<p>নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়ে আসছেন। এত দিন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কানাডা। অবশেষে নীরবতা ভেঙেছে দেশটি।</p> <p>কানাডার বিদায়ি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মঙ্গলবার বলেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে কখনো পিছপা হবে না কানাডা।</p> <p>এক সংবাদ সম্মেলনে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করতে অর্থনৈতিক বল প্রয়োগের কথা বলার পরিপ্রেক্ষিতে ট্রুডো ও জলি এই মন্তব্য করলেন।</p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রুডো লেখেন, ‘কানাডার যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দুই দেশের শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একে অপরের বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী হিসেবে লাভবান হচ্ছে।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি তুলে ধরেন তিনি।</p> <p>এদিকে পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি অভিযোগ করেছেন, এ ধরনের মন্তব্যের মাধ্যমে ট্রাম্প প্রমাণ করেছেন যে কানাডাকে সম্পূর্ণরূপে বোঝার মতো সক্ষমতা তাঁর নেই। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি শক্তিশালী, লোকজন শক্তিশালী। হুমকির মুখে আমরা কখনো পিছপা হব না।’</p> <p>গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় যে কানাডাকে বাগে আনতে তিনি সামরিক বল প্রয়োগ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি অর্থনৈতিক বল প্রয়োগ করবেন।</p> <p>এর আগে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এই সিদ্ধান্তের বাস্তবায়ন কানাডার জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে, কারণ কানাডার মোট রপ্তানির ৭৫ শতাংশই হয় যুক্তরাষ্ট্রে।</p> <p>কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গীভূত করতে অর্থনৈতিক বল প্রয়োগের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই মানচিত্র প্রকাশ করলেন তিনি।</p> <p>নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে একটি মানচিত্র শেয়ার করেন ট্রাম্প। সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ওহ কানাডা!’</p> <p>এর কয়েক ঘণ্টা আগে ফ্লোরিডার মার-আ-লাগোতে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আপনি এই কৃত্রিম সীমান্তরেখা মুছে দিন। এরপর দেখুন এটি দেখতে কেমন লাগে। এটি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে।’</p> <p>তিনি বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র, এটি সত্যিই দারুণ কিছু হবে।</p> <p>কানাডার সামরিক ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তাদের সামরিক বাহিনী ছোট। তারা আমাদের সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল। সব ঠিক আছে, কিন্তু এ জন্য তাদের মূল্য দিতে হবে। এটি খুবই অযৌক্তিক।’</p> <p>শিগগির অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকার নতুন স্বর্ণযুগের দিকে এগিয়ে যাচ্ছি।’</p> <p>এদিকে ক্রমেই জনপ্রিয়তা কমতে থাকায় নিজ দল ক্ষমতাসীন লিবারেল পার্টির চাপের মুখে গত সোমবার পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। চলতি বছর কানাডায় জাতীয় নির্বাচন হওয়ার কথা।</p> <p>সূত্র : এএফপি, এনডিটিভি</p> <p> </p>