<p>সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে কমপক্ষে আরো চার বছর লাগতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির কার্যত প্রধান নেতা আহমেদ আল-শারা। গতকাল রবিবার সৌদি আরবের  গণমাধ্যম আল-এরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। শারা  আরো বলেন, নতুন সংবিধান লিখতে অন্তত তিন বছর লেগে যেতে পারে। চলতি মাসের শুরুত সিরিয়ার  বাশার আল-আসাদ সরকারের  দুই দশকের বেশি সময়ের শাসনামলের অবসানের পর দেশটির নির্বাচন নিয়ে সম্ভাব্য সময় নিয়ে মুখ খুললেন শারা।  হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর সহযোগী গোষ্ঠীগুলো এক ঝোড়ো অভিযান চালিয়ে আসাদকে ক্ষমতাচ্যুত করে। এই এইচটিএসের নেতৃত্ব দিয়েছেন শারা। সাবেক  বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসকে জাতীয় সংলাপ সম্মেলন আহ্বান করে বিলুপ্ত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শারা। পররাষ্ট্র বিষয়ে শারা বলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রয়েছে। আসাদকে আশ্রয়ও দিয়েছে রাশিয়া। এদিকে সিরিয়ার নতুন প্রশাসন দেশটির বিভিন্ন অংশে নিরাপত্তা অভিযান চালাচ্ছে। তাদের ভাষায় সাবেক প্রেসিডেন্ট আসাদের শাসনামলের ‘অবশিষ্ট’ কিছু অংশে তারা এই অভিযান চালাচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গত শনিবার জানায়, লাটকিয়া শহরে ব্যাপক অভিযান চালানো হয়েছে।  সূত্র : আল এরাবিয়া</p> <p> </p>