<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিমা দেশগুলোর সমালোচনা ও আপত্তি উপেক্ষা করে মহাকাশে নতুন একটি গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে স্থানীয় সময় গতকাল শনিবার চামরান-১ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে দেশটি। বিষয়টিকে দেশটির মহাকাশ কর্মসূচির অগ্রগতির ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্যাটেলাইটটির উৎক্ষেপণ সফল হয়েছে জানিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, মহাশূন্যে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই-বাছাই করাই চামরান-১ গবেষণা স্যাটেলাইটটির মূল লক্ষ্য। স্যাটেলাইটটির ওজন ৬০ কেজি (১৩২ পাউন্ড)। স্যাটেলাইটটি ঘয়েম-১০০ রকেটের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছে। কক্ষপথে স্থাপনের পর এটি প্রথমবারের মতো সংকেতও পাঠিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘয়েম-১০০ রকেটটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মহাকাশ বাহিনী তৈরি করেছে। রকেটটি ইরানের প্রথম তিন ধাপের কঠিন জ্বালানিচালিত স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র। গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো ৫০০ কিলোমিটার ওপরের কক্ষপথে একটি স্যাটেলাইট পাঠাতে রকেটটি ব্যবহার করা হয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাকাশে এভাবে স্যাটেলাইট পাঠানো থেকে বিরত থাকতে ইরানকে বারবার সতর্ক করেছে পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, এই ধরনের একই প্রযুক্তির ব্যবহার তেহরানকে পারমাণবিক ওয়ারহেডসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সাহায্য করতে পারে। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p>