<p>দক্ষিণ লেবাননের হাসবায়ায় ইসরায়েলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। </p> <p>শুক্রবার ভোরে গণমাধ্যমকর্মীদের ব্যবহৃত অতিথিশালায় ঘুমিয়ে থাকা অবস্থায় হামলা চালায় ইসরায়েল। নিহত ও আহত সাংবাদিকরা সেখানে যুদ্ধের সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729851839-1d307d55902e24534bcd73fbffa51d1f.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/25/1439045" target="_blank"> </a></div> </div> <p>বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের প্রতিবেদনে জানায়, নিহত তিন সাংবাদিকের মধ্যে দুজনই আল মায়াদিন টিভিতে কাজ করতেন। তারা হলেন ক্যামেরা অপারেটর গাসান নাজার ও ব্রডকাস্ট টেকনিশিয়ান মোহাম্মদ রিডা। তৃতীয়জন হলেন হিজবুল্লাহসংশ্লিষ্ট টিভি আল-মানারের ক্যামেরা অপারেটর উইসাম কাসিম।</p> <p>সাংবাদিক হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। দেশটি সাধারণত ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করে না।</p> <p>লেবাননের রাজধানী বৈরুতে রাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ১২টি বিমান হামলা চালায়। রাজধানীর দক্ষিণ দিকে হারেত রেইক, বুর্জ আল-বারাজনাহ, শোফেয়াত ও অঞ্চলে হামলা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েলি হামলার পর পালিয়ে যান ফিলিস্তিনিরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729700403-cefab9d48bbe78dd4b6ba83f20612306.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েলি হামলার পর পালিয়ে যান ফিলিস্তিনিরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2024/10/24/1438430" target="_blank"> </a></div> </div> <p>লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ওই তিন সাংবাদিক ইসরায়েলের অপরাধ বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিলেন।</p> <p>লেবাননে এর আগে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহসহ পাঁচজন সাংবাদিক নিহত হন।</p>