ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য মুশফিককে বিসিবির শুভেচ্ছাবার্তা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য মুশফিককে বিসিবির শুভেচ্ছাবার্তা
মুশফিকুর রহিম। ছবি : কালের কণ্ঠ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার পর মুশফিকুর রহিমকে তার অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দশক ধরে বাংলাদেশের ওডিআই ক্রিকেটে অসাধারণ সেবা প্রদানের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিসিবি।

বিসিবি মুশফিকুর রহিমের অবিশ্বাস্য নিষ্ঠা, আবেগ এবং পেশাদারিত্বের প্রশংসা করে জানিয়েছে, ব্যাট ও উইকেটের পিছনে তার পারফরম্যান্স বাংলাদেশের ওডিআই ক্রিকেটের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকুরের প্রশংসা করে বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা এবং অদম্য সংকল্প এমন উদাহরণ হিসেবে থাকবে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশের সেরা ওডিআই মুহূর্তগুলোর কথা বলতে গেলে তার নাম সবসময় উজ্জ্বল থাকবে। ১৯ বছর ধরে সর্বোচ্চ স্তরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং চরিত্রের কথা বলে।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে তার এখনও ক্রিকেটে দেওয়ার অনেক কিছু আছে, এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে নতুন মানদণ্ড স্থাপন দেখতে আগ্রহী।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ (২৭৪) খেলার রেকর্ড মুশফিকের।

৭,৭৯৫ রান নিয়ে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। উিইকেটের পিছনে নিয়েছেন ২৪৩টি ক্যাচ এবং করেছেন ৫৬টি স্টাম্পিং। তিনি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল উইকেটকিপার। ৩৭টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন।
খেলেছেন পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অনেক সময় সেরাটাও জয়ের জন্য যথেষ্ট নয়—রাহানে-রাসেলদের শাহরুখের বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অনেক সময় সেরাটাও জয়ের জন্য যথেষ্ট নয়—রাহানে-রাসেলদের শাহরুখের বার্তা
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

আইপিএলের শিরোপা ধরে রাখার মিশনে খেলছে কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচের বিপরীতে ৩ টিতেই পরাজয় দেখেছে তারা। সর্বশেষ হারটি দেখেছে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে।

ঘরের মাঠ ইডেন গার্ডেনসে জয়ের একদম কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কলকাতাকে। ২৩৯ রানের বড় লক্ষ্যে তাড়া করতে নেমে ৪ রানের পরাজয় দেখেছে তারা। দলের এমন পরাজয়ে ক্রিকেটাররা তো অবশ্যই কষ্ট পেয়েছেন মালিক শাহরুখ খানও। তাই ম্যাচ শেষে ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়েছেন বলিউড বাদশা।

আরো পড়ুন
শরীফুলের ক্যারিয়ারসেরা বোলিং, ব্যাট হাসছেই বিজয়ের

শরীফুলের ক্যারিয়ারসেরা বোলিং, ব্যাট হাসছেই বিজয়ের

 

শাহরুখের বার্তা ক্রিকেটারদের পড়ে শুনিয়েছেন কলকাতার সিইও বেঙ্কি মাইসোর। কিং খান বলেছেন, ‘হারটা দুঃখজনক। আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে অনেক ইতিবাচক দিক রয়েছে।

আমরা লড়াই করতে পারি এবং বড় রান তুলতে পারি। অনেক সময় আমাদের সেরাটাও জয়ের জন্য যথেষ্ট নয়। আমার মনে হয় এই দিনটা তেমনই একটা।’

হারকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে বলে ক্রিকেটারদের এমন বার্তাও দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘আমরা মাত্র একটা শট দূরে থেমেছি।

একটা বল দূরে থেমেছি। এই হারকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে আমাদের। অভিজ্ঞতা থেকে বলছি, বিপদে পড়লে দলের সংহতি বাড়ে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

শরীফুলের ক্যারিয়ারসেরা বোলিং, ব্যাট হাসছেই বিজয়ের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শরীফুলের ক্যারিয়ারসেরা বোলিং, ব্যাট হাসছেই বিজয়ের
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন শরীফুল। ছবি : কালের কণ্ঠ

লিস্ট ‘এ’ ক্রিকেটে কখনোই ৫ উইকেট পাওয়া হয়নি শরীফুল ইসলামের। আজ সেই অপেক্ষা ফুরাল। বাঁহাতি পেসারের অপেক্ষা শেষের দিন হ্যাটট্রিক জয় পেয়েছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ।

মিরপুরে শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি আইনে ১০ রানের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়ের জোড়া ফিফটিতে ২৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। বাঁহাতি ব্যাটার সৌম্যর সর্বোচ্চ ৮০ রানের বিপরীতে ৫৯ রান করেন জয়।

পরে বৃষ্টি আসলে ৪৮.৪ ওভারে ব্রাদার্স লক্ষ্য  দাঁড়ায় ২৭১ রান। প্রতিপক্ষ রান তাড়া করতে নামলে শুরুতেই ধাক্কা দেন শরীফুল।

ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে বিশাল চৌধুরী (০) ও মিজানুর রহমানকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। হ্যাটট্রিক করতে না পারলেও পরে ৬ উইকেট নিয়ে জয়ের নায়ক তিনিই হন।

কেননা ৯ রানে ২ উইকেট হারানো ব্রাদার্স পরে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল। তবে মাঝে আবারও একের পর এক উইকেট তুলে নিয়ে রূপগঞ্জকে জয় এনে দেন শরীফুল।

অন্যথা মাফুজুল ইসলাম রবিন (৭৬) আর দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলা আইচ মোল্লা (৪৭) ও মাইশুকুর রহমানের (৪৬) ব্যাটে জয়ই দেখছিল ব্রাদার্স। ৪০ রানে ৬ ‍উইকেট নিয়ে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন শরীফুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি পেসারের আগের সেরা বোলিং ছিল ১৪ রানে ৪ উইকেট।

বিজয়ের ব্যাটে জয়ে ফিরেছে গাজী গ্রুপ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) দুর্দান্ত ছন্দে আছেন এনামুল হক বিজয়। ১০ ইনিংসের ছয়টিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

যার মধ্যে আছে দুটি সেঞ্চুরিও। তার এমন ব্যাটিং পারফরম্যান্সে পয়েন্ট তালিকার তিনে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সও হাসছে।

আজ অবশ্য এক ম্যাচ পর ১৭০ রানের বড় ব্যবধানে জয়ে ফিরেছে গাজী গ্রুপ। বিকেএসপির তিন নম্বর মাঠে বিশাল ব্যবধানের জয়টি পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৩২ রানের বেশি করতে পারেনি পারটেক্স। এর মধ্যে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আদিল। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে দুটি করে উইকেট নিয়েছেন শামিম মিয়া-ওয়াসি সিদ্দিকী-তোফায়েল আহমেদ।

ম্যাচসেরা শামীম বল হাতে ২ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতেও ফিফটি করেছেন (৫৩)। তার মতো ফিফটি করেছেন সাব্বির হোসেন ও বিজয়। সাব্বিরের অপরাজিত ৬৪ রানের বিপরীতে দলের সর্বোচ্চ ৭৮ রান করেছেন বিজয়। তিনজনের ফিফটিতে ৭ উইকেটে ৩০২ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। সর্বোচ্চ ইনিংসটি খেলার পথে এবারের ডিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৬০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন গাজী গ্রুপের অধিনায়ক বিজয়। বর্তমানে তার রান ৬১৮।

সোহানের ৩ রানের আক্ষেপ

বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করতে না চাইলে এবারের ডিপিএলে তৃতীয় সেঞ্চুরিটা সহজেই পেতে পারতেন নুরুল হাসান সোহান। কেননা ব্যক্তিগত ৯৭ রানে যখন আউট হলেন তখন দলের জয় পেতে ২৩ রান প্রয়োজন ছিল। কিন্তু নুহেল সানদিদের বলে উচ্চাভিলাষী পুল শট হাঁকাতে গিয়ে বদলি ফিল্ডার মাহমুদুল হাসানের হাতে ধরা পড়েন।

এতে তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সোহানকে। অধিনায়কের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও টানা ৪ হারের পর জয়ে ফিরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৫ উইকেটের জয়টি এসেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সোহানের দুর্দান্ত ইনিংসের আগে দলকে দারুণ শুরু এনে দেন টপ অর্ডার ব্যাটার। দুই ওপেনার আজমির আহমেদ (৪০) ও হাবিবুর রহমান (৩৩) প্রথম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। তিনে নেমে ৪৭ রানের ইনিংস খেলেন টপ অর্ডারের আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও। 

আর শেষ দিকে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ধানমন্ডিকে জয়ে ফেরান ইয়াসির আলি রাব্বি। এর আগে নাসির হোসেন (৭৭) ও আসাদুল্লা আল গালিবের (৬৫) জোড়া ফিফটিতে ২৮১ রানের লক্ষ্য দিয়েছিল রূপগঞ্জ টাইগার্স। তিন শ ছুঁই ছুঁই লক্ষ্য দিয়েও সোহানদের দারুণ ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি রূপগঞ্জ টাইগার্সের।

প্রাসঙ্গিক
মন্তব্য

গোল ‘চুরি’ করে সতীর্থর কাছে ক্ষমা চাইলেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
গোল ‘চুরি’ করে সতীর্থর কাছে ক্ষমা চাইলেন রাফিনিয়া
সতীর্থ পাউ কুবারসির সঙ্গে হাই ফাইভ করছেন রাফিনিয়া। ছবি : এএফপি

ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে বরুশিয়া ডর্টমুন্ডকে নিয়ে গতকাল রাতে যেন ছেলেখেলাই খেলেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৪-০ ব্যবধানের জয়টা তেমনি ইঙ্গিত দেয়। সঙ্গে বল পজিশন, আক্রমণ সবকিছুতেই যোজন যোজন এগিয়ে ছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রথম লেগের বড় জয়ে সেমিফাইনালের পথটা যেন অনেকটা মসৃণই হয়েছে বার্সার।

ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে কম ব্যবধানে হারলেও শেষ চার নিশ্চিত হবে তাদের। তাতে ২০১৯ সালের পর আবারও সেমিতে খেলবে বার্সা। এমন স্বস্তির জয়ের শুরুটা করেছেন রাফিনিয়া। যদিও প্রথম গোল তার সতীর্থ পাউ কুবারসিরই হওয়ার কথা ছিল।
কিন্তু প্রতিপক্ষের গোললাইন পেরোনোর আগে শেষ মুহূর্তে পা লাগিয়ে গোলটা নিজের করে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অনেকেই তাই মজা করে বলছেন কুবারসির গোলটা ‘চুরি’ করেছেন রাফিনিয়া। তাই ম্যাচ শেষে গোলটা নিয়ে সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। তবে কি কারণে শেষ মুহূর্তে পা লাগিয়েছেন তার ব্যাখ্যাও দিয়েছেন ২৮ বছর বয়সী উইঙ্গার।

তিনি বলেছেন, ‘প্রথম গোলের সময় আমি অফসাইডে ছিলাম কি না তা নিয়ে একটু চিন্তায় ছিলাম। এটা ভালো যে পরে গোলই দিয়েছে। কুবারসির কাছে ক্ষমা চেয়েছি। সে অ্যাসিস্ট হিসেবেই গণনা করবে বলে আমাকে চিন্তা করতে মানা করেছে। ভেবেছিলাম বলটা বাইরে যাবে, তাই মুহূর্তের মধ্যেই সিদ্ধান্তটা নিয়ে নিই।

আরো পড়ুন
জ্যোতির পর ফাহিমা-সুমনার কীর্তিতে রেকর্ড জয় বাংলাদেশের

জ্যোতির পর ফাহিমা-সুমনার কীর্তিতে রেকর্ড জয় বাংলাদেশের

 

রাফিনিয়ার পর জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। আর ডর্টমুন্ডের জালে শেষ পেরেক মারেন আক্রমণভাগের আরেক সেনানী তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। গতকালের গোলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন রাফিনিয়া। ১২ গোল করা এই ফরোয়ার্ড সঙ্গে ৭ অ্যাসিস্ট করে লিওনেল মেসির একটি কীর্তিও স্পর্শ করেছেন। ২০১১-১২ মৌসুমে বার্সার হয়ে সমান ১৯ গোলে অবদান রেখেছিলেন মেসি। ৮বারের ব্যালন ডি’অর জয়ীকে অবশ্য ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন রাফিনিয়া।

দলের এমন জয়ে যারপরনাই খুশি রাফিনিয়া। তিনি বলেছেন, ‘শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে খেলাটা উপভোগ করি। মাঠে আমরা একে-অপরকে খুব ভালো করেই জানি। আর এটাই গুরুত্বপূর্ণ। ফল হিসেবে আমরা দারুণ কিছু অর্জন করছি এবং আশা করি, ধারাটা অব্যাহত রাখতে পারব।’

রাফিনিয়া-লেভানডফস্কিরা যে একে-অপরকে খুব ভালো করে চেনেন তার প্রমাণ বার্সার গোলসংখ্যাও দিচ্ছে। এ মৌসুমে এখন পর্যন্ত ৯৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ২১বার কমপক্ষে ৪ গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। মোট গোলের ৮২টি করেছেন আক্রমণভাগের ত্রিফলা- লেভা (৪০), রাফিনিয়া (২৮) ও ইয়ামাল (১৪)।

প্রাসঙ্গিক
মন্তব্য

জ্যোতির পর ফাহিমা-সুমনার কীর্তিতে রেকর্ড জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
জ্যোতির পর ফাহিমা-সুমনার কীর্তিতে রেকর্ড জয় বাংলাদেশের
নাহিদার সেলফিতে বাংলাদেশ দল। ছবি : বিসিবির এক্স থেকে

নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বিশ্বকাপ বাছাই পর্বে দাপট দেখাতে হবে বাংলাদেশকে। পাকিস্তানে শুরু হওয়া বাছাই পর্বে তার ঝাঁজও দেখানো শুরু করেছেন নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তারা।

থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে রেকর্ড সর্বোচ্চ জয়।

আগের সর্বোচ্চ ১৫৪ রানের ব্যবধানের জয়টি ছিল আয়ার‌ল্যান্ডের বিপক্ষে, ২০২৪ সালে।

লাহোরে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। প্রথম উইকেট ৩৮ রানের জুটি গড়ে। তবে বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার ঘূর্ণিতে মুহূর্তের মধ্যেই দিশাহারা হয়ে পড়ে প্রতিপক্ষরা।

দুজনের স্পিনবিষে ৯৩ রানেই অলআউট হয়। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন চানিদা সুত্তিরুয়াং। প্রতিপক্ষের উইকেট দুজনে ভাগাভাগি করে নেন। 

এতে প্রথমবারের মতো ক্যারিয়ারে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ফাহিমা ও সুমনা।

অফস্পিনার সুমনার ৭ রানের বিপরীতে ২১ রান খরচ করেছেন লেগস্পিনার ফাহিমা। ফাহিমার আগের ক্যারিয়ারসেরা বোলিং ছিল ৩৮ রানে ৩ উইকেট। অন্যদিকে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নেমে আজই প্রথমবারের মতো উইকেটও পেয়েছেন ৭ বছর পর এই সংস্করণে ম্যাচ খেলতে নামা সুমনা।

ফাহিমা-সুমনার কীর্তির আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। সেটিও আবার রেকর্ড গড়ে।

৭৮ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আগের রেকর্ডটি ছিল বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি পাওয়া ফারজানা হক পিংকির। ২০২৩ সালে ১৫৬ বলে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৮০ বলে ১০১ রানের ইনিংসটি সাজান ১৫ চার ও ১ ছক্কায়। 

জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ থেকে গেছে শারমিনের। ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হয়নি তার। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৫৩ রানের ইনিংস খেলেছেন ফারজানাও। এতে জ্যোতির সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আগের সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২৪ সালে মিরপুরে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ