<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতে আইনজীবীকে হত্যা করেছে। কিন্তু এ দেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল সকালে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল ডা. শফিকুর রহমান বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের স্বরূপকাঠিতে জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পৃথক সমাবেশে বক্তব্য রাখেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাতে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের আমির বলেন, চব্বিশের অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ। শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী আছে জানিয়ে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য মানুষকে গুম-খুন করা হয়েছে। সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। দফায় দফায় মানুষকে জেলে নেওয়া হয়েছিল। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধু সত্যের পক্ষে থাকার জন্য। হাজার হাজার আলেম-ওলামাকে কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে। জামায়াতের সাড়ে পাঁচ শ সাথিকে গুম করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াত আমির বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যায়বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে, বাকিটা লড়াই করে আনব। কোনো দুর্নীতিবাজ দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। নতুন বাংলাদেশে দুর্নীতি, দখলদার, চাঁদাবাজ থাকবে না; অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন বাংলাদেশ গড়তে চাই। আস্থা, বিশ্বাস ও ভালোবাসার দায়িত্ব যদি পাই, আমরা মালিক নয়, সেবক হয়ে থাকব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ জেলা ও উপজেলার নেতারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেওয়া হবে </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকালে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এলাকায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। এমন বাংলাদেশ চাই, যেখানে কোর্ট-কাছারি অফিস-আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন ও জামায়াত নেতা মাসুদ সাঈদী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব ধর্মের মানুষ নিয়ে ঐক্যবদ্ধ জাতি চাই</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল্লাহ যদি দুনিয়ায় বহু জাতির মানুষ লালন-পালন করতে পারেন, তাহলে আমি কে মানুষকে ঘৃণা করার? সব ধর্মের মানুষ নিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দোয়া করবেন, সেই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বন্দরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ওপর একটি পাথর চাপা পড়ে ছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ যাদের জুলুম করে হত্যা করা হয়েছে, তাদের রক্তের বোঝা আর সারা বাংলার ১৮ কোটি মানুষের চোখের পানির বোঝা আল্লাহ কবুল করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পথসভা শেষে তিনি ছারছীনা দরবার শরিফে গিয়ে দরবারের পীর শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে জামায়াতের আমির সড়কপথে বরিশাল-ঝালকাঠি হয়ে স্বরূপকাঠিতে আসেন। সফরকালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে শামিম বিন সাঈদী ও মাসুদ সাঈদী, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতারা তার সঙ্গে ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>