<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের মহারাষ্ট্রে গতকাল মঙ্গলবার দুজনের শরীরে হিউম্যান মেটাপনিমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। এর আগে বেঙ্গালুরুতে দুজন, গুজরাটে একজন, চেন্নাইয়ে দুজন, কলকাতায় তিনজন এইচএমপিভি আক্রান্ত বলে খবর পাওয়া যায়।   </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহারাষ্ট্রের নাগপুরে  ভাইরাসে আক্রান্ত একজনের বয়স সাত বছর, অপরজনের ১৩ বছর। দুজনের কাউকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানোর প্রয়োজন হয়নি। নিজেদের বাড়িতেই তাদের চিকিৎসা চলছে। উভয়েরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দুজনেরই জ্বর এবং সর্দিকাশির মতো কিছু উপসর্গ ছিল। নাগপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের লালারসের নমুনা পরীক্ষা করা হলে এইচএমপিভি সংক্রমণ ধরা পড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চীন, জাপান , মালয়েশিয়া ও ভারতে এইচএমপি ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে। এ নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে শ্বাসযন্ত্রের অসুস্থতা নিয়ে নজরদারি বাড়াতে এবং এইচএমপিভি সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে। ভারতে গত সোমবার প্রথমে বেঙ্গালুরুর দুটি শিশুর শরীরে ভাইরাস সংক্রমিত হওয়ার খবর মেলে। তাদের একজনের বয়স আট মাস, অপরজনের তিন মাস। পরে কেন্দ্রীয় সরকার জানায়, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুর সংক্রমণের কোনো যোগ নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলছে, ২০০১ সালে প্রথম এইচএমপিভি শনাক্ত হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, হয়তো আরো অনেক যুগ আগে থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে। ভাইরাসটি নিয়ে এখনই ঘাবড়ানোর কিছু নেই বলে আশ্বাস দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও কেউই এখনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি। নতুন এই ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কি না সে বিষয়ে বিশেষজ্ঞরাও কোনো সতর্কবার্তা দেননি। তবে রোগটি যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : জি নিউজ, এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>