<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর ডেমরায় সারুলিয়া এলাকায় গতকাল সোমবার বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছাত্রলীগ, যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী এই হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে বলে দাবি বিএনপি নেতাদের।  ৬৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুদ্র খান, ছাত্রলীগ নেতা শাহীন মিয়া, মনির মিয়া, মামুন মিয়া, রোহান মিয়া, সুজাত মিয়া, ইমন মিয়া, জাকির মিয়াসহ ২০ থেকে ২৫ জনের একটি দল এই হামলা চালায়। হামলায় ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হানিফ মিয়া, তার ভাই আমির হোসেন, কবির হোসেন, আব্দুল রাজ্জাক খান, দ্রুব মিয়া, হৃদয় মিয়া, সৌরভ মিযা, ইয়াসিন মিয়া, জনি মিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>