কথায় আছে- যত গর্জে তত বর্ষে না। বাংলাদেশ দলও এই প্রবাদের মতোই। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন তারা।
কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ভিন্ন চিত্র দেখা গেল।
কথায় আছে- যত গর্জে তত বর্ষে না। বাংলাদেশ দলও এই প্রবাদের মতোই। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন তারা।
কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ভিন্ন চিত্র দেখা গেল।
২৩ বল হাতে রেখে পাওয়া জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের সঙ্গী হয়েছে ভারত। টানা দুই ম্যাচে জয় পাওয়া দল দুটির মধ্যে কারা গ্রুপ সেরা হবে তা নিশ্চিত হবে নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে।
বাঁচা-মরার ম্যাচে বোলিং ইনিংসের শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভার মেডেনসহ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ১৫ রানে আরেকবার উদযাপনের উপলক্ষ্য এনে দেন আরেক পেসার নাহিদ রানা। কিন্তু এরপরের গল্প শুধুই হতাশার।
বাংলাদেশকে সেই হতাশাটা ‘উপহার’ দেন রাচিন রবীন্দ্র। দুর্দান্ত এক সেঞ্চুরি করে শান্ত-মুশফিকুর রহিমদের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেন বাঁহাতি ব্যাটার। ২৩৭ রানের লক্ষ্য তাড়ার শুরুটা তিনি করেন ওপেনার ডেভন কনওয়েকে নিয়ে। তৃতীয় উইকেটে কনওয়ের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে। ৩০ রানে সতীর্থ বিদায় নিলে ম্যাচ জয়ের কাজটা শেষ করেন টম লাথামকে নিয়ে।
তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রাচিন। তার বিদায়ে ১২৯ রানের অসাধারণ জুটি যায় ভেঙে। কিউইদের জয় যখন ৩৬ রান দূরে ঠিক তখনই ১১২ রানে আউট হন ২৫ বছর বয়সী ব্যাটার। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি সাজান ১২ চার ও ১ ছক্কায়।
রাচিনের মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি লাথামও। আজ ৫৫ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা উইকেটরক্ষক ব্যাটার। ১৪ রানের মধ্যে দুই সেট ব্যাটার ফিরলেও সহজ জয় পেতে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের। জয়ের বাকি কাজটুকু সারেন গ্লেন ফিলিপস (২১) এবং মিচেল ব্রেসওয়েল (১১)।
এর আগে টস হেরে শান্তর ফিফটিতে ৯ উইকেটে ২৩৬ রান করেছিল বাংলাদেশ। অধিনায়কের ৭৭ রানের বিপরীতে ৪৫ রান করেছিলেন জাকের আলি অনিক। বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ব্রেসওয়েল।
সম্পর্কিত খবর
টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। তার এমন ঘোষণায় ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ সংস্করণের আর্মব্যান্ড অন্যের বাহুতে জায়গা পেতে যাচ্ছে। অন্যদিকে রোভম্যান পাওয়েলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
আজ এক বিবৃতি দিয়ে রোভম্যানকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিডব্লিউআই।
তবে টেস্ট দলের অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ।
দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাথওয়েট। আর দুই ম্যাচ খেললেই টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন তিনি। এমন কীর্তির সামনেই কিনা অধিনায়কত্ব ছাড়লেন তিনি। তার অধীনে ৩৯ টেস্ট খেলেছে ক্যারিবিয়ানরা। এ সময় ১০ জয়ের বিপরীতে হেরেছে ২২ ম্যাচ।
শুধু স্বপ্নই পূরণ করেননি, স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে রেকর্ড গড়ার পথেও আছেন কিলিয়ান এমবাপ্পে। শুরুতে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া ফরোয়ার্ডই এখন লস ব্ল্যাংকোসদের মধ্যেমণি। অভিষেক মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।
বর্তমানে সব মিলিয়ে ৩৩ গোল করে স্বপ্নের নায়ককের কীর্তি ছুঁয়েছেন এমবাপ্পে।
বর্তমানে ৩৭ গোল নিয়ে শীর্ষে আছেন ইভান জামোরানো। ১৯৯২-৯৩ মৌসুমে রিয়ালের হয়ে অভিষেকে এই রেকর্ড গড়েন চিলির সাবেক স্ট্রাইকার।
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদের সঙ্গে লা লিগায় ত্রিমুখী লড়াইয়ের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের মতো মেজর টুর্নামেন্টে শিরোপার জয়ের দিকে ছুটছে রিয়াল। আগামীকাল রাতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে জিততে পারলে কোপা দেলরের ফাইনালেও উঠবে লস ব্ল্যাংকোসরা। প্রথম লেগে ১-০ গোলে এগিয়েও রয়েছে।
সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নামার আগে কোচ কার্লো আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল এমবাপ্পেকে কি রোনালদোর মতো কিংবদন্তি হতে পারেন রিয়ালে। উত্তরে পারবেন বলেই জানিয়েছেন তিনি। ইতালিয়ান কোচ বলেছেন, ‘এই মুহূর্তে বলাটা কঠিন হলেও আমি চাই রোনালদোর মতো পদচিহ্ণ রাখতে লম্বা সময় রিয়ালের হয়ে খেলুক এমবাপ্পে। আর অবশ্যই তার সেই গুণ রয়েছে।
পেপ গার্দিওলা ২০১৬ সালে কোচ হয়ে আসার পর সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। এ জন্য নানা সমালোচনা শুনতে হচ্ছে কোচ-খেলোয়াড়দের। এতটাই যে নিজেদের বয়স নিয়েও সমালোচনা শুনতে হচ্ছে খেলোয়াড়দের।
গতকাল এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর যখন এমন সমালোচনা শুনলেন বার্নার্দো সিলভা তখন কঠোর জবাবই দিয়েছেন তিনি।
যারা এমন সমালোচনা করেন তারা কোনো দিন ফুটবল খেলেননি বলে জানান সিলভা। তিনি বলেছেন, ‘সর্বশেষ ৮ মৌসুমে ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছি। আর চার মাস খারাপ যাওয়াতেই আমরা বয়স্ক হয়ে গেলাম? যারা এমনটা বলে তারা খেলাটা বোঝে না কিংবা কখনো খেলেনি।
গতকাল বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তমবারের মতো এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও লিগ ও চ্যাম্পিয়নস লিগে থেকে ছিটকে গেছে। সেই সঙ্গে শঙ্কা জেগেছে আগামী চ্যাম্পিয়নস লিগে সিটিজেনদের সুযোগ হবে কি না। অন্যরা শঙ্কিত হলেও দল সুযোগ পাবে বলে জানিয়েছেন সিলভা। সমালোচনাকারীদের ভুল প্রমাণ করাতে চান জানিয়ে মিডফিল্ডার বলেছেন, ‘তাদের ভুল করতে যাচ্ছি।
জিতলেই সেঞ্চুরি হতো নোভাক জোকোভিচের। কিন্তু সার্বিয়ান তারকাকে তা হতে দিলেন না জ্যাকুব মেনসিক। মায়ামি ওপেনের ফাইনালে ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৪) গেমে জিতে প্রথমবারের মতো পেশাদার ক্যারিয়ারের কোনো শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের উদীয়মান তারকা।
এতে জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের (১০৩) শততম শিরোপার পাশে বসা হলো না জোকোভিচের।
শুধু শিরোপা সংখ্যায় নয়, জোকোভিচের চেয়ে অভিজ্ঞতা, বয়স সবকিছু মিলিয়েই ঢের পিছিয়ে ছিলেন মেনসিক। তবে কোর্টের খেলায় ঠিকই বাজিমাত করলেন তিনি। ৩৭ বছর বয়সী কিংবদন্তিকে হারিয়ে দিলেন ১৯ বছর বয়সী চেক প্রতাজন্ত্রের উঠতি তারকা।
জোকোভিচের মতো কিংবদন্তিকে হারিয়ে তাই ভাষা হারিয়ে ফেলেছেন মেনসিক। জীবনের সবচেয়ে বড় দিন উল্লেখ করে তিনি বলেছেন, ‘সত্যি বলতে জানি না, কি বলা উচিৎ। অনুভূতিটা অবিশ্বাস্য। আমার জীবনের সবচেয়ে বড় দিন।
ম্যাচ হেরে অজুহাতকে ঢাল হিসেবে নিলেন না জোকোভিচ। চাইলে নিজের অসুস্থতাকে নিতে পারতেন। কেননা ম্যাচের আগে চোখের সমস্যায় ভুগেছেন।
তবে সবকিছুকে বাইরে রেখে মেনসিককে অভিনন্দন জানিয়েছেন জোকোভিচ। তিনি বলেছেন, ‘আমার জন্য দুর্ভাগ্যের। দুটি টাইব্রেকস, বৃষ্টি বিলম্ব-সবকিছু মিলে অদ্ভূত এক ম্যাচ। সত্যি বলতে কোর্টে ছন্দে ছিলাম না। তাই এসব নিয়ে কথা বলতে চাই না। তাকে অভিনন্দন জানাচ্ছি। এতটুকুই। হারার কারণ হিসেবে আমি চাই না এসবকে অজুহাত হিসেবে সামনে আনতে।’