<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে দেশটির সংসদে অনাস্থা ভোটের প্রস্তাবের মুখোমুখি হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো বার্নিয়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে এই অনাস্থা ভোটের প্রস্তাব করেন বামপন্থীরা। তবে এই ভোটে বার্নিয়ের ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা খুবই কম বলে জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিশেল বার্নিয়ে ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যস্থতাকারী ছিলেন। ফ্রান্সে জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলের কারণে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। এই অচলাবস্থা দূর করতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ডানপন্থী প্রবীণ রাজনীতিক বার্নিয়ের নাম ঘোষণা করেন মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। দায়িত্ব গ্রহণের পরপরই বার্নিয়ে সতর্ক করেছিলেন, ফ্রান্সের বাজেট ঘাটতি কমানো না গেলে, দেশটির আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে উচ্চ আয় করা ব্যক্তিদের কর বাড়ানো হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে এরই মধ্যে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ম্যাখোঁর পছন্দ ঘিরে বামপন্থী রাজনৈতিক জোট নিউ পপুলার ফ্রন্টের মধ্যে (এনএফপি) অসন্তোষ দেখা দিয়েছে। জুলাইয়ে অনুষ্ঠিত আগাম নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় তারা। তাদের অভিযোগ, নির্বাচনে এনএফপি সবচেয়ে ভালো করলেও ডানপন্থী একজনকে প্রধানমন্ত্রী করা হয়েছে। এতে একটি ডানপন্থী সরকার গঠিত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সংসদে বার্নিয়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে অনাস্থা ভোটের প্রস্তাবে সোশ্যালিস্ট পার্টির (পিএস) নেতা অলিভিয়ার ফাউর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সরকারের অস্তিত্ব, এর গঠন ও দিকনির্দেশনা সংসদ নির্বাচনের ফলকে নাকচ করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্নিয়ের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব নিয়ে স্থানীয় সময় গতকাল বিকেল সাড়ে ৪টায় সংসদে পক্ষে-বিপক্ষে বিতর্ক হওয়ার কথা ছিল।<br /> সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>