<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত মহাসাগরে ফ্রান্স নিয়ন্ত্রিত মায়োত দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। ২২৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়টির আঘাতে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েক শ এমনকি কয়েক হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় তৃষ্ণা ও ক্ষুধায় মরতে শুরু করেছে সেখানকার লোকজন। বিবিসি ওয়েদারের সারাহ কিথ-লুকাস বলেন, ৯০ বছরের মধ্যে মায়োত দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি। এ সময় প্রায় আট মিটার উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। মায়োত ফ্রান্সের অন্যতম দরিদ্র অঞ্চল। সেখানকার তিন লাখ ২০ হাজার বাসিন্দার মধ্যে ৭৫ শতাংশই জীর্ণ এলাকায় বাস করে। আর তারাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার এক বাসিন্দা বলেন, তিনি পুরো একটি এলাকাকে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখেছেন। জীবিতদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারীরা। ফোন, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় স্থাপনে কাজ করে যাচ্ছে তারা। তবে বেশ কয়েকজন উদ্ধারকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মায়োতের রাজধানীর মেয়র বলেন, ঘূর্ণিঝড় চিডো কিছু অবশিষ্ট রাখেনি। হাসপাতাল, স্কুল ও বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সূত্র : বিবিসি</span></span></span></span></span></p>