<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার উত্তরাঞ্চলের সম্মুখ সারি ও আলাউইট পর্বতমালার ঘাঁটিগুলো থেকে সামরিক বাহিনী সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে দেশটিতে দুটি প্রধান রুশ ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে না মস্কো। সিরিয়ার চারজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ায় রাশিয়ার লাতাকিয়ার হামিমিম বিমানঘাঁটি ও টারতোস নৌঘাঁটি রয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠতা ছিল রাশিয়ার। তবে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিগুলোর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে সিরিয়ার এমন সামরিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, মস্কো তার বাহিনীকে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে প্রত্যাহার করছে। এরই মধ্যে কিছু ভারী সরঞ্জাম ও সিরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। তবে রাশিয়া তাদের দুটি প্রধান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করছে না </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগকারী একজন জ্যেষ্ঠ সিরীয় সেনা কর্মকর্তা বলেছেন, মস্কোতে কিছু সরঞ্জাম ফেরত পাঠানো হচ্ছে। সেই সঙ্গে পাঠানো হচ্ছে আসাদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকেও।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন অন্তর্বর্তী প্রশাসনের ঘনিষ্ঠ একজন সিনিয়র বিদ্রোহী কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি এবং আসাদ সরকার ও মস্কোর মধ্যে অতীতের চুক্তিগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। এটি ভবিষ্যৎ আলোচনার বিষয় এবং সিরিয়ার জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রেমলিন জানিয়েছে, ঘাঁটি নিয়ে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আলোচনা করছে রাশিয়া।          সূত্র : এএফপি</span></span></span></span></span></p>