ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

এবার করোনায় মারা গেলেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুর পরিচালক

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
এবার করোনায় মারা গেলেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুর পরিচালক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সুস্থ হওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু প্রধান। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই হাসপাতালে ভর্তি ছিলেন বরিস জনসন।

এয়ারলাইনের কেবিন পরিষেবার পরিচালক ল্যান টানা ১০ দিন ভেন্টিলেটরের সাপোর্টে ছিলেন।

ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত ল্যানই প্রথম ব্যক্তি যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেবিন ক্রুর বাকি সদস্যরা। ল্যান জনসন একজন চমৎকার মানুষ ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

 

মন্তব্য

গাজা যুদ্ধের বিরোধী ১ হাজার সেনাকে বরখাস্তের অনুমোদন ইসরায়েলের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাজা যুদ্ধের বিরোধী ১ হাজার সেনাকে বরখাস্তের অনুমোদন ইসরায়েলের
ছবিসূত্র : এএফপি

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েল সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির গতকাল সিনিয়র কমান্ডার এবং প্রায় ১ হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করার অনুমোদন দিয়েছেন।

এই সপ্তাহের শুরুতে শত শত ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) সেনা গাজায় সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল, ‘এই যুদ্ধ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে, নিরাপত্তা স্বার্থ নয়’, তারা একই সঙ্গে বন্দিদের ফিরিয়ে দেওয়ার আহবানও জানিয়েছেন।

চিঠিতে আরো বলা হয়েছে, বন্দিদের উদ্ধার কেবল যুদ্ধবিরতির মাধ্যমেই অর্জন করা যেতে পারে, সামরিক উপায়ে নয়।

আজমির বলেছেন, সেনারা চিঠিতে স্বাক্ষর করেছে এটি একটি ‘গুরুতর অপরাধ’। সেনারা এই ধরনের আবেদনে স্বাক্ষর করতে পারবেন না। স্বাক্ষররের পর আবার চাকরিতেও ফিরে যেতে পারবেন না।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যুদ্ধের বৈধতা ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে চিঠিটির তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎজ, সাবেক বিমান বাহিনী কমান্ডার মেজর জেনারেল (অব.) নিমরোদ শেফার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাক্তন প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি অন্তর্ভুক্ত ছিলেন। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন।

সেনাবাহিনীর মতে, চিঠিতে স্বাক্ষরকারীদের দশ শতাংশ সক্রিয় রিজার্ভ সেনা, যাদের বেশিরভাগই স্বেচ্ছাসেবক এবং বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

মন্তব্য

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ছবিসূত্র : এএফপি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় দুটি হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল শুক্রবার ফায়ারিং স্কোয়াডে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছর দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ড।

৪২ বছর বয়সী মিকাল মাহদি ২০০৪ সালে ৫৬ বছর বয়সী জেমস মায়ার্স নামে এক পুলিশ সদস্যকে হত্যা এবং এর তিন দিন আগে এক কনভেনিয়েন্স স্টোর কর্মচারীকে হত্যার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কারাগারের এক বিবৃতি থেকে জানা যায়, ‘তিন সদস্যের একটি ফায়ারিং স্কোয়াড স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ০১ মিনিটে এ মৃত্যুদণ্ড কার্যকর করে’ এবং চার মিনিট পরে মাহদিকে মৃত ঘোষণা করা হয়।

প্রতিরক্ষা আইনজীবী ডেভিড ওয়েইস এক বিবৃতিতে বলেন, ‘আজ রাতে, দক্ষিণ ক্যারোলিনা রাজ্য তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।’ মায়ার্সকে হত্যা করে তার দেহে আগুন লাগানোর আগে মাহদি তাকে তার বাড়ির একটি বাগানের ছাউনির মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় দেখতে পান। মায়ার্সকে হত্যার তিন দিন আগে একজন কনভেনিয়েন্স স্টোর কেরানিকে হত্যার জন্যও মাহদি দোষী সাব্যস্ত হন।

আরো পড়ুন
ওবামার প্রতিকৃতি সরিয়ে নিজের নতুন ছবি বসালেন ট্রাম্প

ওবামার প্রতিকৃতি সরিয়ে নিজের নতুন ছবি বসালেন ট্রাম্প

 

দক্ষিণ ক্যারোলাইনা তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের প্রাণঘাতী ইনজেকশন, বৈদ্যুতিক চেয়ার এবং ফায়ারিং স্কোয়াডের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেয়। মাহদি ফায়ারিং স্কোয়াড বেছে নেন। ১৫ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত ৭ মার্চ। দক্ষিণ ক্যারোলাইনায় তার সাবেক বান্ধবীর বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মাহদি গভর্নর হেনরি ম্যাকমাস্টারের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান প্রধান নির্বাহী তা মঞ্জুর করেননি এবং পূর্ববর্তী কোনো ক্ষমার আবেদনও মঞ্জুর করেননি। মাহদির আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে তিনি তার পুরো জীবন কষ্ট সহ্য করেছেন। তার মা যখন তার নির্যাতনকারী স্বামীর কাছ থেকে পালিয়ে যান, তখন তার বয়স ছিল চার বছর। তারা বলেন, ছেলেটিকে তার অস্থির মানসিকভাবে অসুস্থ বাবার কাছে লালন-পালনের জন্য রেখে যান।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। আরো তিনটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়ায় মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

সূত্র : এএফপি

মন্তব্য

ওবামার প্রতিকৃতি সরিয়ে নিজের নতুন ছবি বসালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ওবামার প্রতিকৃতি সরিয়ে নিজের নতুন ছবি বসালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার সঙ্গে তার শত্রুতাকে হোয়াইট হাউজের দেয়াল পর্যন্ত নিয়ে গেছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের একটি প্রতিকৃতি সরিয়ে সেখানে নিজের একটি ছবি টাঙিয়ে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি এক হত্যাচেষ্টায় বেঁচে গেছেন।

২০২২ সালে যখন ওবামার ছবিটি উন্মোচন করা হয়েছিল, তখন সেটি হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে রাষ্ট্রপতি নিবাসের সিঁড়ির কাছে লাগানো হয়েছিল। কিন্তু এখন ওবামার ছবি হোয়াইট হাউজের ঐতিহাসিক প্রবেশদ্বারের হলঘরের বিপরীত পাশে সরিয়ে দিয়েছেন।

ওবামা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

 ট্রাম্পের এই পদক্ষেপকে ব্যতিক্রমী হিসেবেই দেখা হচ্ছে। কারণ ২০০ বছরের পুরনো ঐতিহাসিক ভবনে তাদের প্রতিকৃতি টাঙানোর আগে প্রেসিডেন্টকে হোয়াইট হাউসের অফিস ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে।

হোয়াইট হাউজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ‘হোয়াইট হাউজে নতুন কিছু শিল্পকর্ম’, এমন একটি ক্যাপশনসহ একটি ভিডিও শেয়ার করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ প্রধান সিঁড়ির পাশে নতুন টাঙানো ট্রাম্পের ছবির পাশে হেঁটে যাচ্ছেন, যেখানে এক সময় ওবামার ছবি ঝুলত।

গত বছর জুলাই মাসে পেনসিলভেনিয়ার বাটলার কাউন্টিতে আয়োজিত একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। এই হামলায় একটি গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর ট্রাম্পের একটি ছবি সারা বিশ্বে ভাইরাল হয়েছিল, যেখানে তাকে আহত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত তুলে লড়াইয়ের বার্তা দিতে দেখা যায়।

নতুন চিত্রকর্মে দেখা যায়, ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক বন্দুকধারীর গুলিতে কানে আঘাত পাওয়ার পর রক্তাক্ত ট্রাম্প মুষ্টিবদ্ধ সেই ছবি—যেটি ইতোমধ্যেই আইকনিক মুহূর্তে পরিণত হয়েছে।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন, এই চিত্রকর্মটি কে এঁকেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর তোলা ঐ মুহূর্তের একটি ছবির সঙ্গে অনেকটা মিল রয়েছে। এরপর হোয়াইট হাউজের আরো কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের নতুন আরো একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের পাশে ওবামার প্রতিকৃতিও কাছাকাছি একটি জায়গায় রয়েছে। হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক্স-এ লিখেছেন, ‘ওবামার ছবিটি মাত্র কয়েক ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে।

’ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সাধারণত নিজেদের পূর্বসূরিদের প্রতিকৃতি স্থানান্তর করে থাকেন, তবে সাম্প্রতিক প্রেসিডেন্টদের ছবি সাধারণত প্রবেশপথের প্রধান হলঘরেই থাকে। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ওবামার প্রতিকৃতি উন্মোচন করেন। এতে ওবামাকে দেখা যায় সাদা ব্যাকগ্রাউন্ডে কালো স্যুট ও ধূসর টাই পরে দাঁড়িয়ে আছেন। কিন্তু হোয়াইট হাউজে এই অদলবদলের তা ট্রাম্পের দীর্ঘদিনের তিক্ত ও ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক ওবামা-বিরোধিতারই প্রতিচ্ছবি।

ধনকুবের ট্রাম্প তার রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন বর্ণবাদী ও মিথ্যা ‘বার্থার’ ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে—যাতে বলা হয় ওবামা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে জন্মাননি। ওবামা বহুবার ট্রাম্পকে বিদ্রুপ করেছেন। 

সম্প্রতি ট্রাম্প ওভাল অফিসের বাইরে নিজের একটি সোনালি ফ্রেমে বাঁধানো মাগশট ঝুলিয়েছেন—যেটি ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার এক মামলার সঙ্গে জড়িত। এ ছাড়াও ফ্লোরিডার মার-আ-লাগো আবাসে বাটলার হত্যাচেষ্টার ঘটনায় তার সাহসী প্রতিক্রিয়ার একটি বড় ব্রোঞ্জ ভাস্কর্যও রাখা হয়েছে।

সূত্র : এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
প্রতীকি ছবি

পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। 

কোকোপো বিচ বাংলো রিসোর্টের রিসেপশনিস্ট ইমোনক অ্যাবেলিস বলেন, ‘ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল, তবে এলাকায় কোনো ক্ষতি হয়নি।’ পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প প্রায়শই ঘটে।

কারণ দেশটির অবস্থান রিং অব ফায়ারে।

সূত্র : এএফপি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ