<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরীয় সেনা নিয়োগের অভিযোগের মধ্যেই এই পদক্ষেপ নিল পিয়ংইয়ং সরকার। উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ জানায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, তাদের প্রধান নেতা কিম জং উন গত সোমবার একটি ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দেন। দুই দেশের চুক্তি অনুযায়ী, তাদের মধ্যে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে। কেসিএনএ জানায়, উভয় পক্ষ চুক্তি অনুমোদনের দলিলপত্র বিনিময় করার পরই চুক্তিটি কার্যকর হবে। এর আগে গত ৬ নভেম্বর রাশিয়ার পার্লামেন্টে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটির অনুমোদন দেয়। মূলত গত ১৯ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশের এই প্রতিরক্ষা চুক্তিটি প্রথম স্বাক্ষরিত হয়। কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই হয়েছে। মস্কো ও পিয়ংইয়ং এখনো রাশিয়ায় উত্তর কোরীয় সেনা উপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দুই দেশের প্রতিরক্ষা চুক্তির অনুমোদন ইউরোপে ন্যাটো সদস্য ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরো বাড়িয়েছে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></p> <p> </p>