<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘূর্ণিঝড় আসনার প্রভাবে ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচিতে বৃষ্টিপাত হচ্ছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ গতকাল স্থানীয় সময় বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে জানায়, আসনার প্রভাবে করাচি ও সিন্ধু প্রদেশের কিছু অংশে বজ্রপাতসহ ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি সিন্ধু উপকূল থেকে আরো পশ্চিম দিকে সরে গেছে। এদিকে ঘূর্ণিঝড় আসনার প্রভাবে গুজরাটের কয়েকটি অঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়েছে। কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ভারতের আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে। আরব সাগরের উত্তর-পূর্বাংশে সৃষ্ট গভীর একটি নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয় আসনা। সূত্র : জিও নিউজ, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>