে ইতালিয়ান কোচকে হাজির হতে হয়েছে।

স্পেনের আদালতকে সাক্ষ্য দেওয়ার সময় আনচেলত্তি জানিয়েছেন, জালিয়াতির কথা কখনোই চিন্তা করেননি তিনি। ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমার জন্য সব কিছু ঠিক ছিল।

আমি ভেবেছিলাম সব কিছুই স্বাভাবিক ছিল। কেননা সব সময় দেখেছি সব খেলোয়াড় এবং পূর্বের কোচদের ক্ষেত্রেও একই হয়েছে। খেলোয়াড়দের ইমেজ স্বত্ব বিক্রি হলেও কোচদের ক্ষেত্রে হয় না। তারা এটা বিক্রি করেন না।

আরো পড়ুন
টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

 

আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ থাকার সময় বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছেন তিনি। মূল বেতন থেকে দিলেও ইমেজ স্বত্বর কর দেননি রিয়াল কোচ। এ জন্য ৬৫ বছর বয়সী কোচের শাস্তি ৪ বছর ৯ মাস চেয়েছেন প্রসিকিউটররা। সঙ্গে আদালতের কাছে বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকার বেশি জরিমানার আবেদনও করেন তারা।

 

শুধু আনচেলত্তি নন, সাম্প্রতিক সময়ে অনেক জনপ্রিয় খেলোয়াড় ও কোচদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়েছে। ২০১৭ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড লিওনেল মেসি বাংলাদেশি মুদ্রায় ৩ কোটির বেশি জরিমানা দিয়ে মুক্তি পান। সে সময় ২১ মাসের কারাদণ্ড হয়েছিল আর্জেন্টিনার অধিনায়কের। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ২০১৯ সালে বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়। এ ছাড়া রিয়ালের সাবেক ম্যানেজার জোসে মরিনহোকেও বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়।

গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে রিয়াল। প্রথম লেগে ১-০ গোলের জয় পাওয়ায়, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনালে ওঠেছে লস ব্ল্যাংকোসরা।

মন্তব্য

টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার
টি-টোয়েন্টি বোলিং রাজত্বের নতুন রাজা কিউই পেসার ডাফি। ছবি : ক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগুনে বোলিং করেন জ্যাকব ডাফি। তার অবিশ্বাস্য পারফরম্যান্স ও টিম সেইফার্টের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারায় নিউজিল্যান্ড। 

পাঁচ ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়েও অবশ্য সতীর্থ সেইফার্টের কাছে সিরিজ সেরার পুরস্কার হারিয়েছেন ডাফি। তবে এবার আইসিসির কাছ থেকে বড় সুখবরই পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো টি-টোয়েন্টির শীর্ষ বোলার হয়েছেন ৩০ বছর বয়সী পেসার। এতে নতুন রাজা পেল সংক্ষিপ্ত সংস্করণ।

দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পাওয়া ডাফির বর্তমানে রেটিং ৭২৩। শীর্ষে উঠতে এগিয়েছেন চার ধাপ।

তাকে জায়গা দিতে চূড়া থেকে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। শুধু আকিল নন, এক ধাপ করে ধারাবাহিকভাবে নেমে গেছেন বরুণ চক্রবর্তী, আদিল রশিদ, হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা। বাংলাদেশের হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। ১৯ নম্বরে থাকা লেগস্পিনার রিশাদের বিপরীতে ১৫ নম্বরে আছেন পেসার তাসকিন।

২০১৮ সালের পর আবারো নিউজিল্যান্ডের কোনো বোলার যেকোনো সংস্করণে শীর্ষে উঠল। ডাফির আগে যিনি শীর্ষে ছিলেন সেই ইশ সোধিও অবশ্য টি-টোয়েন্টিতেই ছিলেন। পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সিরিজে ডাফির মতো তিনিও সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন। যার পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন কিইউ লেগস্পিনার।

সুখবর পেয়েছেন সিরিজ সেরা সেইফার্টও।

২৪৯ রানের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন ওপেনার। ৭০৮ রেটিংধারী ব্যাটারের উন্নতি হয়েছে ৫ ধাপ। বর্তমানে ৮ নম্বরে আছেন ৩০ বছর বয়সী ব্যাটার। তাকে জায়গা দিতে এক ধাপ নিচে নেমেছেন বাবর আজ। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। যথারীতি ৮৫৬ রেটিং নিয়ে চূড়ায় আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। 

সেইফার্টের দুই সতীর্থ ফিন অ্যালেন ও জিমি নিশামেরও উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে জায়গা পাওয়া অ্যালেনের বিপরীতে ১৪ ধাপ উন্নতি হওয়া নিশাম আছেন ৩০ নম্বরে। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ ১৮ নম্বরে কোনো রদবদল নেই। ২৫২ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

মন্তব্য

পাওয়েলকে সরানো ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত, বললেন ব্রাভো

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পাওয়েলকে সরানো ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত, বললেন ব্রাভো
রভম্যান পাওয়েল।

রভম্যান পাওয়েলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাই হোপ। পাওয়েলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ব্রাভো এক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, আবারও তোমরা ক্যারিবিয়ান জনগণ এবং ক্রিকেট বিশ্বের কাছে প্রমাণ করে দিলে যে, খেলোয়াড়দের প্রতি অবিচার চলছেই! একজন সাবেক খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভক্ত হিসেবে আমি মনে করি, অনায়াসে আমাদের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি এটি।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় নিকোলাস পুরানকে। ২০২৩ সালের মে মাসে পাওয়েলকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিল তারা। সেখান থেকে ক্রমশই ওয়েস্ট ইন্ডিজকে সামনে এগিয়ে নিয়ে গেছেন পাওয়েল।

 

ব্রাভো বলেন, ‘যখন আমাদের টি-টোয়েন্টি দল র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিল, তখন পাওয়াল অধিনায়কত্ব নিয়েছিল এবং সেখান থেকে সে তিন নম্বরে তুলে এনেছিল, আর তোমরা এভাবেই তাকে প্রতিদান দিলে। খেলোয়াড়দের প্রতি খারাপ আচরণ কখন বন্ধ হবে! এটা খুবই দুঃখজনক.. দয়া করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন।’

রভম্যান পাওয়েলের নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ডিসেম্বরে অবশ্য ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

সেই সিরিজের কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরই পাওয়েলের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

মন্তব্য

সর্বশেষ সংবাদ