টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছে ভারত। তার জন্য অবশ্য ২৬৫ রানের লক্ষ্যটা পেরোতে হবে তাদের। আজ প্রথম সেমিফাইনালে ভারতকে এই দিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে আজ দুবাইয়ে দারুণ এক স্মৃতি নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া।
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছে ভারত। তার জন্য অবশ্য ২৬৫ রানের লক্ষ্যটা পেরোতে হবে তাদের। আজ প্রথম সেমিফাইনালে ভারতকে এই দিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে আজ দুবাইয়ে দারুণ এক স্মৃতি নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া।
ওপেনিং সঙ্গীকে হারালেও রুদ্রমূর্তি দেখানো শুরু করছিলেন ট্রাভিস হেড।
তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই দলের হাল ধরেন স্মিথ। দুইবার জীবন পেয়ে আউট হওয়ার আগে খেলেছেন ৭৩ রানের ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়। শেষ দিকে ৬১ রানের ইনিংস খেলে দলকে ২৬৪ রানের সংগ্রহ এনে দিয়েছেন অ্যালেক্স ক্যারি।
সম্পর্কিত খবর
প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু চোটের কারণে মাঠে নামা হয়নি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। পাকিস্তানে গিয়েও অনুশীলনে আঙুলে চোট পেয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন লিটন।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘অস্ট্রেলিয়ান পাওয়ারহাউস বেন ম্যাকডারমট করাচি কিংসে লিটন দাসের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।’
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন বেন ম্যাকডারমট।
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আজ খেলতে নামছে গুজরাট টাইটান্স। তার আগেই বড় ধাক্কা খেল পিয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। কুঁচকির চোটে আইপিএল থেকে ছিটকে গেছেন দলটির কিউই তারকা গ্লেন ফিলিপস।
গত ৬ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের শুরুতেই বদলি ফিল্ডার হিসেবে মাঠ নামেন একাদশে সুযোগ না পাওয়া ফিলিপস।
আঘাত পাওয়ার এক সপ্তাহ পর গুজরাটের পক্ষ থেকে জানানো হয়েছে, কুঁচকিতে টান খাওয়ায় এবারের আইপিএলে আর দেখা যাবে না ফিলিপসকে।
আইপিএলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন।’
এর আগে গত ৩ এপ্রিল গুজরাটের আরেক বিদেশি ক্রিকেটার কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে যান।
এই মুহূর্তে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে গুজরাট।
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে আরো অন্তত এক বছর মেজর লিগ সকারে (এমএলএস) দেখা যেতে পারে। ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন বলে জানা গেছে।
মায়ামির সঙ্গে ৩৭ বছর বয়সী এই বিশ্বকাপজয়ীর বিদ্যমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা থাকলেও, দি অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মেসি চুক্তি নবায়ন করতে পারেন। শিগগিরই একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তিনি।
২০২৩ সালে ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমেরিকান ফুটবলে নতুন উদ্দীপনা এনেছেন। তার সঙ্গে সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ এই দলে খেলেন। যা এমএলএস-এর জনপ্রিয়তা বাড়িয়েছে।
এবারের পিএসএলের ড্রাফট থেকে লিটন দাসকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে পুরো আসরে খেলার অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই সুবাদে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন।
অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন,‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন।
‘দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি।
আজ ১২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে করাচি কিংসের এবারের পিএসএল মিশন।