<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে দক্ষিণের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দিকে এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে গতকাল রবিবার দেশটিতে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাপক</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমান হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ কথা জানিয়েছে। গত বুধবার থেকে সিরিয়ায় শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত হয়েছে।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবজারভেটরি জানায়, আলেপ্পো শহর এখন বিদ্রোহীদের  দখলে। বিদ্রোহীরা এখন দক্ষিণ দিকে হামার কাছে ছোট ছোট শহর দখলের চেষ্টা চালাচ্ছে। হামা সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর। রাশিয়া ইদলিব ও হামা শহরের কাছে প্রত্যন্ত এলাকাগুলোয় হামলা চালিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ায় বিদ্রোহীরা গত বুধবার থেকে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালাচ্ছে। হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এবং এর কয়েকটি সহযোগী দল আলেপ্পো আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সেনাদের বিরুদ্ধে এটি বিদ্রোহীদের বড় হামলা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত পাঁচ লাখ মানুষ মারা গেছে। ২০২০ সালের যুদ্ধবিরতির পর থেকে সংঘাত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায়</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্ধই ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অবজারভেটরি জানিয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া আলেপ্পোয় সহিংসতায় ২০ বেসামরিক লোকসহ এ পর্যন্ত ৩৭২ জন প্রাণ হারিয়েছে।  ইদলিবে  এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়া সরকারের পাশে ইরান  </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">-</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিমে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্রোহীদের</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলার মুখে আসাদ সরকারের পাশে দাঁড়িয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা দৃঢ়ভাবে সিরিয়া সরকার ও সেনাবাহিনীকে সমর্থন করি। আসাদ সরকারের প্রধান মিত্রদের অন্যতম ইরান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চলমান সংকট নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পররাষ্ট্রমন্ত্রী</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরাকচিকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাঠাচ্ছে ইরান। দামেস্ক সফরের পর তিনি তুরস্কে যাবেন। সিরিয়ার বিদ্রোহীদের একটি অংশকে তুরস্ক সমর্থন দিচ্ছে। এদিকে সিরিয়া আসাদ সেনাদের ওপর বিদ্রোহীদের আক্রমণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, এ বিষয়ে তাদের কিছু করার নেই। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে আসাদ সরকারের অস্বীকৃতি আর রাশিয়া ও ইরানের ওপর নির্ভরতার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিদ্রোহী বাহিনীকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাল্টা হামলার</span></span></strong> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রস্তুতি</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরীয় সরকার। গতকাল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুকে এক বার্তায় এ কথা জানায়। তারা জানায়, উত্তরাঞ্চলীয় ইদলিব ও হামা প্রদেশে রাশিয়া ও সিরিয়ার বিমানবাহিনী বিদ্রোহীদের ওপর আরো বিমান হামলা চালাচ্ছে। সিরিয়ায় বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি ইদলিব প্রদেশ। তুরস্ক সীমান্ত থেকে এটির অবস্থা খুব বেশি দূরে নয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলীয় হামায় বিদ্রোহীদের মোকাবেলায় রকেট লঞ্চার ও ভারী সামরিক সরঞ্জাম নিয়ে সেনারা গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সব সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের মোকাবেলা করে সিরিয়ার স্থিতিশীলতা ও ভূখণ্ডগত সংহতি রক্ষার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ত্রাসীদের আক্রমণ যতই জোরালো হোক না কেন, আমাদের সহযোগী ও বন্ধুদের সহায়তায় তাদের পরাজিত ও নিশ্চিহ্ন করা কোনো</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাপারই</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেই সক্ষমতা আমাদের দেশের আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বিদ্রোহীদের আক্রমণের মুখে আলেপ্পো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় আসাদ সরকার। বিদ্রোহীরা তেমন কোনো বাধার মুখোমুখি না হয়েই শহর দখল করে নেয়। ২০১৬ সালে আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছিল সিরীয় বাহিনী। এবার আক্রমণ চালিয়ে শহরটি আবার দখল করে নিল তারা।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলাকারী বিদ্রোহীরা কারা</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে  আক্রমণ শুরু হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীর। ২০১১ সালে বিদ্রোহী গোষ্ঠীটির যাত্রা শুরু হয়। তখন এটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাবহাত আল-নুসরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের আল-কায়েদার সরাসরি সহযোগী হিসেবে কাজ করত। আরেক কট্টরপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি এটি গঠনে ভূমিকা রাখেন। সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইকারী অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে এদের দেখা হতো। তবে জিহাদি মতাদর্শ ধারণ করায় এক সময় ফ্রি সিরিয়া ব্যানারে বিদ্রোহীদের প্রধান জোটের সঙ্গে তাদের মতানৈক্য দেখা দেয়।     সূত্র</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""> : </span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবিসি</span></span></span></span></span></p>