ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

২২ মার্চ থেকে ভারতে বিদেশি যাত্রীবাহী বিমান অবতরণ নিষিদ্ধ

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
২২ মার্চ থেকে ভারতে বিদেশি যাত্রীবাহী বিমান অবতরণ নিষিদ্ধ

আগামী ২২ মার্চ থেকে ভারতে বাণিজ্যিক ভিত্তিতে চলাচলকারী বিদেশি যাত্রীবাহী বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই দিন থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় থাকবে।

বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ভারতে প্রতি সপ্তাহে বিদেশি যাত্রীবাহী ৩০০ বিমান আসে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নেপালে যে কারণে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি বাড়ছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নেপালে যে কারণে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি বাড়ছে
ছবিসূত্র : এএফপি

নেপালে প্রায় দুই দশক আগে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে প্রতিষ্ঠা করা হয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র কিন্তু অর্থনৈতিক উন্নতির যে স্বপ্ন দেখিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। এই পরিস্থিতিতে ‘হিমালয়কন্যা’ খ্যাত দেশটিতে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ বাড়ছে।

গত মাসে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রাজধানী কাঠমাণ্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। পুলিশ এতে বাধা দেয়।

ফলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে দুজন নিহত হয়। শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

তবে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালে বিক্ষোভের ঘটনা এবারই প্রথম নয়।

গত দুই দশকে এই দাবিতে অনেকবার বিক্ষোভ হয়েছে। তবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতির কারণে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি দেশটির জনগণের হতাশা বাড়ছে। পাশাপাশি প্রজাতন্ত্র নিয়ে আগ্রহ কমছে।

অন্যদিকে রাজতন্ত্রের সমর্থনে সাম্প্রতিক বিক্ষোভগুলোতে মানুষের অংশগ্রহণ বেড়েছে।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের পার্লামেন্টে ২০০৮ সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তখন দেশটিতে এক দশক ধরে চলা গৃহযুদ্ধ শেষ করার জন্য একটি শান্তিচুক্তি হয়, যে গৃহযুদ্ধে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল, মূলত সেই শান্তিচুক্তির ধারাবাহিকতায় রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।

নেপালের রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (আরপিপি) চেয়ারপারসন রাজেন্দ্র লিংডেন মনে করেন, রাজা নেপালিদের জাতীয় পরিচয় ও গর্বের সঙ্গে যুক্ত। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘শাসন করার প্রতিষ্ঠান হিসেবে আমরা রাজতন্ত্র চাই না।তবে দেশের অভিভাবক হিসেবে আমরা রাজতন্ত্র চাই, যা দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ ঠেকাবে।

২০১৭ সালের নির্বাচনে আরপিপি পার্লামেন্টে একটি আসন পেয়েছিল। সর্বশেষ ২০২২ সালের নির্বাচনে রাজতন্ত্র ও হিন্দুপন্থী কর্মসূচি নিয়ে দলটি ১৪টি আসন পায়। আরপিপি বর্তমানে নেপালের পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল। 

৪৩ বছর বয়সী শিক্ষক রাজেন্দ্র কুনওয়ার গত মাসে রাজতন্ত্রের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন। এএফপিকে তিনি বলেন, ‘দেশ অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। দ্রব্যের দাম বাড়ছে, মানুষের চাকরি নেই। শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। এ কারণেই আমাদের রাজাকে ফেরানো দরকার।’ 

সূত্র : এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন শি চিনপিং

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন শি চিনপিং
সংগৃহীত ছবি

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং চলতি বছরের প্রথম বিদেশ সফরে আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এই সফরকে কৌশলগত ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি চিনপিং ১৪-১৫ এপ্রিল ভিয়েতনাম সফর করবেন। এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।

এর আগে এই সপ্তাহেই তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বাঙ্গীণ সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীনের রপ্তানিপণ্যের ওপর গড়ে ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে চীন দ্রুত বিকল্প বাণিজ্যিক ও কূটনৈতিক পথ খুঁজছে। বিশেষ করে চীনের প্রতিবেশী ও একইভাবে মার্কিন শুল্কের শিকার দেশগুলোর সঙ্গে।

কম্বোডিয়া (৪৯%), ভিয়েতনাম (৪৬%) এবং মালয়েশিয়া (২৪%)—এই তিন দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের টানাপড়েনের কারণে চীন অনেকটাই দ্বিপক্ষীয় আলোচনার বাইরে রয়েছে।

শি চিনপিং সর্বশেষ মালয়েশিয়া সফর করেছিলেন ১২ বছর আগে এবং কম্বোডিয়া সফর করেছিলেন ৯ বছর আগে। তাঁর সাম্প্রতিক সফর ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনামে।

       

সূত্র : রয়টার্স

মন্তব্য

ওয়াক্ফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা

    পোড়ানো হলো মোদি-অমিতের কুশপুতুল
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ওয়াক্ফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা

ওয়াক্ফ আইনের বিরোধিতা করে কলকাতার রাজপথ অবরোধ করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়েছে।

গতকাল জুমার পর কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পক্ষ থেকে ধর্মতলায় সড়ক অবরোধ করা হয়। ওই অবরোধ থেকেই হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার স্লোগান, শাউটিং চলতে থাকে। একসময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

এরপর রাজভবনে গিয়ে রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দিতে যায় পাঁচজনের প্রতিনিধি দল। তাদের দাবি, অবিলম্বে ওয়াক্ফ বিল প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়ে রাজ্যপাল যেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন।

এদিনের প্রতিবাদে মুসলিম নেতাদের তরফ থেকে স্পষ্ট বলা হয়, আমরা এ আইন মানি না, এ আইন মুসলিমবিরোধী। এ আইনে আমাদের মসজিদ, কবরস্থান, দরগা নিয়ে নেওয়া হবে।

তাদের অভিযোগ, কেন্দ্রে নরেন্দ্র মোদি যে সরকার চালাচ্ছে সে সরকার শুধু মুসলমানদের খারাপ চাইছে। সরকার যে ওয়াক্ফ বিল নিয়ে এসেছে সেই বিলের কোনো দরকার ছিল না। স্বাধীনতার আগে থেকেই ভারতে ওয়াক্ফ বিল ছিল। তাদের দাবি, এই ওয়াক্ফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।

মন্তব্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সংগৃহীত ছবি

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা যুদ্ধ বন্ধে’ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

তিনি জানান, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না।

গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন
সংস্কার ও নির্বাচন মুখোমুখি করবেন না : নুর

সংস্কার ও নির্বাচন মুখোমুখি করবেন না : নুর

 

দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করছে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, এ নিয়ে এ দেশগুলোর ওপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন।

সেখানেও সবাই উল্লেখ করেন গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির (পিএ) সাথে এ তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। 

এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোরও নিন্দা জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন।

এবার তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি।

সূত্র : সৌদি গেজেট
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ