<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন সেনা এবং ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় ওই ১২ জন নিহতের ঘটনাটি ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত সেনারা হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শওকত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ। নিহত সন্ত্রাসীরা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য ডন। নিহত ছয় সন্ত্রাসীর মধ্যে টিটিপির শাখাপ্রধান আতাউল্লাহ রয়েছেন। সূত্র : এএফপি</span></span></p>