<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আহত ৩১ হাজারের অনেকেই প্রতিবন্ধিতার শিকার হয়েছেন। হাত, পা, চোখ বা অন্য কোনো অঙ্গ হারিয়েছেন বহু মানুষ। কেউ কেউ স্মৃতিশক্তিও হারিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহতদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চিকিৎসার পর বাড়ি ফিরলেও তাদের কর্মসংস্থান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ দেশে প্রতিবন্ধীদের কাজের সুযোগ কম এবং পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। তাই গণ-অভ্যুত্থানে প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের পুনর্বাসনে বিশেষ নজর দেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে উন্নয়নশীল দেশে প্রতিবন্ধী মানুষের হার ১৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রায় আড়াই কোটি বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ (এনএসপিডি)-২০২২ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৪৬ লাখ। এরই মধ্যে নতুন জরিপ শুরু হয়েছে। এই জরিপ প্রকাশ পেলে সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ২৭.২১ শতাংশ কর্মরত। কর্মসংস্থানক্ষেত্রের বড় অংশই বেসরকারি। এরপর বিগত আওয়ামী লীগ সরকারের এক প্রজ্ঞাপনে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষাগ্রহণসহ অন্যান্য সুযোগ-সুবিধা অনেকটা কমেছে। গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা কোটাসংক্রান্ত প্রজ্ঞাপনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবন্ধী ব্যক্তি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র পরিবর্তে শুধু </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শারীরিক প্রতিবন্ধী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উল্লেখ করা হয়েছে। ফলে অন্য প্রতিবন্ধীদের বাদ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখাপড়া শেষে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী রবিন খান। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাটের কৃষক সোলায়মান খানের সন্তান রবিন খান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়জীবন শেষের পথে। দ্রুত চাকরি না পেলে বড় সংকটে পড়তে হবে। রাষ্ট্র তথা সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশগত বাধার ফলে শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, বাসস্থান, সম্পত্তি, পরিবার গঠন, সরকারের প্রতিবন্ধী ব্যক্তি নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াসহ নানা বিষয়ে হয়রানির শিকার হতে হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্র ও সমাজ প্রতিবন্ধী মানুষের জন্য আর্থিক, নীতিগত বা পরিবেশগত ইতিবাচক অবস্থা গঠন করতে ব্যর্থ হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা সংক্রান্ত গৃহীত ব্যাংক ও অন্যান্য প্রকল্পে প্রতিবন্ধী মানুষের জন্য স্বল্প সুদে ঋণব্যবস্থার উল্লেখ নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ২০ হাজার টাকা সুদমুক্ত ঋণের সুবিধাভোগী মূলত দুস্থ, এতিম, দরিদ্র বিধবারা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সমাজের বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে শিক্ষিত ও প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম নানাভাবে চালিয়ে যাচ্ছেন। কিন্তু বুদ্ধিপ্রতিবন্ধী মানুষ, অটিস্টিক প্রতিবন্ধী মানুষ, ডাউন সিনড্রোম প্রতিবন্ধী মানুষ, মস্তিষ্ক পক্ষাঘাত প্রতিবন্ধী মানুষ, শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধী মানুষের বিচ্ছিন্নতা এত বেশি যে কর্ম দূরে থাক শিক্ষাগ্রহণে চাহিদার ভিন্নতা বিবেচনায়ও নেওয়া হয় না। বিপুলসংখ্যক শ্রবণপ্রতিবন্ধী মানুষের শিক্ষা কেবল সাতটি বিদ্যালয়ে সীমাবদ্ধ। প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করার দাবি এখনো উপেক্ষিত। তাদের যাতায়াতের ক্ষেত্রে দেশে এখনো কোনো প্রবেশগম্য গণপরিবহন নেই। মেট্রো রেল চালু হলেও সেখানে প্রতিবন্ধী মানুষের জন্য ফ্রি পাসের ব্যবস্থা নেই। এমনকি সড়ক পরিবহনে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া (হাফ টিকিট) পেলেও প্রতিবন্ধী মানুষরা এই সুবিধার আওতায় নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন পরিস্থিতির মধ্যে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই স্লোগান সামনে রেখে এবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>